বর্ষায় বেড়াতে যাচ্ছেন? মেনে চলুন কিছু নিয়ম
Published: 12th, June 2025 GMT
বর্ষাকাল শুরু হচ্ছে। এ সময় প্রকৃতি অন্যরকম সৌন্দর্যে ধরা দেয়। পাহাড় হয়ে ওঠে আরও সবুজ। নদী, সমুদ্র, জলপ্রপাতও ফুলে ফেঁপে ওঠে। বর্ষায় বেড়াতে যাওয়ার আনন্দই আলাদা। তবে কিছু ভয়ও থাকে। যেমন- অতি বৃষ্টি, পাহাড় ধস, বন্যা ইত্যাদি। প্রকৃতি এ সময় ক্ষণে ক্ষণে রূপ বদলায়। তাই বর্ষায় বেড়াতে যাওয়ার আগে কিছু বিষয় মাথা রাখা জরুরি। যেমন-
পর্যটন কেন্দ্র
বর্ষায় নদী, জলপ্রপাত, পাহাড়ি গ্রামই যতই মায়াবী হয়ে উঠুক না সেখানে যাওয়ার আগে জায়গাটা সম্পর্কে ভালোভাবে খোঁজ নিন। ওই এলাকায় কেমন বৃষ্টিপাত হয়,ধস হওয়ার ঝুঁকি কেমন, প্রাকৃতিক বিপর্যয় নামলে সড়ক পথে যাতায়াত বিচ্ছিন্ন হবে কি না, তা আগে থেকে জেনে রাখা ভালো। বর্ষায় অফবিট পাহাড়ি এলাকা এড়িয়ে যাওয়াই ভালো।
আবহাওয়ার পূর্বাভাস
বেড়াতে যাওয়ার দু-তিন দিন আগে ওই জায়গার আবহাওয়া সম্পর্কে জেনে রাখুন। ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলে সেই এলাকা এড়িয়ে যাওয়াই ভালো। শুধু পাহাড়ে নয়, সমুদ্রে বেড়াতে গেলেও এই উপায় মেনে চলুন।
জরুরি জিনিস সঙ্গে রাখুন
জামাকাপড়, গ্যাজেট তো সঙ্গে থাকবেই। এর পাশাপাশি ছাতা, রেইনকোট রাখতে ভুলবেন না। এ ছাড়া ওয়াটার প্রুফ জুতো ও ব্যাগ ব্যবহার করুন। সঙ্গে অতিরিক্ত পলিথিন ব্যাগ রাখুন। জামাকাপড় ভিজে গেলে সেখানে রাখতে পারবেন।
ওষুধপত্র
বর্ষাকালে জ্বর-সর্দি থেকে পেট খারাপ, ত্বকের সংক্রমণ ইত্যাদি হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। তাই ওষুধপত্র সঙ্গে রাখুন। ব্যাগ গোছানোর সময় এটি ভুললে চলবে না।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।