দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুই বছর পর ২৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। সপ্তাহের শেষ দিন গতকাল বৃহস্পতিবার বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ উঠেছে ২৪ দশমিক ১৪ বিলিয়ন ডলারে। ২০২৩ সালের জুনের পর যা সর্বোচ্চ। রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধির পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে বড় অঙ্কের ঋণের কারণে রিজার্ভ এত বেড়েছে। 
সূত্র জানায়, গতকাল আইএমএফ ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১৩৪ কোটি ডলার রিজার্ভে যোগ হয়েছে। আবার বিশ্বব্যাংকের বাজেট সহায়তার ৫০ কোটি ডলারের মধ্যে বাকি ১৫ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। আগের দিন জমা হয় ৩৫ কোটি ডলার। এতে করে আগের দিনের ২২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার থেকে রিজার্ভ বেড়ে ২৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। অন্যদিকে বাংলাদেশের গ্রস হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ১৬ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সমকালকে বলেন, আগামী সপ্তাহে জাইকা ও এআইআইবির ঋণের অর্থ যোগ হবে। এতে
রিজার্ভ আরও বাড়বে। গ্রস হিসাবে জুনে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। বিপিএম৬ অনুযায়ী ২৫ বিলিয়নের ওপরে উঠবে। দেশের অর্থনীতির জন্য যা স্বস্তির বার্তা। জানা গেছে, জাইকার অনুমোদিত প্রায় ৪২ কোটি ডলার আগামীকাল শুক্রবার পাবে বাংলাদেশ। রিজার্ভে যা দেখানো হবে আগামী রোববার। এছাড়া এআইআইবির অনুমোদিত ৪৪ কোটি ডলার পাওয়া যাবে আগামী সোমবার। পাশাপাশি ৩০ জুনের মধ্যে আরও কিছু ঋণ আসবে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের সময় রিজার্ভ ছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। সেখান থেকে বাড়তে বাড়তে এ পর্যায়ে এসেছে। দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলার হয় ২০২২ সালের আগস্টে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দশম ক

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ