পার্বত্য চট্টগ্রামের বনে দেখা মিলেছে চিতা বাঘের
Published: 25th, June 2025 GMT
পার্বত্য চট্টগ্রামের বনে চিতা বাঘের দেখা মিলেছে বলে জানিয়েছে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (সিসিএ) নামের বন্য প্রাণী বিষয়ক একটি সংস্থা। এই সংস্থার বসানো ক্যামেরা ফাঁদে এই ল্যাপার্ড বা চিতা বাঘের ছবি ধরা পড়ে। পার্বত্য চট্টগ্রামের একটি দুর্গম সংরক্ষিত বনে এই মাসে চিতা বাঘটি দেখা গেছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির কর্মকর্তারা।
এত দিন পার্বত্য চট্টগ্রামের বনে চিতা বাঘ আছে, সেটা বিভিন্নভাবে গবেষকেরা বলে আসছিলেন। সিসিএর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার সিজার আজ বুধবার রাতে প্রথম আলোকে বলেন, পার্বত্য চট্টগ্রামের একটি বনে (নাম প্রকাশ করা হয়নি সংরক্ষণের স্বার্থে) এক চিতার দেখা মিলেছে। সেটা এই জুন মাসের ক্যামেরায় ধরা পড়ে। এক মাস আগে থেকে এই ক্যামেরা সেখানে ট্র্যাপ করা হয়। এখন বিষয়টা নিশ্চিত যে পার্বত্য চট্টগ্রামে চিতা বাঘ এখনো আছে।
আজ রাতে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফেসবুক পেজে চিতা বাঘের দুটি ছবি দেওয়া হয়। বনের মধ্যে চিতা বাঘটি নিশ্চিন্তে ঘুরে বেড়াতে দেখা যায়। আশপাশে কিছু গাছপালাও দেখা যায়।
বন্য প্রাণীর সঠিক ঠিকানা যাতে না পায় শিকারিরা, সে কারণে এলাকার নাম প্রকাশ করেন না গবেষকেরা। পাহাড়ের বনে এখনো চিতা বাঘের অস্তিত্ব বিদ্যমান বলে নিশ্চিত করেন শাহরিয়ার সিজার। তাঁরা বিভিন্ন সময় স্বল্প সময়ের জন্য বনের ভেতর ক্যামেরা বসিয়ে বন্য প্রাণীর চলাচল পর্যবেক্ষণ করে থাকেন।
শাহরিয়ার প্রথম আলোকে বলেন, ‘আমরা ২০১৫ সালে ক্যামেরা ট্র্যাপিংয়ে আরেকটি চিতা বাঘ দেখেছিলাম। এখনো একটা চিতা বাঘ দেখলাম। তবে নিঃসন্দেহে বলা চলে, আগের মতো চিতা ভাগ এখন নেই।’
পার্বত্য চট্টগ্রামের একটি বনে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ। সম্প্রতি ক্রিয়েটিভ কনজারভেশন এলায়েন্স(সিএএ) নামের বন্যপ্রাণী বিষয়ক একটি সংস্থার ক্যামেরা ফাঁদে বাঘের ছবি ধারণ করা হয়েছে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম র বন
এছাড়াও পড়ুন:
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার রুপালী গেইট এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শফিক (৩৮)।
একই থানার আলীসারদী এলাকার জসিম মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জাকির হোসেন (৪৫)।
গোকুল দাসের বাগ এলাকার মুল্লুক চাঁনের ছেলে আলী নুর হোসেন (৪৮) ও চৌরাপাড়া এলাকার জামান মিয়ার ছেলে দিপ্ত (৩৮)।
গ্রেপ্তারকৃতদের সোমবার (১১ আগস্ট) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত রোববার (১০ আগস্ট) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।