বাংলাদেশ সার্ভেয়ার ঐক্য পরিষদ কেন্দ্রিয় কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বিকেলে বাংলাদেশ সার্ভেয়ার ঐক্য পরিষদ এর সদস্যবৃন্দর আয়োজনে সিদ্ধিরগঞ্জের "ফুলকলি ল্যাবরেটরি হাই স্কুল" মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবিএম আব্দুস সোবানের সভাপতিত্বে, শফিকুল ইসলাম প্রিন্স ও সাদ্দাম হোসেনের পরিচালনায়, মো: রুবেল শিকদারের সার্বিক সহযোগিতায় এবং মোঃ বিল্লাল হোসেন টিটুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: তাজুল ইসলাম।

এতে সভাপতি মো:: তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফুখরুল ইসলাম, সহ-সভাপতি এস এম মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মোঃ রুবেল শিকদার, যুগ্ম সম্পাদক মো: ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক  শফিকুল ইসলাম প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক মো: বিল্লাল হোসেন টিটু, এডভোকেট মোঃ কাউসার হোসেন, কোষাধক্ষ্য মোঃ সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক মোঃ মিরাজ, সহ প্রচার সম্পাদক শাকিল আহমেদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ শামসুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মো: মোমেন মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ কাজল, ক্রীড়া সম্পাদক জালাল উদ্দিন ও কার্যকরী সদস্য মোহাম্মদ সেন্টু মিয়া, খাইরুল বাশার।

এছাড়াও বাংলাদেশ সার্ভেয়ার ঐক্য পরিষদ কেন্দ্রিয় কমিটির বিভিন্ন জেলা থেকে আগত সদস্য বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ল ইসল ম অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

ফুলের তোড়া পাঠিয়ে খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার বিকেলে অধ্যাপক ইউনূসের পক্ষ থেকে পাঠানো একটি ফুলের তোড়া গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছে দেওয়া হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন, গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজ জন্মদিন। তিনি নিজে কোনো অনুষ্ঠান পালন করেন না। তবে দলীয়ভাবে সারা দেশে মিলাদ ও দোয়ার আয়োজন চলছে।’

বিকেল ৪টার দিকে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম গুলশানে ফিরোজায় এসে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারের কাছে ফুলের তোড়া হস্তান্তর করেন। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং চেয়ারপারসনের ব্যক্তিগত উইংয়ের কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে চীনা দূতাবাসের পক্ষ থেকেও খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা হিসেবে ফুলের তোড়া পাঠানো হয়।

বিএনপির প্রেস উইং জানিয়েছে, খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্ট, দিনাজপুরে। আজ তিনি ৮১ বছরে পা দিলেন।

সম্পর্কিত নিবন্ধ