মোস্তাফিজ, রিশাদসহ আরও যাঁরা আছেন বিগ ব্যাশের ড্রাফটে
Published: 17th, June 2025 GMT
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের পরের আসরের ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের ১১ ক্রিকেটার। ক্রিকেট অস্ট্রেলিয়া আজ ড্রাফটে থাকা ৪৪০ পুরুষ ক্রিকেটার ও ১৪৫ জন নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। আগামী বৃহস্পতিবার হবে আট দলের এই ড্রাফট।
ড্রাফটে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন মোস্তাফিজুর রহমান ও গত বছর বিগ ব্যাশের ড্রাফট থেকে দল পাওয়া রিশাদ হোসেন। বাকি ক্রিকেটাররা হলেন—মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়। গত বছর ড্রাফটে দল পেলেও বিপিএল নিয়ে ব্যস্ত থাকায় বিগ ব্যাশ খেলা হয়নি রিশাদের।
আরও পড়ুনমুরালির প্রাণে বেঁচে যাওয়া শহরে আরেক ‘সুনামির পূর্বাভাস’ নয় তো২ ঘণ্টা আগেএবারের ড্রাফটে সবচেয়ে আলোচিত নাম সম্ভবত ইংল্যান্ডের সাবেক পেসার জেমস অ্যান্ডারসন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন গত গ্রীষ্মে। তবে এখনো দুর্দান্ত ফর্মে আছেন। ১১ বছর পর টি-টোয়েন্টি ব্লাস্টে ফিরে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন দারুণভাবে। আইপিএল ও এসএ টোয়েন্টিতে উপেক্ষিত থাকা ৪১ বছর বয়সী এই পেসার বিগ ব্যাশে দল খুঁজছেন।
মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনড্রাফটে আছেন ভারতের সাবেক সিদ্ধার্থ কৌল-ও। ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ভারতের হয়ে খেলেছেন ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি। আইপিএলে দীর্ঘদিন খেলেছেন—কলকাতা, দিল্লি ডেয়ারডেভিলস, সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। ২০২৪ সালে ভারতীয় ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেওয়া কৌল ড্রাফটে ভারতের একমাত্র প্রতিনিধি।
বাবর আজমকে আগেই দলে ভিড়িয়েছে সিডনি সিক্সার্স.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
২ কোটি রুপি বেতন কমতে পারে রোহিত–কোহলির, ২ কোটি রুপি বাড়তে পারে গিলের
বিসিসিআইয়ের শীর্ষ পরিষদের বার্ষিক সাধারণ বৈঠক (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২২ জানুয়ারি। সেখানে বিরাট কোহলি ও রোহিত শর্মার কেন্দ্রীয় চুক্তির বিষয়টি আলোচনায় উঠবে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম।
ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ৩২তম এজিএম অনলাইনে অনুষ্ঠিত হবে। সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা কোহলি ও রোহিতের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। দেশটির বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, নতুন কেন্দ্রীয় চুক্তিতে এক ধাপ নিচে নামানো হতে পারে কোহলি ও রোহিতকে। দুই কিংবদন্তিই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে এখন শুধু ওয়ানডে খেলছেন।
বিসিসিআইয়ের ২০২৪-২৫ চক্রের (১ অক্টোবর ২০২৪ থেকে ২০ সেপ্টেম্বর ২০২৫) কেন্দ্রীয় চুক্তিতে যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজার সঙ্গে এ প্লাস ক্যাটাগরিতে ছিলেন কোহলি ও রোহিত। ভারতকে গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পর এই সংস্করণ থেকে অবসর নেন দুই কিংবদন্তি। গত মে মাসে টেস্ট ক্রিকেটও ছাড়েন তাঁরা।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী কেন্দ্রীয় চুক্তির চক্রেও কোহলি ও রোহিতকে আগের মতোই এ প্লাস ক্যাটাগরিতে রাখা হবে, নাকি এ ক্যাটাগরিতে নামিয়ে আনা হবে—তা এখনো পরিষ্কার নয়। গত মৌসুমে তাঁদের এ প্লাস ক্যাটাগরিতে রাখা হয়েছিল টেস্ট দলে অংশগ্রহণের ভিত্তিতে করা অতীতের পারফরম্যান্স মূল্যায়ন করে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ ব্যাট করেন কোহলি ও রোহিত