ধামরাইয়ে যশোমাধবের উল্টো রথটান অনুষ্ঠিত হয়েছে। এ সময় কায়েতপাড়া থেকে যাত্রাবাড়ী পর্যন্ত আধা কিলোমিটার এলাকা ভক্তদের মিলনমেলায় পরিণত হয়। শনিবার এই উল্টো রথের মধ্য দিয়ে ৯ দিনের রথটান শেষ হলেও রথযাত্রা উৎসবের মেলা চলবে জুলাই মাসজুড়ে।
উল্টো রথযাত্রার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোমাধব মন্দির ও রথ পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.
এর আগে ২৭ জুন মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও পায়রা উড়িয়ে ধামরাইয়ের রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ৯ দিন শ্বশুরবাড়ি থাকার পর গতকাল শনিবার সমাপনী দিনে পূজা-অর্চনার মধ্য দিয়ে ধামরাইয়ের যাত্রাবাড়ী মন্দির থেকে যশোমাধবকে রথে চড়িয়ে ধামরাই পৌর এলাকার কায়েতপাড়ায় নিজ বাড়িতে নেওয়া হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ চিনি-কলা ছিটিয়ে যশোমাধবের প্রতি তাদের শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
রথযাত্রা উৎসব ঘিরে প্রতিবছরের মতো এবারও রথমেলা প্রাঙ্গণে বসেছে সার্কাস, নাগরদোলা, পুতুল নাচ, বেদেনীদের চুড়ি, শিশুদের খেলনা, কাঠের ফার্নিচার, কাঁসা-পিতল ও কুটির শিল্পের পাঁচ শতাধিক স্টল।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, রথমেলা সফল করতে রথ পরিচালনা কমিটির পাশাপাশি তিন শতাধিক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন ছিলেন। এ ছাড়া গোয়েন্দা সংস্থার সদস্যরা মেলা প্রাঙ্গণে নজরদারি করছেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ডাইনির সাজে শাবনূর!
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!
প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।
আরো পড়ুন:
পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ
বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক
সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।
ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”
পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”
ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”
ঢাকা/রাহাত/লিপি