সম্মানসূচক অস্কার পাচ্ছেন অভিনেতা ও প্রযোজক টম ক্রুজ; কোরিওগ্রাফার ও অভিনেত্রী ডেবি অ্যালেন এবং প্রোডাকশন ডিজাইনার উইন থমাস। এ ছাড়া সংগীতশিল্পী ও মানবাধিকারকর্মী ডলি পার্টন পাচ্ছেন জিন হারশল্ট মানবিকতা পুরস্কার। ১৬তম গভর্নরস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি হবে আগামী ১৬ নভেম্বর, লস অ্যাঞ্জেলেসে।
‘চলতি বছরের গভর্নরস অ্যাওয়ার্ডসে চার কিংবদন্তি শিল্পীকে সম্মান জানানো হবে, চলচ্চিত্রে যাঁরা গভীর ছাপ রেখেছেন’—এক বিবৃতিতে বলেন একাডেমি প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং। তিনি আরও বলেন, ‘ডেবি অ্যালেন এমন একজন কোরিওগ্রাফার ও অভিনেত্রী, যাঁর কাজ প্রজন্ম থেকে প্রজন্মে মুগ্ধতা ছড়িয়েছে। টম ক্রুজ আমাদের সিনেমাশিল্প, প্রেক্ষাগৃহ এবং স্টান্টশিল্পীদের অনুপ্রাণিত করেছেন। মানবিক কাজে ডলি পার্টনের নিবেদন তাঁকে জিন হারশল্ট মানবিকতা পুরস্কারের যোগ্য করে তুলেছে। আর উইন থমাস তাঁর শৈল্পিক দৃষ্টিভঙ্গি ও কারিগরি দক্ষতার মাধ্যমে বহু সিনেমাকে স্মরণীয় করে তুলেছেন।’
টম ক্রুজ: প্রেক্ষাগৃহের জাদুকর
টম ক্রুজ হলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল তারকাদের একজন। প্রেক্ষাগৃহে সিনেমা দেখার গুরুত্ব নিয়ে বরাবরই তিনি সরব। কোভিডের সময় প্রেক্ষাগৃহে দর্শক ফেরাতে তাঁর টপ গান: ম্যাভেরিক বড় ভূমিকা রাখে; প্রযোজক হিসেবে সিনেমাটির জন্য সেরা চলচ্চিত্র বিভাগে অস্কার মনোনয়নও পান তিনি।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: টম ক র জ
এছাড়াও পড়ুন:
যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান বেলাল হোসেন
যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক মো. বেলাল হোসেন সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি দেশের একজন সফল উদ্যোক্তা। খবর বিজ্ঞপ্তি
যমুনা ব্যাংকের ওয়েবসাইটের তথ্যানুসারে, মো. বেলাল হোসেন ১৯৫৬ সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। ব্যবসা-বাণিজ্যের জগতে তাঁর পরিবারের দেশ-বিদেশে সুনাম আছে। পরিবারের মালিকানাধীন বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান ছাড়াও আছে নানা ধরনের ক্ষুদ্র ও বৃহৎ খাদ্যশস্য শিল্প। তিনি একজন বিশিষ্ট আমদানিকারক ও রপ্তানিকারক। বর্তমানে তিনি বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেড, বিএইচ হাইটেক ফুড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, নাদিয়া ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ও বিএইচ স্পেশালাইজড কোল্ডস্টোরেজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বেলাল হোসেন নওগাঁ, দিনাজপুর ও হিলি অঞ্চলের বিভিন্ন ক্রীড়া ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ২০০৪ সালে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদের এডিজিপি ফেলো মেম্বারশিপ সম্মাননা লাভ করেন। ২০০৫ সালে এফএনএস বিজনেস অ্যাওয়ার্ডে সেরা কৃষিভিত্তিক শিল্প উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পান।
বেলাল হোসেন নওগাঁ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নওগাঁ এবং বাংলাদেশ অটো মেজর ও হাসকিং মিল মালিক সমিতি, ঢাকার কার্যনির্বাহী সদস্য।