পার্বত্য চট্টগ্রামের বনে চিতা বাঘের দেখা মিলেছে বলে জানিয়েছে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (সিসিএ) নামের বন্য প্রাণী বিষয়ক একটি সংস্থা। এই সংস্থার বসানো ক্যামেরা ফাঁদে এই ল্যাপার্ড বা চিতা বাঘের ছবি ধরা পড়ে। পার্বত্য চট্টগ্রামের একটি দুর্গম সংরক্ষিত বনে এই মাসে চিতা বাঘটি দেখা গেছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির কর্মকর্তারা।

এত দিন পার্বত্য চট্টগ্রামের বনে চিতা বাঘ আছে, সেটা বিভিন্নভাবে গবেষকেরা বলে আসছিলেন। সিসিএর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার সিজার আজ বুধবার রাতে প্রথম আলোকে বলেন, পার্বত্য চট্টগ্রামের একটি বনে (নাম প্রকাশ করা হয়নি সংরক্ষণের স্বার্থে) এক চিতার দেখা মিলেছে। সেটা এই জুন মাসের ক্যামেরায় ধরা পড়ে। এক মাস আগে থেকে এই ক্যামেরা সেখানে ট্র্যাপ করা হয়। এখন বিষয়টা নিশ্চিত যে পার্বত্য চট্টগ্রামে চিতা বাঘ এখনো আছে।

আজ রাতে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফেসবুক পেজে চিতা বাঘের দুটি ছবি দেওয়া হয়। বনের মধ্যে চিতা বাঘটি নিশ্চিন্তে ঘুরে বেড়াতে দেখা যায়। আশপাশে কিছু গাছপালাও দেখা যায়।

বন্য প্রাণীর সঠিক ঠিকানা যাতে না পায় শিকারিরা, সে কারণে এলাকার নাম প্রকাশ করেন না গবেষকেরা। পাহাড়ের বনে এখনো চিতা বাঘের অস্তিত্ব বিদ্যমান বলে নিশ্চিত করেন শাহরিয়ার সিজার। তাঁরা বিভিন্ন সময় স্বল্প সময়ের জন্য বনের ভেতর ক্যামেরা বসিয়ে বন্য প্রাণীর চলাচল পর্যবেক্ষণ করে থাকেন।

শাহরিয়ার প্রথম আলোকে বলেন, ‘আমরা ২০১৫ সালে ক্যামেরা ট্র্যাপিংয়ে আরেকটি চিতা বাঘ দেখেছিলাম। এখনো একটা চিতা বাঘ দেখলাম। তবে নিঃসন্দেহে বলা চলে, আগের মতো চিতা ভাগ এখন নেই।’

পার্বত্য চট্টগ্রামের একটি বনে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ। সম্প্রতি ক্রিয়েটিভ কনজারভেশন এলায়েন্স(সিএএ) নামের বন্যপ্রাণী বিষয়ক একটি সংস্থার ক্যামেরা ফাঁদে বাঘের ছবি ধারণ করা হয়েছে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম র বন

এছাড়াও পড়ুন:

১৪০০ বছরের মধ্যে প্রথম নারী আর্চবিশপ নিয়োগ দিলো চার্চ অফ ইংল্যান্ড

চার্চ অফ ইংল্যান্ড সারা মুল্লালিকে ক্যান্টারবেরির পরবর্তী আর্চবিশপ হিসেবে মনোনীত করেছে। এক হাজার ৪০০ বছরের পুরনো এই পদে প্রথমবারের মতো কোনো নারীকে নিয়োগ দেওয়া হলো। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সারার এই নিয়োগের ফলে আফ্রিকার রক্ষণশীল অ্যাংলিকানদের সমালোচনার মুখে পড়েছে চার্চ অফ ইংল্যান্ড। কারণ অ্যাংলিকানরা নারী বিশপের বিরোধিতা করেন।

মুল্লালি বিশ্বব্যাপী আট কোটি ৫০ লাখ অ্যাংলিকানদের আনুষ্ঠানিক প্রধানও হবেন। তার পূর্বসূরীদের মতো রক্ষণশীলদের মধ্যে - বিশেষ করে আফ্রিকায়, যেখানে কিছু দেশে সমকামিতা নিষিদ্ধ এবং সাধারণত পশ্চিমে আরো উদার খ্রিস্টানদের মধ্যে বিভেদ দূর করার ক্ষেত্রে একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন মুল্লালি।

ক্যান্টারবেরি ক্যাথেড্রালে তার প্রথম ভাষণে ৬৩ বছর বয়সী সাবেক নার্স যৌন নির্যাতন কেলেঙ্কারি এবং চার্চকে প্রভাবিত করে এমন বিষয়গুলো এবং বৃহস্পতিবার ম্যানচেস্টারের একটি সিনাগগে হামলার পর ইহুদি-বিদ্বেষের নিন্দা করেছেন।

বিশ্বব্যাপী রক্ষণশীল অ্যাংলিকান গির্জাগুলোর দল গ্যাফকন এক বিবৃতিতে মুল্লালির নিয়োগের তাৎক্ষণিক সমালোচনা করে জানিয়েছে, এটি দেখায় যে চার্চের ইংরেজ শাখা ‘নেতৃত্ব দেওয়ার সক্ষমতা হারিয়েছে।’

২০১৮ সাল থেকে লন্ডনের বিশপ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মুল্লালি। এর আগে তিনি চার্চের অভ্যন্তরে বেশ কিছু উদারনৈতিক কাজ করেছেন, যার মধ্যে রয়েছে নাগরিক অংশীদারিত্ব এবং সমকামী দম্পতিদের জন্য আশীর্বাদ প্রদান।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ