ইরানের হামলায় ধ্বংসস্তূপ ইসরায়েলের বাত ইয়াম শহরের একটি এলাকা
Published: 15th, June 2025 GMT
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি শহর বাত ইয়ামের একটি এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম খবর দিচ্ছে। শনিবার রাতে চালানো ইরানের হামলায় সেখানে ব্যাপক ক্ষতি হয়।
দেশটির উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায় ইরানের ওই হামলায় ছয়জন নিহত হওয়ার কথা জানিয়েছে। এছাড়া কমপক্ষে ২০০ জন আহত হয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, রোববার ভোরে ইরান একগুচ্ছ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্থানীয় সময় রাত আড়াইটার দিকে ওই হামলায় ক্ষতিগ্রস্ত হয় বাত ইয়াম শহর। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরের একটি আবাসিক এলাকা।
গত দুদিনে ইরানের হামলায় ১০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। অন্যদিকে ইসরায়েলি হামলায় অন্তত ৮০ জন নিহত হওয়ার কথা জানিয়েছে ইরান সরকার।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
হাদিকে গুলি: দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে ইউনূসের আহ্বান
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার গুলিবিদ্ধ জুলাই অভ্যুত্থানের মুখ শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রেক্ষাপটে এই বৈঠক হয়। ১২ ফেব্রুয়ারি ভোট সামনে রেখে ইউনূস সতর্ক করেন যে, এটি নির্বাচন বানচাল করার পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি প্রশিক্ষিত শুটার ও ক্ষমতাচ্যুত শক্তির বিরুদ্ধে জুলাইপন্থীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে এক থাকার আহ্বান জানান।