গবি শিক্ষার্থীদের ‘যুক্তিতে মুক্তি পাচ্ছে বাংলাদেশ’
Published: 24th, July 2025 GMT
‘যুক্তিতে মুক্তি পাচ্ছে বাংলাদেশ’ স্লোগানে গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) জিবিডিএস বিতর্ক উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় একাডেমিক ভবনের ৪১৭ নম্বর কক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির (জিবিডিএস) উদ্যোগে শুরু হয় দিনব্যাপী এ আয়োজন।
আয়োজনের শুরুতে মাইলস্টোন কলেজ ট্রাজেডি ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
আরো পড়ুন:
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ
জুলাই বিপ্লব ছিল সর্বজনীন গণঅভ্যুত্থান: অধ্যাপক রইছ
জিবিডিএস সভাপতি আরিফুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড.
চারটি ধাপে বিভক্ত এ বিতর্ক উৎসবে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত চারটি দল। প্রতিযোগিতার ধাপগুলো ছিল— রম্য, এশিয়ান সংসদীয়, প্ল্যানচেট ও বারোয়ারি বিতর্ক।
রম্য বিতর্কে ‘প্রেমিক-প্রেমিকা বনাম স্বামী-স্ত্রী’ চরিত্রে অভিনব যুক্তিতর্ক মঞ্চায়ন হয়। এশিয়ান ফরম্যাটে সরকার ও বিরোধী দলের ভূমিকায় নির্বাচনী পদ্ধতি নিয়ে চলে প্রাণবন্ত বিতর্ক।
প্ল্যানচেট বিতর্কে বিতার্কিকরা ঐতিহাসিক ব্যক্তিত্বদের আত্মার ভূমিকায় যুক্তি তুলে ধরেন। বারোয়ারি বিতর্কে উঠে আসে মুক্তচিন্তার নানা দিক। প্রতিটি সেগমেন্টে অংশগ্রহণকারীরা যুক্তি, বাগ্মীতা ও বিশ্লেষণধর্মী উপস্থাপনার মধ্য দিয়ে দক্ষতার ছাপ রাখেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. জহিরুল ইসলাম খান বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বের জন্য এ বিতর্ক প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি অতিরিক্ত পাঠ্যক্রমিক কার্যক্রম হলেও আমার মতে এটি একাডেমিক শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ। এই মঞ্চের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়কে যথাযথভাবে তুলে ধরতে পারি। বিশ্বের যেকোনো সংকট বা সমস্যাকে বিতর্কের মাধ্যমে উপস্থাপন করা সম্ভব।”
ঢাকা/সানজিদা/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নরসিংদীতে আজ এনসিপির পদযাত্রা
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (৩০ জুলাই) নরসিংদীতে পদযাত্রা ও সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এ উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। এ কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) ৯ শতাধিক পুলিশ সদস্য মাঠে আছে।
নাহিদ ইসলাম, আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, শামান্তা শারমিনসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে নরসিংদীতে পৌঁছেছেন। দুপুর ২টায় গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারা। এর পর বিকেল ৪টায় জুলাই পদযাত্রা ও বিকেল ৫টায় সমাবেশ করবে এনসিপি।
আরো পড়ুন:
গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না: নাহিদ
বিকেলে এনসিপির পদযাত্রা-সমাবেশ, প্রস্তুত ময়মনসিংহ
ঢাকা/হৃদয়/রফিক