দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ ছিল সেই অর্জনের উৎসবের দিন। ট্রফি হাতে নিয়ে গ্যালারির সামনে সমর্থকদের সঙ্গে উদযাপন করেছেন সাদা-কালো বাহিনীর খেলোয়াড় ও কোচিং স্টাফরা।

ম্যাচ শেষে সবাই পরে নেন বিশেষভাবে বানানো টি-শার্ট, যেখানে লেখা ছিল ‘উই আর দ্য চ্যাম্পিয়ন’। সেখানে উল্লেখ ছিল ক্লাবের প্রতিষ্ঠার পর ১৯৫৭ সাল থেকে শুরু করে এ পর্যন্ত ঘরে তোলা প্রতিটি শিরোপার সাল। পতাকা হাতে খেলোয়াড়রা ছুটে যান গ্যালারির সামনে। ইমানুয়েল, দিয়াবাতেরা মাঠে উৎসব করতেই গ্যালারিতে উড়তে থাকে স্মোক ফ্লেয়ার, কনফেত্তি। ধর্মসাগর পাড়ে গড়া হয়ে যায় এক স্মরণীয় বিকেল।

আজকের ম্যাচে মাঠের পারফরম্যান্সে শিরোপা জয়ী দলটির তেমন কোনো চাপ ছিল না। আগের ম্যাচে রহমতগঞ্জের কাছে হেরে যাওয়া দলটি আজ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে মৌসুম শেষ করে। তবে ফলাফলের চেয়েও বড় হয়ে ওঠে ম্যাচ শেষে উৎসবমুখর পরিবেশ। চ্যাম্পিয়নদের গলায় ঝুলে পদক, হাতে ওঠে ট্রফি।

শিরোপা জয়ের ট্রফি মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতের হাতে তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান ও নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরী।

দিনটি বিশেষ ছিল আরও একটি কারণে। ব্রাদার্সের গোলকিপার আশরাফুল ইসলাম রানা আজই মাঠকে বিদায় জানালেন। ৪৩তম মিনিটে মাঠ ছাড়েন জাতীয় দলের সাবেক এই গ্লাভস হাতে লড়াই করা প্রহরী। বিরতিতে তাকে স্মরণীয় বিদায় জানানো হয়। মোহামেডানের গোলকিপিং কোচ ছাইদ হাছান কানন, বাফুফের জাকির হোসেন চৌধুরী, ব্রাদার্স ম্যানেজার আমের খান এবং আবাহনীর সাবেক ফুটবলার নজরুল ইসলাম রানার হাতে তুলে দেন বিদায়ী ক্রেস্ট।

এদিকে দিনের অপর ম্যাচে ইয়ংমেনস ফকিরেরপুল ২-১ গোলে হারায় ঢাকা ওয়ান্ডারার্সকে। এই হারের ফলে অবনমন নিশ্চিত হয়ে গেছে ওয়ান্ডারার্সের।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ডাইনির সাজে শাবনূর!

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!

প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।

আরো পড়ুন:

পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ

বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক

সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।

ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”

পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”

ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ
  • ডাইনির সাজে শাবনূর!
  • টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব
  • উদ্ভাবন–আনন্দে বিজ্ঞান উৎসব
  • নবীনদের নতুন চিন্তার ঝলক
  • বিজ্ঞান উৎসব উদ্বোধন করল রোবট নাও
  • ‘ফাতেমা রানীর তীর্থোৎসবে’ আলোয় ভাসল গারো পাহাড়
  • টোকিওতে জমেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  • সন্ধ্যা নদীর দুকূলে উৎসবের ঢেউ, উজিরপুরে নৌকাবাইচে মাতলেন হাজারো মানুষ
  • রাঙামাটি রাজবন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব শুরু