নব্বই দশকের রুপালি পর্দা কাঁপানো নায়িকা শাবনূর। তার জনপ্রিয়তা দেশজুড়ে ছড়িয়েছে। বেশ আগে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন শাবনূর। তবে আজও ঢালিউডের সেই উজ্জ্বল নক্ষত্রকে ভোলেননি তার অগণিত ভক্ত।
দর্শকদের প্রেম ও চাহিদার জোরেই আবারো ফিরে আসেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে। দীর্ঘ বিরতির পর ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফেরেন শাবনূর।
২০২৩ সালের এপ্রিল মাসে শুরু হয় ‘রঙ্গনা’ সিনেমার শুটিং। পরের মাসে সিনেমাটির অর্ধেকের বেশি কাজ শেষ করে অস্ট্রেলিয়ায় ফিরে যান শাবনূর। কিন্তু এরপর কেটে গেছে ১৪ মাসেরও বেশি সময়—থেমে যায় সিনেমার গতি।
আরো পড়ুন:
মানুষ জীবনের স্বাদ হারায় অস্থিরতায়, স্বাধীনতা স্বেচ্ছাচারে: আফজাল হোসেন
মরি নাই রে ভাই: মাহি
চলতি বছরের ৮ আগস্ট থেকে ‘রঙ্গনা’ সিনেমার বাকি অংশের শুটিং শুরু হওয়ার কথা থাকলেও দেশের অনিশ্চিত পরিস্থিতির কারণে তা আর সম্ভব হয়নি। অস্ট্রেলিয়া থেকে শাবনূর জানান, “এ পরিস্থিতিতে কেউই শুটিং করতে চাইবেন না। সবকিছু স্বাভাবিক হলে নতুন শিডিউল দেব।”
পরে শোনা যায়, পারিশ্রমিক সংক্রান্ত কিছু জটিলতার কারণে নির্মাতা শাবনূরের নতুন সময় পাচ্ছেন না। বন্ধ হয়ে যায় শুটিং। কেউ কেউ এমনটাও বলছিলেন—“সিনেমা থেকে হয়তো সরে দাঁড়িয়েছেন শাবনূর!” তবে সেই গুঞ্জনে ইতি টানেন শাবনূর। সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এখনো ‘রঙ্গনা’ সিনেমার সঙ্গেই আছেন তিনি।
সেই আশার আলো ধরে নির্মাতা আরাফাতও বলেন, “কেউ কেউ বলছে ‘রঙ্গনা’ সিনেমার শুটিং আর হচ্ছে না—এটা পুরোপুরি মিথ্যা। শাবনূর আপার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।”
শাবনূরের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, তিনি আবারো ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র ন শ বন র
এছাড়াও পড়ুন:
ভোররাতে রণক্ষেত্র: নরসিংদীতে নিহত ১, গুলিবিদ্ধ ৫
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই দলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন পাঁচ জন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে এই রণক্ষেত্র তৈরি হয় সদর উপজেলার আলোকবালী এলাকায়।
সংঘর্ষে নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি সদর উপজেলার মুরাদনগর গ্রামের বাসিন্দা। আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা না গেলেও তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদী থেকে বালু উত্তোলন, জমি দখল এবং রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। ২০২৪ সালের ৫ আগস্টের একটি ঘটনাকে কেন্দ্র করে এই দ্বন্দ্ব আরো ঘনীভূত হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এই সংঘর্ষ বাধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উভয়পক্ষই দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ ইদন মিয়াকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য নতুন সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা বা আটকসংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, “ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। শুনেছি একজন নিহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”
ঢাকা/হৃদয়/এস