নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা যুবলীগের এক নেতাকে তুলে নিয়ে হত্যার পর পাশের বেগমগঞ্জ উপজেলার একটি খালে ফেলে যায় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় লোকজন অটোরিকশাটি ধাওয়া করে চালকসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। নিহত যুবলীগ নেতা মো. জাকির হোসেন (৪২) হত্যাসহ ১১টি মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে বেগমগঞ্জ উপজেলার পালোয়ানের পোল নামক স্থানে খাল থেকে জাকির হোসেনের লাশ উদ্ধার করা হয়। নিহত জাকির হোসেনের গ্রামের বাড়ি সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে। তাঁর বাবার নাম মৃত রফিক উল্যাহ। নিহত জাকির যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

পুলিশ জানায়, জাকিরকে হত্যার পর একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে লাশ খালে ফেলে পালিয়ে যাওয়ার সময় আশপাশের মানুষজন ধাওয়া করে দুজনকে আটক করে। তাঁরা হলেন সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো.

বাবু (৩৩) ও অটোরিকশাচালক নোয়াখালী সদরের মাইজচরা গ্রামের আনোয়ার হোসেন (৩৫)। স্থানীয় লোকজন তাঁদের গণপিটুনি দিয়ে পুলিশের হস্তান্তর করেন।

সোনাপুর এলাকার একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর জাকির হোসেন কয়েক মাস এলাকায় ছিলেন না। সম্প্রতি এলাকায় ফিরে মাটির ব্যবসা শুরু করেন তিনি। ব্যবসার জন্য নিজে একটি মাটি কাটার যন্ত্র সংগ্রহ করেন তিনি। ওই ব্যবসা নিয়ে স্থানীয় আরেকটি পক্ষের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। বিরোধের জের ধরে গতকাল সোমবার তাঁর মাটি কাটার যন্ত্র আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তার একদিন পর আজ দুপুরে জাকিরকে এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর বেগমগঞ্জ উপজেলায় তাঁর লাশ পাওয়া যায়। এই ঘটনার সঙ্গে মাটির ব্যবসার বিরোধের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান প্রথম আলোকে বলেন, সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা জাকির হোসেন নামের এক ব্যক্তিকে মেরে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে বেগমগঞ্জ উপজেলার পালোয়ানের পোল এলাকায় খালে ফেলে যাওয়া হয়। পরে তাঁরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি জানান, একই ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে জনগণ পুলিশের কাছে সোপর্দ করেছে।

এদিকে নিহত জাকিরের স্ত্রী ফাতেমা খাতুন প্রথম আলোকে বলেন, কারা তাঁর স্বামীকে হত্যা করেছে, কোথায় থেকে ধরে নিয়েছে, সে সম্পর্কে তিনি কিছুই জানেন না। খবর পেয়ে হাসপাতালে এসে লাশ দেখেছেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম প্রথম আলোকে বলেন, থানায় একটি হত্যা, দুটি অস্ত্র ও একাধিক ডাকাতির মামলাসহ ১১ মামলার আসামি জাকিরকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব গমগঞ জ উপজ ল উপজ ল র য বল গ ব যবস

এছাড়াও পড়ুন:

গৃহবধূর সঙ্গে আটকের ভিডিও ভাইরাল: স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা নোমান বাবুকে (৩৩) সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাহবুব ফাহাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নোমান বাবু বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোয়াখালী জেলা শাখার অধীনস্থ বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক নোমান বাবু দলের দায়িত্বে থাকা অবস্থায় সংগঠন পরিপন্থি অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়েছেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের কাছে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ রয়েছে। অসামাজিক কাজে জড়িত থাকার কারণে তাকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

আরো পড়ুন:

সাতক্ষীরায় বিএনপি ও যুবদলের ৩ নেতাকর্মী বহিষ্কার

সেনা অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ফরিদকে যুবদল থেকে বহিষ্কার

অভিযোগের বিষয়ে নোমান বাবু বলেন, ‘‘আমাকে বহিষ্কারের বিষয়টি শুনেছি। একটি মহল ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়েছে।’’

রবিবার (১০ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের তফাদার গেট এলাকার এক গৃহবধূর ঘরে অবস্থান করছিলেন নোমান বাবু। এলাকাবাসী তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। পরে খবর পেয়ে স্থানীয় নেতারা তাকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর তাকে আটকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘‘আমরা একটা ভিডিও পেয়েছি। তাতে আমাদের মনে হয়েছে, তিনি অসামাজিক কাজে জড়িত। তাই তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’’

নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদ বলেন,  ‘‘সংগঠনবিরোধী কার্যকলাপের সঙ্গে যেই জড়িত থাকুক, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’’

ঢাকা/সুজন/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • গৃহবধূর সঙ্গে আটকের ভিডিও ভাইরাল: স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার