স্কুলশিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে আবারও সারা দেশে শুরু হচ্ছে বিকাশ–বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব। এরই মধ্যে শুরু হয়েছে ঢাকা আঞ্চলিক পর্বের নিবন্ধন। শিগগিরই বাকি আঞ্চলিক পর্বের নিবন্ধন শুরু হবে।
ঢাকা আঞ্চলিক পর্বের নিবন্ধন করতে হবে প্রথম আলো অফিসে এসে। নিবন্ধনের ঠিকানা: বিকাশ–বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব, ১৯ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫। নিবন্ধন চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (শুক্রবার ব্যতীত)। নিবন্ধনের শেষ তারিখ আগামী ২০ আগস্ট ২০২৫।
বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্ব আয়োজিত হবে সাতটি বিভাগীয় শহরে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেটে আয়োজিত হবে আঞ্চলিক উৎসব। উৎসবে স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে প্রজেক্ট প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতায়। প্রজেক্ট প্রদর্শনীতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা একটি ক্যাটাগরিতে অংশ নেবে। কুইজ প্রতিযোগিতায় রয়েছে দুটি ক্যাটাগরি। নিম্নমাধ্যমিক ক্যাটাগরিতে অংশ নেবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা, আর মাধ্যমিক ক্যাটাগরিতে নবম থেকে দশম শ্রেণি ও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরা।
প্রজেক্ট প্রদর্শনী বিভাগে অংশ নিতে পারবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা। একক বা দলগতভাবে অংশ নেওয়া যাবে প্রজেক্ট বিভাগে। একটি দলে একই স্কুলের সর্বোচ্চ তিনজন অংশ নিতে পারবে। তবে শিক্ষার্থীরা চাইলে অন্য স্কুলের শিক্ষার্থীদের সঙ্গেও দল গঠন করতে পারবে। বলে রাখা প্রয়োজন, প্রজেক্টের জন্য বিদ্যুৎ–সরবরাহ করা হবে না। প্রয়োজনে নিজেদের ব্যাটারি নিয়ে আসতে হবে।
কুইজ প্রতিযোগিতায় থাকবে দুটি ক্যাটাগরি। ‘নিম্নমাধ্যমিক’ ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। ‘মাধ্যমিক’ ক্যাটাগরিতে অংশ নিতে পারবে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা। পাশাপাশি এ আয়োজনে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরাও অংশ নিতে পারবে। তবে কুইজে সবাইকে এককভাবে অংশগ্রহণ করতে হবে। একই সঙ্গে একজন শিক্ষার্থী প্রজেক্ট ও কুইজে অংশগ্রহণ করতে পারবে।
রেজিস্ট্রেশনের জন্য অংশগ্রহণকারীকে (প্রজেক্টের ক্ষেত্রে দলের অন্তত একজন সদস্য) সশরীর উপস্থিত হতে হবে নিবন্ধন ঠিকানায়। ফরমের নির্দিষ্ট স্থানে নিজের বা দলের সব সদস্যের নাম, ঠিকানা, স্কুলের নাম ও ক্যাটাগরি উল্লেখ করতে হবে। নিবন্ধনের সময় সঙ্গে আনতে হবে স্কুলের পরিচয়পত্র বা বেতনের রসিদ। তবে বিশেষ প্রয়োজনে শিক্ষার্থীদের অভিভাবক এসেও নিবন্ধন করতে পারবেন।
ঢাকা আঞ্চলিক পর্বের মাধ্যমে শুরু হবে এবারের বিজ্ঞান উৎসব। কবে, কোথায় ঢাকা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে, তা শিগগিরই জানানো হবে। প্রতিটি আঞ্চলিক পর্ব থেকে প্রজেক্টে ১০টি দল এবং কুইজের দুই ক্যাটাগরি মিলিয়ে ২০ জনকে জাতীয় পর্বের জন্য বাছাই করা হবে।
জাতীয় পর্বে বিজয়ীদের জন্য রয়েছে ল্যাপটপ, ট্যাব, ট্রফি, মেডেল, সার্টিফিকেট, বই, টি–শার্টসহ আরও আকর্ষণীয় পুরস্কার। এ ছাড়া আঞ্চলিক পর্বের বিজয়ীদের জন্য ট্রফি, মেডেল, সার্টিফিকেট, বই, টি–শার্টসহ আরও আকর্ষণীয় পুরস্কার তো থাকছেই। পাশাপাশি আগ্রহীদের জন্য প্রতিটি আয়োজনে থাকছে বিজ্ঞানবিষয়ক বইয়ের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা।
স্কুলশিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে সারা দেশে যৌথভাবে এই বিজ্ঞান উত্সব আয়োজন করতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ এবং দেশের সর্বাধিক পঠিত বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।
বিজ্ঞান উৎসব সম্পর্কে আরও জানতে চোখ রাখুন প্রথম আলো প্রিন্ট, বিজ্ঞানচিন্তা প্রিন্ট, অনলাইন, ফেসবুক পেজ ও গ্রুপে অথবা বিজ্ঞানচিন্তার কার্যালয়ে ০১৭০৮–১৬৮৭৯০ নম্বরে ফোন করে উৎসব সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দশম শ র ণ র শ ক ষ র থ র ব জ ঞ ন উৎসব র জন য
এছাড়াও পড়ুন:
ডাইনির সাজে শাবনূর!
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!
প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।
আরো পড়ুন:
পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ
বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক
সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।
ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”
পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”
ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”
ঢাকা/রাহাত/লিপি