বিশ্বব্যাপী খ্যাতিসম্পন্ন গিভিংটুইসডে মুভমেন্টের যুক্ত হয়েছেন সাংবাদিক ও সংগঠক হাসান মাহামুদ। তিনি আগামী দুই বছরের জন্য গিভিংটুইসডে বাংলাদেশ-এর পরিচালক (কমিউনিটি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

গিভিংটুইসডে বাংলাদেশ সোমবার (১৬ জুন) তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। তিনি ২১ জুন থেকে ২০২৭ সালের ২০ জুন পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।

সোমবার (১৬ জুন) গিভিংটুইসডে বাংলাদেশ-এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি আগামী ২১ জুন থেকে ২০২৭ সালের ২০ জুন পর্যন্ত সময়কালের জন্য নিয়োগ পেয়েছেন।

স্বেচ্ছাসেবী এই পদটি বিভিন্ন অঞ্চলে অর্থবহ সম্পর্ক গড়ে তোলা, স্বেচ্ছাসেবক কর্মকাণ্ড প্রবর্তন এবং প্রভাবশালী উদ্যোগ চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার প্রধান দায়িত্ব হবে স্থানীয় সম্প্রদায়, প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী গোষ্ঠীর সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা ও রক্ষা করা। কমিউনিটি এনগেজমেন্ট ইভেন্ট, কর্মশালা এবং সচেতনতা ক্যাম্পেইন আয়োজন ও তত্ত্বাবধান করা। কমিউনিটিভিত্তিক স্বেচ্ছাসেবীদের নিয়োগ ও ব্যবস্থাপনা করা, যাতে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং সঠিক সাপোর্ট পায়। এছাড়া স্বেচ্ছাসেবীদের জন্য অর্থবহভাবে কমিউনিটি প্রকল্পে অবদান রাখার সুযোগ সৃষ্টি করা ইত্যাদি দায়িত্ব তিনি ডিরেক্টর (কমিউনিটি) হিসেবে পালন করবেন।

গিভিংটুইসডে মুভমেন্ট একটি বিশ্বব্যাপী উদারতার আন্দোলন, যা মানুষকে দান, স্বেচ্ছাসেবকতা ও দক্ষতা ভাগাভাগির মাধ্যমে ভালো কাজ করতে উৎসাহিত করে। এই আন্দোলনে যোগ দিতে একজন ব্যক্তি অ্যাডভোকেট, স্বেচ্ছাসেবক বা তহবিল সংগ্রাহক হিসেবে অবদান রাখতে পারেন। আন্দোলনের সঙ্গে যুক্তরা স্থানীয় ইভেন্ট আয়োজন, সচেতনতা বৃদ্ধি বা চ্যারিটি, ব্যবসা ও কমিউনিটি নেতাদের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও নিজের এলাকায় স্থানীয় মুভমেন্টে যোগ দিতে বা নতুন মুভমেন্ট শুরু করতে পারেন।

গিভিংটুইসডে ২০১২ সালে নিউ ইয়র্কের ৯২ স্ট্রিট ওয়াই-তে হেনরি টিমসের উদ্যোগে শুরু হয়। এর সহ-প্রতিষ্ঠাতা সংগঠন ছিলেন জাতিসংঘ ফাউন্ডেশন এবং এতে সমর্থন ছিল ব্ল্যাক শিপের (BLK SHP)। এটি ব্যক্তি পর্যায়ে তাদের সম্প্রদায়ের প্রতি দান করার জন্য একটি দিন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখন এটি বিশ্বজুড়ে একটি বৃহৎ আন্দোলনে পরিণত হয়েছে, যা কোটি কোটি মানুষকে উদার কার্যক্রমে একত্রিত করে। গিভিংটুইসডে বিশ্বের ১০০টিরও বেশি দেশে অনুষ্ঠিত একটি বৈশ্বিক আন্দোলন।

গিভিংটুইসডে বাংলাদেশের কান্ট্রি লিডার ও সিইও শাকিল আজাদ মনন বলেছেন, এটি একটি বিশ্বব্যাপী আন্দোলন যা উদারতার শক্তিকে উদযাপন করে। হাসান মাহমুদ একজন বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী। এটি একটি অবৈতনিক দয়িত্ব,  যা তার নেতৃত্বগুণ ও পেশাদার দক্ষতা বিকাশের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ করে দেয়।

হাসান মাহমুদ বর্তমানে দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমের প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) এবং বিরল এসএমএ রোগীদের কল্যাণে কাজ করা দেশের একমাত্র সংগঠন কিউর এসএমএ বাংলাদেশ-এই দুটি সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতা ও সামাজিক কাজের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি ২০২৪ সালে শের-ই-বাংলা স্বর্ণপদক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ স্কিনকেয়ার ও বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ইম্পোর্টার্স এসোসিয়েশনের ‘মিডিয়া ফেলোশিপ ২০২৪’, বাংলাদেশ রাইটার্স গিল্ড বিশেষ সম্মাননা ২০২১ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি লেখক সম্মাননা ২০১৮ সহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন।

ঢাকা/হাসান/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অবদ ন র র জন য

এছাড়াও পড়ুন:

সালাউদ্দিনের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত, বেতন বেড়ে প্রায় ১০ লাখ

স্বল্প মেয়াদে চুক্তিবদ্ধ হয়ে সিনিয়র সহকারী কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তাঁর কাজে আস্থা দেখে মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত।

শুরু থেকে হিসেব করলে তিন বছরের জন্য দায়িত্ব পেয়েছেন দেশসেরা এই কোচ। শুধু তাই নয়, বেতন বেড়ে প্রায় ১০ লাখ ছুঁই ছুঁই করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট সূত্র রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে।

গত ৩০ জুন বিসিবির ১৯তম বোর্ড মিটিংয়ে চুক্তি কার্যকর করে পরিচালনা পর্ষদ। ২০২৪ সালের শেষে আরব আমিরাত সফর দিয়ে কাজ শুরু করেন সালাউদ্দিন। প্রাথমিকভাবে চুক্তি হয়েছিল চলতি বছরের মার্চের ১৫ তারিখ পর্যন্ত।

আরো পড়ুন:

বিসিএলে বিদেশি দল, এনসিএলে বিদেশি ক্রিকেটার

তিন সপ্তাহের জন্য আসছেন উড, মনোবিদ স্কট

সালাউদ্দিনের বেতন নির্ধারণ করেছিলেন তৎকালীন সভাপতি ফারুক আহমেদ। ৭ লাখ থেকে সর্বোচ্চ ৮ লাখ টাকার মধ্যে পেতেন সালাউদ্দিন।

এবার সেটি বেড়ে হয়েছে ৯ লাখ ৬১ হাজার টাকা। প্রায় ১০ লাখ টাকা বেতনের সঙ্গে দলের সিরিজ ও সফরকালীন সুযোগ-সুবিধা পাবেন এই কোচ।

নতুন চুক্তিতে বছরে সর্বোচ্চ ছুটি ধরা হয়েছে ৪০ দিন। ৩০ দিনের নোটিশে চাকরিচ্যুত করার বিধান রাখা হয়েছে। এমনিতে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের ডেরায় থাকবেন এই কোচ।

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • সালাউদ্দিনের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত, বেতন বেড়ে প্রায় ১০ লাখ