Risingbd:
2025-07-10@13:46:31 GMT

গুরুদক্ষিণা উৎসব উদযাপন

Published: 23rd, May 2025 GMT

গুরুদক্ষিণা উৎসব উদযাপন

পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে উদযাপন করা হয়েছে রাখাইনদের গুরুদক্ষিণা উৎসব। শুক্রবার (২৩ মে) সকাল ১০টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলতলী গ্রামের বৌদ্ধ বিহারে এ উৎসব শুরু হয়। 

উৎসব উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন উপজেলার রাখাইন উপাসক-উপাসিকারা বৌদ্ধ বিহারে এসে পঞ্চশীল গ্রহণ করেন। পরে পটুয়াখালী ও বরগুনা জেলার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সঙ্গরাজ ভান্তে উকুইনন্দা মহাথেরো মহোদয়কে গুরুদক্ষিণা প্রদান শেষে আর্শিবাদ নেন। এসময় পেছনের ভুলভ্রান্তি ক্ষমার জন্য প্রার্থনা করেন। 

এছাড়াও দিনভর আহার প্রদান ও ধর্মীয় আলোচনাসহ নানা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে উৎসবটি উদযাপন করেন রাখাইন সম্প্রদায়। প্রতিবছর বর্ষাবাসের আগে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ উৎসবটি উদযাপন করে আসছে তারা।

কলাপাড়া চৌরাস্তা এলকার রাখাইন পাড়ার বাসিন্দা মংখেলা বলেন, “সঙ্গরাজ ভান্তে উকুইনন্দা মহাথেরো মহোদয়ের ২৭তম আচারিযা উপলক্ষে পরিবারের সবাইকে নিয়ে এখানে এসেছি। পরে গুরুদক্ষিণা প্রদান শেষে তার আর্শীবাদ নিয়েছি। ধর্মীয় অনুষ্ঠানসহ নানা আয়োজনে আমরা দিনটি উদযাপন করছি।” 

তুলাতলী গ্রামের মং চো ডেন বলেন, “বিভিন্ন রাখাইন পাড়ার লোকজন গুরুদক্ষিণা দিতে আমাদের এখানে আসেন। আমরা সবাই পেছনের ভুলত্রুটি ক্ষমার জন্য প্রার্থনা করেছি।” 

কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ইন্দ্রর বংশ ভিক্ষু বলেন, “রাখাইন উপাসক-উপাসিকাদের আয়োজনে গুরুদক্ষিণা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। মূলত বৌদ্ধ ধর্মালম্বীদের মধ্যে যারা বৌদ্ধ ভিক্ষু রয়েছেন এদের মধ্যে যারা সিনিয়র তাদের কাছে জুনিয়ররা পেছনের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। আবার সিনিয়াররও জুনিয়র ভিক্ষুদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।” 

তিনি আরো বলেন, “সকালে এখানে পঞ্চশীল গ্রহণের পর উপাসক-উপাসিকারা আমাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ৮৬ বছর বয়সী সঙ্গরাজ ভান্তে উকুইনন্দা মহাথেরো মহোদয়কে গুরুদক্ষিণা প্রদান করেছেন। প্রতিবছরই আমরা এ অনুষ্ঠানটি উদযাপন করি।”

ঢাকা/ইমরান/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ন র খ ইন

এছাড়াও পড়ুন:

বিএআরএফের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফল উৎসব পালন করা হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর খামারবাড়িতে এ উৎসবের আয়োজন করা হয়।

বিএআরএফের সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওসার আজমের সঞ্চালনায় উৎসবে বক্তব্য দেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, অবসরপ্রাপ্ত বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের মহাসচিব আহমেদ আলী চৌধুরী ইকবাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুরাদ হাসান, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুল হক, বিএআরএফের সহসভাপতি চপল মাহমুদ, যু্গ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুসাইন, অর্থ সম্পাদক আয়নাল হোসেন, দপ্তর সম্পাদক ফারুক আহমাদ আরিফ প্রমুখ।

অনুষ্ঠানে সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক বলেন, সংবাদমাধ্যম কৃষিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে কোনো কোনো সময় নেতিবাচক সংবাদ কৃষিপণ্যের গ্রাহকদের মধ্যে এমন প্রতিক্রিয়া সৃষ্টি করে, যা উৎপাদন এবং এর সঙ্গে জড়িত কৃষকদের জন্য ক্ষতিকর হয়। একজন সংবাদকর্মী তার দায়িত্ববোধের জায়গা থেকেই এসব বিষয়ে সতর্ক থেকে সংবাদ পরিবেশন করবে বলে প্রত্যাশা করি।

তিনি আরও বলেন, এক্ষেত্রে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, সাংবাদিকদের সবসময় সঠিক তথ্য সরবরাহ করতে হবে। সাংবাদিকদের ডাকে সাড়া দিতে হবে। অনেককে দিনের পর দিন ফোন করলে বা সাক্ষাৎ চাইলে দিতে চায় না। আবার অনেকেই তথ্য দিতে চায় না। এতে করে সাংবাদিকরা সঠিক তথ্য না পেয়ে বি়ভ্রান্ত হতে পারে। পরে গণমাধ্যমে সংবাদ প্রকাশ পেলে সেটার ক্ষতি পোষাতে যোগাযোগ করে। এসব না করে শুরু থেকেই তথ্য দিতে হবে। সাংবাদিকদের সার্বিকভাবে সহযোগিতা করতে হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • ৬ কোটি টাকার টিকিট বিক্রি
  • সাত দিন ‘অন্যদিন…’
  • প্রাক্তন প্রেমিকা সংগীতার জন্মদিনের পার্টিতে সালমান
  • বিএআরএফের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলছে তারুণ্যের উৎসব
  • চর্যাপদ পুনর্জাগরণ উৎসব শুরু
  • ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
  • ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৪৮ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন অনুষ্ঠিত
  • একুশ বছরে বাতিঘর, উৎসবে সাজবে কাল
  • ১৫ জুলাই ‘রাষ্ট্রীয় নিপীড়নবিরোধী দিবস’ পালন করবে ছাত্র ফ্রন্ট