টাঙ্গাইলের সখীপু‌রে চলন্ত মোটরসাইকেলে কক‌টেল নিক্ষেপের ফলে মাসুম পার‌ভেজ মায়া ও মঞ্জুরুল ইসলাম মো‌র্শেদ নামে দুই ভাই গুরুতর আহত হ‌য়ে‌ছেন। দুই ভাই তাদের এক ছে‌লে‌কে নি‌য়ে বা‌ড়ি ফেরার সময় এই কক‌টেল হামলার শিকার হ‌ন। এই ঘটনায় ইমন না‌মের একজন‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। 

বৃহস্প‌তিবার (৮‌ মে) রাত ১২টার দি‌কে উপ‌জেলার কাকড়াজান ইউনিয়‌নের গড়বাড়ির বা‌রো মন্ড‌লিয়া এলাকায় এই এই কক‌টেল হামলা করা হয়। 

আহত মাসুম পার‌ভেজ মায়া ও মঞ্জুরুল ইসলাম মো‌র্শেদ সখীপু‌র উপ‌জেলার তৈইলধারা গ্রা‌মের আবু সাঈদের ছে‌লে। এসময় মায়ার ছে‌লে স‌নেট মোটরসাইকেলে থাক‌লেও সে আহত হয়‌নি। আহত দুই ভাইকে ঢাকার ল্যাবএইড হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। এরম‌ধ্যে মাসুম পার‌ভেজ মায়ার অবস্থা সঙ্কটাপন্ন বলে স্বজনরা জানিয়েছেন। 

স্থানীয়রা জানান, ছে‌লে‌কে নি‌য়ে দুই ভাই মোটর‌কেলে বা‌রো মন্ড‌লিয়া থে‌কে বা‌ড়ির দি‌কে যা‌চ্ছিলনে। এসময় চলন্ত অবস্থায় তা‌দের উপর পরপর চার‌টি কক‌টেল নি‌ক্ষেপ করা হয়। ‌মুহূর্তে কক‌টেলগু‌লো বি‌ষ্ফো‌রিত হ‌য়ে মোটরসাইকেলে আগুন ধ‌রে যায়। এতে আহত হন দুই ভাই মায়া ও মো‌র্শেদ। 

আহত মঞ্জুরুল ইসলাম মো‌র্শেদ জানান, ক‌য়েক‌দিন আগে স্থানীয় আসাদু‌ল নামের একজ‌নের সা‌থে তা‌দের বি‌রোধ হয়েছিল। রা‌তে আসাদুল আর তার ভাই মোশারফ তাদের উপর কক‌টেল নি‌ক্ষেপ ক‌রে। পূ‌র্বে আসাদু‌লের না‌মে কক‌টেল ফা‌টি‌য়ে প্রবাসীর বা‌ড়ি‌তে ডাকা‌তির মামলা ছিল। সেই মামলায় সম্প্রতি সে জা‌মি‌নে বের হ‌য়ে‌ছে। ‌

সখীপুর সা‌র্কেলের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার একেএম মামুনুর রশীদ জানান, কক‌টে‌লের ঘটনায় দুইজন আহত হ‌য়ে‌ছে। পূর্ব শত্রুতার জে‌রে এই ঘটনা। কক‌টে‌লের ঘটনায় থানায় মামলা দা‌য়ের হ‌য়ে‌ছে। 

ঢাকা/কাওছার/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আহত হ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জ বিআরটিএ অফিসে দুদকের অভিযান

ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সনদে ঘুষ লেনদেনসহ দালাল চক্রের দৌরাত্ম্য রোধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নারায়ণগঞ্জ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সকালে দুদকের দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ’র সহকারী পরিচালক তুষার আহমেদের নেতৃত্বে  এই অভিযান পরিচালনা করা হয়। 

দুদক জানায়, বিআরটিএ, নারায়ণগঞ্জ অফিসে গাড়ি রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট ও লাইসেন্স প্রদান সংক্রান্ত নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের সময় দুদক টিম ছদ্মবেশে সেবা গ্রহীতাদের সাথে কথা বলার এক পর্যায়ে একজনকে দালাল সন্দেহে আটক করে বিআরটিএ, নারায়ণগঞ্জ’র অফিস প্রধানের কক্ষে নিয়ে যাওয়া হয়। এসময় তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাৎক্ষণিকভাবে তার নিকট কোন সন্দেহজনক কাগজপত্র না পাওয়ায় মুচলেকা নিয়ে তাকে সতর্ক করা হয়। 

পরবর্তী সময়ে বিআরটিএ অফিসে বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করতে নিষেধ করা হয়। এসময় সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধে তদারকি নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে সিটিজেন চার্টার যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট অফিস প্রধানকে পরামর্শ প্রদান করে দুদক টিম। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ বিআরটিএ-এর সহকারী পরিচালক মাহবুবুর রহমান জানান, দুদকের একটি টিম এসে এ অফিসের অভিযান করে একটি ফাইল নিয়ে যায়। এসময় তিনি অফিসে ছিলেন না বলেও জানান।
 

সম্পর্কিত নিবন্ধ

  • পুলিশের গাড়িতে আইভী সমর্থকদের হামলার চেষ্টা : প্রতিহত করল যুবদল
  • বগুড়ায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩
  • শরীয়তপুরের থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ
  • হত্যা মামলায় কারাগারে আইভী
  • সিদ্ধিরগঞ্জের হত্যা মামলায় কারাগারে আইভী
  • সাবেক মেয়র আইভী গ্রেপ্তার (ভিডিও/ছবি)
  • নারায়ণগঞ্জ সদর পূর্ব থানা জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • নারায়ণগঞ্জ বিআরটিএ অফিসে দুদকের অভিযান
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতি চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ৫