রাসেলের ব্যাট দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বেধড়ক পিটুনি ডেভিডের, ১১ ছক্কায় রেকর্ড সেঞ্চুরি
Published: 26th, July 2025 GMT
ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি একজন প্রতিষ্ঠিত ফিনিশার। অস্ট্রেলিয়া দলেও তাঁর কাজটা কমবেশি একই। তবে টিম ডেভিড আজ প্রমাণ করলেন, ক্রিজে আগেভাগে এসেও খেলাটা তিনি শেষ করতে জানেন।
ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ডেভিড ক্রিজে এলেন পাওয়ার প্লের মধ্যে, অস্ট্রেলিয়ার স্কোর তখন ৩ উইকেটে ৬১। এরপর ১১ ছক্কায় ৩৭ বলে করলেন রেকর্ড সেঞ্চুরি।
ডেভিডের বিধ্বংসী সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের ২১৫ রান তাড়া করেছে ২৩ বল হাতে রেখে। আজ ৬ উইকেটের জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও জয় নিশ্চিত করল অস্ট্রেলিয়া। টি–টোয়েন্টি সিরিজে আপাতত ৩–০ তে এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার জন্য বাকি দুই ম্যাচ আনুষ্ঠানিকতার।
আরও পড়ুনকীভাবে বদলাচ্ছে টি–টোয়েন্টির বাংলাদেশ২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার ইনিংসে প্রথম বলেই চার মেরে শুরু করেন ডেভিড। এরপর যা হয়েছে তা ছক্কার উৎসব। ইনিংসের দশম ওভারে ক্যারিবিয়ান স্পিনার গুড়াকেশ মোতির ৪ বলে টানা ছক্কা মারেন ডেভিড। আরেক স্পিনার আকিল হোসেনের ওপরও ঝড় বয়ে গেছে। ১৬ বলে ফিফটির দেখা পান ডেভিড, যা অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম টি-টোয়েন্টি ফিফটির রেকর্ড।
৩৭অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরিই করেছেন ডেভিড। এটি টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে তৃতীয় দ্রুততম।ডেভিড পরের ফিফটি তুলেছেন ২১ বলে। তবু অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরিই করেছেন ডেভিড। ১৭তম ওভারের প্রথম বলে রোমারিও শেফার্ডের বলে চার মেরে সেঞ্চুরি তুলে নেন। এই বাউন্ডারিতে নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার জয়ও। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি ছিল জশ ইংলিশের। স্কটল্যান্ডের বিপক্ষে ৪৩ বলে সেঞ্চুরি করেছিলেন। ডেভিডের করা ৩৭ বলের সেঞ্চুরিটি টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে তৃতীয় দ্রুততম।
আরও পড়ুনইন্টার মায়ামিতে এবার ‘দেহরক্ষী’ দি পলকেও পেলেন মেসি ৩২ মিনিট আগেঅধিনায়ক শাই হোপের সেঞ্চুরিতে আজ বড় সংগ্রহই তুলেছিল আগে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ। সংগ্রহটা আরও বড় হতে পারত, তবে শেষ ৫ ওভার ওয়েস্ট ইন্ডিজ তুলেছে মাত্র ৪৯ রান। ৫৭ বলে ১০২ রানে অপরাজিত ছিলেন হোপ। বোলিং ইনিংসেও এক পর্যায়ে ৮৭ রানে অস্ট্রেলিয়ার ৪ উইকেট তুলে নিয়েছিল হোপের দল। তবে ডেভিড ও মিচেল ওয়েনের রেকর্ড জুটিতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেট জুটিতে সর্বোচ্চ ১২৮ রান তুলেছেন দুজন, তাও ৪৬ বলে। ভেঙেছেন মিচেল মার্শ ও টিম ডেভিডের আগের রেকর্ড (৯৭ রান)।
রেকর্ড জুটি গড়েছেন ডেভিড ও ওয়েন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ র ততম র কর ড উইক ট
এছাড়াও পড়ুন:
কুয়েট শিক্ষক সমিতির আন্দোলন স্থগিত, ১৬০ দিন পর মঙ্গলবার শুরু হচ্ছে ক্লাস
১৬০ দিন পর আগামীকাল মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শুরু হচ্ছে ক্লাস। আজ সোমবার কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সভায় তিন সপ্তাহের জন্য আন্দোলন কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দুপুরে নতুন উপাচার্য অধ্যাপক মো. মাকসুদ হেলালী একাডেমিক কার্যক্রম শুরুর নির্দেশনা দেন।
কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, ‘উপাচার্যের আশ্বাসে আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এখন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি চালু করবেন উপাচার্য। আগামীকাল মঙ্গলবার ক্লাস শুরু হবে। প্রশাসনের পক্ষ থেকে আজ ক্লাস শুরুর নোটিশ দেওয়া হবে।’
দুপুরে উপাচার্য অধ্যাপক মো. মাকসুদ হেলালী সাংবাদিকদের বলেন, শিক্ষক ও শিক্ষার্থীরা একমত হয়েছেন যে ক্লাস ও তদন্ত কার্যক্রম একসঙ্গে চলবে। সে অনুযায়ী আগামীকাল মঙ্গলবার ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে দুই দিন ধরে উপাচার্য বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন। তিনি কুয়েট শিক্ষক সমিতি, অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনায় বসেন।
গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। ওই রাতেই তৎকালীন উপাচার্য ও কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এরপর শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে ২৬ এপ্রিল উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে ও সহ-উপাচার্য অধ্যাপক শরিফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী সময়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার দাবিতে ৪ মে থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। এর পর থেকে কোনো শিক্ষকই আর ক্লাসে ফেরেননি।
এ অচলাবস্থার মধ্যে গত বৃহস্পতিবার কুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাকসুদ হেলালী। পরদিন শুক্রবার তিনি খুলনায় এসে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি একাধিক বৈঠকে বসেন—শনিবার ডিনদের সঙ্গে, রোববার সকালে লেকচারার ও সহকারী অধ্যাপক এবং দুপুরে অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের সঙ্গে। বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে, রাতে শিক্ষক সমিতির সঙ্গে মতবিনিময় করেন।
গত ২৬ এপ্রিল উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণের পর ১ মে চুয়েটের অধ্যাপক হজরত আলীকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে শিক্ষক সমিতির বিরোধিতার মুখে তিনিও দায়িত্ব পালন করতে পারেননি এবং ২২ মে পদত্যাগ করেন। পরে ১০ জুন নতুন উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি দেয় সরকার। তারই ধারাবাহিকতায় গত সপ্তাহে অধ্যাপক হেলালীকে কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আরও পড়ুনকুয়েটে অচলাবস্থা কাটছে, মঙ্গলবার থেকে শুরু হতে পারে ক্লাস২১ ঘণ্টা আগে