ঢাকাস্থ রাশিয়ান হাউসের উদ্যোগে সোভিয়েত চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের দর্শকদের রুশ চলচ্চিত্র ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।
এই উৎসবের অংশ হিসেবে চলচ্চিত্র প্রদর্শনী, থিমভিত্তিক প্রদর্শনী এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্প্রতি অনুষ্ঠিত এ উৎসবে বিভিন্ন ধরণের ধ্রুপদী সোভিয়েত চলচ্চিত্র প্রদর্শিত হয়। এই উৎসবের জন্য এমন চলচ্চিত্র বাছাই করা হয়েছিল, যেগুলোতে বন্ধুত্ব, ভালোবাসা ও বীরত্বের মত সর্বজনীন এবং চিরন্তন মূল্যবোধ তুলে ধরা হয়েছে।
চলচ্চিত্র প্রদর্শনীর পর অতিথিরা সোভিয়েত চলচ্চিত্রের ইতিহাসভিত্তিক একটি আলোকচিত্র প্রদর্শনী উপভোগ করেন এবং একটি বুফে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে চলচ্চিত্র নিয়ে আলোচনায় অংশ নেন। এটি সাংস্কৃতিক বিনিময়ের এক অনন্য সুযোগ তৈরি করে এবং নতুন বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রেও সহায়ক হয়।
অনুষ্ঠানে কূটনৈতিক মহল, সরকারি কর্মকর্তা, বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষার্থীরা এবং অসংখ্য চলচ্চিত্রপ্রেমী অংশগ্রহণ করেন।
ঢাকা/হাসান/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চ ত র প রদর শ ত চলচ চ ত র অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
ডাইনির সাজে শাবনূর!
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!
প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।
আরো পড়ুন:
পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ
বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক
সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।
ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”
পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”
ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”
ঢাকা/রাহাত/লিপি