মোস্তাফিজ, রিশাদসহ আরও যাঁরা আছেন বিগ ব্যাশের ড্রাফটে
Published: 17th, June 2025 GMT
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের পরের আসরের ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের ১১ ক্রিকেটার। ক্রিকেট অস্ট্রেলিয়া আজ ড্রাফটে থাকা ৪৪০ পুরুষ ক্রিকেটার ও ১৪৫ জন নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। আগামী বৃহস্পতিবার হবে আট দলের এই ড্রাফট।
ড্রাফটে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন মোস্তাফিজুর রহমান ও গত বছর বিগ ব্যাশের ড্রাফট থেকে দল পাওয়া রিশাদ হোসেন। বাকি ক্রিকেটাররা হলেন—মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়। গত বছর ড্রাফটে দল পেলেও বিপিএল নিয়ে ব্যস্ত থাকায় বিগ ব্যাশ খেলা হয়নি রিশাদের।
আরও পড়ুনমুরালির প্রাণে বেঁচে যাওয়া শহরে আরেক ‘সুনামির পূর্বাভাস’ নয় তো২ ঘণ্টা আগেএবারের ড্রাফটে সবচেয়ে আলোচিত নাম সম্ভবত ইংল্যান্ডের সাবেক পেসার জেমস অ্যান্ডারসন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন গত গ্রীষ্মে। তবে এখনো দুর্দান্ত ফর্মে আছেন। ১১ বছর পর টি-টোয়েন্টি ব্লাস্টে ফিরে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন দারুণভাবে। আইপিএল ও এসএ টোয়েন্টিতে উপেক্ষিত থাকা ৪১ বছর বয়সী এই পেসার বিগ ব্যাশে দল খুঁজছেন।
মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনড্রাফটে আছেন ভারতের সাবেক সিদ্ধার্থ কৌল-ও। ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ভারতের হয়ে খেলেছেন ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি। আইপিএলে দীর্ঘদিন খেলেছেন—কলকাতা, দিল্লি ডেয়ারডেভিলস, সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। ২০২৪ সালে ভারতীয় ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেওয়া কৌল ড্রাফটে ভারতের একমাত্র প্রতিনিধি।
বাবর আজমকে আগেই দলে ভিড়িয়েছে সিডনি সিক্সার্স.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক ও অফিস সহায়ককে বিদায়
ঝিনাইদহের কালীগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে স্কুল শিক্ষক ও অফিস সহায়ককে বিদায় জানিয়েছেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে স্মৃতিচারণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মো. দেদারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সিনিয়র শিক্ষক রুহুল আমিন প্রমুখ।
আরো পড়ুন:
সাতক্ষীরায় নিখোঁজের ৩৬ দিনেও স্কুলছাত্রী উদ্ধার হয়নি
স্কুল ভবনে ক্লাস চলাকালে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমান
আয়োজকরা জানান, দীর্ঘদিন শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমান এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন। সম্প্রতি তারা অবসরে গেছেন। তাদের বিদায় সংবর্ধনা স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষক আজিবর রহমান বলেন, ‘‘দীর্ঘ ২১ বছর এই বিদ্যালয়ে চাকরি করেছি। চলার পথে কোনো ভুল-ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন। চাকরি জীবন শেষে এমন সংবর্ধনা পাব কল্পনাও করিনি। এ জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’ এ সময় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, ‘‘চাকরি জীবনে সবাইকেই অবসর নিতে হবে। আজ আমরা ইংরেজি শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় জানিয়েছি। এটা কষ্টের হলেও সবাইকে মেনে নিতে হবে। বিদায়ের দিনটি স্মরণীয় করে রাখতে তাদের দুজনকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে।’’
ঢাকা/সোহাগ/রাজীব