বড় ভাইকে হত্যায় ছোট ভাই ও দুই ভাতিজার যাবজ্জীবন
Published: 7th, July 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বড় ভাইকে হত্যায় ছোট ভাই ও দুই ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৭ জুলাই) দুপুরে জেলা দায়রা জজ মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এই আদেশ দেন। এছাড়া, অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে দুই জনকে খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ির সহিমুদ্দীন মন্ডলের ছেলে মোস্তফা (৬৫) ও তার দুই ছেলে নয়ন আলী (৪২) ও মিলন আলী (২৪)।
আরো পড়ুন:
চাঁদাবাজির মামলায় গাজীপুরের সাবেক বিএনপি নেতা স্বপন গ্রেপ্তার
ঝিনাইদহে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকের যাবজ্জীবন
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ বলেন, ‘‘জমি নিয়ে বিরোধের জেরে ২০২১ সালের ২ জুন মাইনুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেন দণ্ডিতরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ জুন মাইনুল ইসলাম মারা যান। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বরুণ সরকার আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন।’’
ঢাকা/শিয়াম/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘বিগ বস’ জিতলেন গৌরব, কত টাকা পাচ্ছেন অভিনেতা
শেষ হলো আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম মৌসুম। গতকাল রোববার রাতে সালমান খানের সঞ্চালনায় হয় এবারের মৌসুমের গ্র্যান্ড ফিনালে। এবার ট্রফি জিতেছেন ছোট পর্দার অভিনেতা গৌরব খান্না। গ্র্যান্ড ফিনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ ভাগ করে নিয়েছেন। স্ত্রী আকাঙ্ক্ষা চামোলা ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে গৌরব লিখেছেন, ‘ট্রফিটা ঘরে এসেছে’।
গত রাতে সালমান খান গৌরব খান্নার নাম বিজয়ী হিসেবে ঘোষণা করেন। ফারহানা ভাট হন প্রথম রানারআপ। কয়েক ঘণ্টা পরই গৌরব তাঁর ভক্ত ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দেন।
গৌরবের টিমের আবেগঘন বার্তা
গৌরবের যাত্রা নিয়ে তাঁর টিম লিখেছে, ‘তিন মাসের এই যাত্রা শেষ হলো, আর কী দারুণ এক সমাপ্তি! ট্রফিটা এখন ঘরে। বারবার সবাই জিজ্ঞাসা করছিল, “জিকে (গৌরব খান্না) কী করবে?” আর আমরা সব সময়ই বলেছি, জিকে সবার জন্য ট্রফিটা ঘরে আনবে। সে তা–ই করেছে। এ যাত্রা ছিল গভীরভাবে আবেগময়; প্রতিটি উচ্চতা, প্রতিটি ধাক্কা, প্রতিটি দৃঢ়তার মুহূর্ত আমরা ওর সঙ্গে বেঁচেছি। তাই আজকের এই জয় ব্যক্তিগত মনে হচ্ছে।’