টাঙ্গাইলে চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই গুরুতর আহত
Published: 9th, May 2025 GMT
টাঙ্গাইলের সখীপুরে চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপের ফলে মাসুম পারভেজ মায়া ও মঞ্জুরুল ইসলাম মোর্শেদ নামে দুই ভাই গুরুতর আহত হয়েছেন। দুই ভাই তাদের এক ছেলেকে নিয়ে বাড়ি ফেরার সময় এই ককটেল হামলার শিকার হন। এই ঘটনায় ইমন নামের একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) রাত ১২টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ির বারো মন্ডলিয়া এলাকায় এই এই ককটেল হামলা করা হয়।
আহত মাসুম পারভেজ মায়া ও মঞ্জুরুল ইসলাম মোর্শেদ সখীপুর উপজেলার তৈইলধারা গ্রামের আবু সাঈদের ছেলে। এসময় মায়ার ছেলে সনেট মোটরসাইকেলে থাকলেও সে আহত হয়নি। আহত দুই ভাইকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে মাসুম পারভেজ মায়ার অবস্থা সঙ্কটাপন্ন বলে স্বজনরা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, ছেলেকে নিয়ে দুই ভাই মোটরকেলে বারো মন্ডলিয়া থেকে বাড়ির দিকে যাচ্ছিলনে। এসময় চলন্ত অবস্থায় তাদের উপর পরপর চারটি ককটেল নিক্ষেপ করা হয়। মুহূর্তে ককটেলগুলো বিষ্ফোরিত হয়ে মোটরসাইকেলে আগুন ধরে যায়। এতে আহত হন দুই ভাই মায়া ও মোর্শেদ।
আহত মঞ্জুরুল ইসলাম মোর্শেদ জানান, কয়েকদিন আগে স্থানীয় আসাদুল নামের একজনের সাথে তাদের বিরোধ হয়েছিল। রাতে আসাদুল আর তার ভাই মোশারফ তাদের উপর ককটেল নিক্ষেপ করে। পূর্বে আসাদুলের নামে ককটেল ফাটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতির মামলা ছিল। সেই মামলায় সম্প্রতি সে জামিনে বের হয়েছে।
সখীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুনুর রশীদ জানান, ককটেলের ঘটনায় দুইজন আহত হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা। ককটেলের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
ঢাকা/কাওছার/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বৈরী আবহাওয়া বৃষ্টি উপেক্ষা করে পূজামণ্ডপ পরিদর্শনে সাখাওয়াত-টিপু
বৈরী আবহাওয়া বৃষ্টি উপেক্ষা করে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপি ও বন্দর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তাঁরা উপজেলার সাবদীবাজার শ্রী রক্ষাকালী মন্দির পূজা মন্ডপ, দিলঘদী কলাগাছিয়া শুভকরদী পূজা মন্ডপ, সাবদী লোকনাথ ব্রহ্মচারী মন্দির পূজা মন্ডপ, মিরকুন্ডী শ্রী শ্রী সাধু পরেশ মহাত্মা আশ্রম পূজা মন্ডপ, শ্রী শ্রী ব্রহ্মা মন্দির ও উপাসনালয় পূজা মন্ডপ, ঋষিপাড়া পূজা মন্ডপ, প্রেমতলা পূজা মন্ডপ, লাঙ্গলবন্দ স্নান সেবা কেন্দ্র পূজা মন্ডপ, লাঙ্গলবন্দ রাজঘাট পূজা মন্ডপ, আড্ডা শ্যামপুর পূজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় তাঁরা হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের জনসাধারণের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ মজিবুর রহমান, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ লিটন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধান, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।