জোতার জার্সির ‘অমরত্ব’ ঘোষণা লিভারপুলের
Published: 4th, July 2025 GMT
লিভারপুলের পর্তুগিজ স্ট্রাইকার ডিয়াগো জোতা বৃহস্পতিবার মাত্র ২৮ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার মৃত্যুতে ফুটবল দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। ক্রিস্টিয়ানো রোনালদো, মোহামেদ সালাহ, অ্যালিসন বেকারের মতো সতীর্থরা বিশ্বাস করতে পারছেন না জোতা নেই।
ইংলিশ ক্লাব লিভারপুরের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জোতার মৃত্যুতে শোক জানানো হয়েছে। অল রেডসরা তার মৃত্যুতে স্মরণ সভার আয়োজন করেছে। জোতা অল রেডসদের হয়ে ২০ নাম্বর জার্সি পরে খেলতেন। ওই জার্সির অমরত্ব ঘোষণা করেছে লিভারপুল। অর্থাৎ ২০ নম্বর জার্সি চিরকাল জোতারই থাকবে। ওই জার্সি পরে মাঠে নামবেন না আর কেউ।
জোতার সঙ্গে একই গাড়িতে থাকা তার ছোট ভাই আন্দ্রে জোতাও ঘটনাস্থলে মারা গেছেন। তাদের মৃত্যুতে শোক জানিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশন এক বিবৃতি দিয়েছে, ‘পর্তুগিজ ফুটবল ফেডারেশন ও পর্তুগালের ফুটবলসংশ্লিষ্ট সবাই পুরোপুরি বিধ্বস্ত। দারুণ মানুষ ছিল সে। আমরা দুজন চ্যাম্পিয়নকে হারিয়েছি। দিয়াগো ও আন্দ্রের চলে যাওয়া পর্তুগিজ ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি।’
এক্সে বিবৃতি দিয়ে লিভারপুল জানিয়েছে, জোতার মর্মান্তিক চলে যাওয়ায় লিভারপুল ক্লাব শোকে ভেঙে পড়েছে। দিয়াগো ও আন্দ্রের পরিবার, বন্ধুবান্ধব, সতীর্থদের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করে বলেছে, তারা অকল্পনীয় ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে।
ক্রিশ্চিয়ানো রোনালদো শোক বার্তায় লেখেন, ‘মানতে পারছি না, কিছুদিন আগেও আমরা জাতীয় দলে একসঙ্গে ছিলাম, তুমি সবেমাত্র বিয়ে করেছো। তোমার পরিবার, তোমার স্ত্রী ও সন্তানদের প্রতি সমবেদনা জানাই। আমি জানি তুমি সবসময় তাদের সঙ্গে থাকবে। শান্তিতে থাকো দিয়াগো ও আন্দ্রে। আমরা সবাই তোমাদের মিস করব।’
লিওনেল মেসি ইনস্টা স্টোরিতে ‘শান্তিতে থাকো’ লিখেছেন। নেইমার জোতার পরিবারের প্রতি সমবেদন জানিয়েছেন। ফন ডাইক লিখেছেন, ‘আমি এটা বিশ্বাস করি না, বিশ্বাস করতে চাই না। অবিশ্বাস্য, বিধ্বস্ত লাগছে। অসাধারণ এক মানুষ ও খেলোয়াড় ছিলে তুমি। তার চেয়ে বেশি ছিলে পারিবারিক।’
জোতাকে লিভারপুলে আনা কোচ জার্গেন ক্লপ হৃদয় ভাঙা বার্তা দিয়েছেন, ‘সে ফুটবলারের চেয়ে বেশি কিছু ছিল। আমার হৃদয় ভেঙে যাচ্ছে। সে অসাধারণ বন্ধু ছিল, স্বামী ছিল, বাবা ছিল। তার স্ত্রী রুতি, তার তিন সন্তান ও পরিবারের প্রতি আমার সমবেদনা ও প্রার্থনা।’
জোতার মৃত্যুতে ছুটি বাতিল করে লিভারপুলে ফিরছেন দলটির তারকা ফুটবলার মোহামেদ সালাহ। রেডসরা শোক স্মরণ সভার আয়োজন করেছে। সেখানে স্বশরীরে উপস্থিত থাকবেন মিশরীয় তারকা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: পর ত গ ল ফ টবল পর ত গ জ পর ব র ফ টবল
এছাড়াও পড়ুন:
আজ বিশ্ব বাঁশ দিবস
বাঁশ এক ধরনের ঘাস এবং চীর সবুজ বহু বর্ষজীবী উদ্ভিদ। আমাদের দেশে এটি একটি সংবেদনশীল শব্দ। কিন্তু চীনে বাঁশকে শুভশক্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়। এই কারণে চীনা সংস্কৃতির সর্বত্র রয়েছে বাঁশের ব্যবহার। তারা মনে করে বাঁশ নেতিবাচক শক্তিকে প্রতিহত করতে পারে। আজ বিশ্ব বাঁশ দিবস। প্রতি বছরের ১৮ সেপ্টেম্বর দিবসটি পালিত হয়। বাঁশের প্রয়োজনীয়তা ও বাঁশ সম্পর্কিত সচেতনতা ছড়িয়ে দিতেই বিশ্ব বাঁশ দিবস পালিত হয়।
মুলি, তল্লা, আইক্কা, ছড়িসহ নানা ধরনের বাঁশ রয়েছে। পৃথিবীতে ৩০০ প্রজাতির বাঁশ আছে।এর মধ্যে বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট ৩৩ প্রজাতির বাঁশ সংরক্ষণ করেছে।
আরো পড়ুন:
কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস
পিসিওএস রোগ হলে নারী কী গর্ভধারণ করতে পারেন?
২০০৫ সালে বৈশ্বিকভাবে বাঁশ শিল্পকে উন্নত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় বিশ্ব বাঁশ সংস্থা। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অষ্টম বিশ্ব বাঁশ কংগ্রেস চলাকালে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় বিশ্ব বাঁশ দিবস।
২০০৯ সালের ওই সম্মেলনে প্রায় ১০০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন এবং দিনটিকে বিশ্ব বাঁশ দিবস হিসাবে মনোনীত করার প্রস্তাবে সম্মত হন। এই দিবস পালনের প্রস্তাব রেখেছিলেন সংস্থার তৎকালীন সভাপতি কামেশ সালাম।
বিশ্বব্যাপী আসবাবপত্র কিংবা গৃহস্থালি প্রয়োজন ছাড়াও বাঁশ ব্যবহার করা হয় খাদ্যদ্রব্য হিসেবে। সবুজ বাঁশের ডালের ভেতরের অংশ অর্থাৎ বাঁশ কোড়ল স্বাস্থ্যের জন্য অনেক উপকারি।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) গ্লোবাল ব্যাম্বু রিসোর্সেস প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি প্রজাতির বাঁশ পাওয়া যায় চীনে। চীনে অন্তত ৫০০ প্রজাতির বাঁশ রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে রয়েছে ২৩২ প্রজাতির বাঁশ। আর ৩৩ প্রজাতির বাঁশ থাকা বাংলাদেশ আছে তালিকার অষ্টমে।
বাঁশ খাদ্য হিসেবেও ব্যবহৃত হচ্ছে। পুষ্টি উপাদান ও মুখরোচক স্বাদের জন্য পাহাড়ি অঞ্চলের মানুষের কাছে খাবার বাঁশ কোড়ল নামে পরিচিত।এর তৈরি স্যুপ, সালাদ, তরকারি বেশ জনপ্রিয়। সাধারণত বাঁশের অঙ্কুরোদগম হওয়ার পর চার থেকে ছয় ইঞ্চি পর্যন্ত যে কচি বাঁশ হয় সেটাই রান্না করে খাওয়া যায়।
ঢাকা/লিপি