প্রাইভেট কারে অটোরিকশার ধাক্কা লাগায় গুলি, রিভলবারসহ যুবক গ্রেপ্তার
Published: 29th, June 2025 GMT
মুন্সীগঞ্জ সদরে প্রাইভেট কারের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে পুলিশকে লক্ষ্য করি গুলি করার ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক কর্মকর্তা ও ২ সদস্য আহত হয়েছেন। আজ রোববার দুপুর ১টার দিকে সদর উপজেলার রামপাল কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে ১টি রিভলবার, ২ রাউন্ড গুলি, ৩ রাউন্ড খোসা ও ৭০ পিস ইয়াবাসহ যুবককে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন- পুলিশের এএসআই এমদাদ হোসেন, কনস্টেবল রবিউল ও কনস্টেবল সাজেদুল। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম সাব্বির হোসেন ওরফে দীপু (২৯)। তিনি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ছটফটিয়া গ্রামের হাজী আবুল কালাম তালুকদারের ছেলে।
পুলিশ জানায়, রোববার দুপুর ১টার দিকে সদর উপজেলার রামপাল কলেজ থেকে এইচএসসি পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা চলে যাওয়ার সময় কলেজের সামনে একটি প্রাইভেট কারের (রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো গ-১৩-৭২০৮) সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এ সময় প্রাইভেট কারে থাকা ওই যুবক নেমে রিভলবার বের করেন। তাৎক্ষণিক হাতিমারা তদন্তকেন্দ্রের দায়িত্বরত পুলিশের একটি টিম তাকে আটক করার চেষ্টা করে। তখন ওই যুবক ৩ রাউন্ড গুলি ছোড়েন। তাকে আটকের সময় ধস্তাধস্তিতে পুলিশের তিনজন আহত হন।
এ সময় উপস্থিত ছাত্র-জনতা ওই যুবককে মারধরসহ প্রাইভেট কারটি ভাঙচুর করেন। তখন প্রাইভেট কারে থাকা মুকুল (৩৩), শাহাদাত হোসেনসহ (৩৪) আরও দু’জন পালিয়ে যান।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল সোমবার আদালতে পাঠানো হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
প্রতিমা বিসর্জনের নৌকা থেকে আত্রাই নদে পড়ে কিশোর নিখোঁজ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদের মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।