আমাদের মতোই মহানবী (সা.) নিত্যদিন নানামুখী জীবন–যন্ত্রণার মুখোমুখি হয়েছেন, বিভিন্ন ধরনের মানুষের সমর্থন ও বিরোধিতার মুখোমুখি হয়েছেন। তাঁর জীবনের ঘটনাবলি আমাদের শেখায় কীভাবে আমরা আমাদের উদ্দেশ্যের পথে অটল থাকব, সমর্থন গ্রহণ করব এবং বিরোধিতার মোকাবিলা করব।

১. ভিন্নমতের সমর্থকদের মূল্যায়ন

জীবনে এমন কিছু মানুষ থাকবেন, যারা আপনার উদ্দেশ্য বিশ্বাস না করলেও আপনাকে সমর্থন করবেন, প্রয়োজনে জীবনের ঝুঁকি নেবেন। এমন সমর্থকদের মূল্য দেওয়া উচিত, এমনকি যদি তারা আমাদের বিশ্বাসে পুরোপুরি একমত না হন, তবুও। নবীজি (সা.

)-এর জীবনে এমন একজন ছিলেন তাঁর চাচা আবু তালিব। তিনি ইসলাম গ্রহণ না করলেও নবীজি (সা.)-কে মক্কার কঠিন সময়ে সুরক্ষা দিয়েছেন। আবু তালিব কুরাইশদের বিরোধিতার মুখে অটল থেকে নবীজি (সা.)-এর পাশে দাঁড়িয়েছেন (ইবন হিশাম, আস-সীরাহ আন-নাবাবিয়্যাহ, ১/২৬৫, কায়রো: মাকতাবাত মুহাম্মদ আলী সাবিহ)।

আরও পড়ুনমহানবী (সা.)–র হিজরত মদিনায় হলো যে কারণে২৯ জুন ২০২৫

২. নিকটাত্মীয়দের বিরোধিতার মোকাবিলা

কখনো কখনো নিকটাত্মীয়রাও আমাদের উদ্দেশ্যের বিরুদ্ধে দাঁড়াতে পারেন। নবীজি (সা.)-এর জীবনে তাঁর চাচা আবু লাহাব ছিলেন এমনই একজন। তিনি ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন এবং নবীজি (সা.)-এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। কোরআনে আবু লাহাব ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে সুরা লাহাব (১১১) নাজিল হয়, যেখানে তাদের বিরোধিতার পরিণতি উল্লেখ করা হয়েছে।

বোঝা গেল, নিকটাত্মীয়দের বিরোধিতা আমাদের উদ্দেশ্য যেন দুর্বল করতে না পারে। উদ্দেশ্যে অটল থাকতে হবে, এমনকি যদি আমাদের সবচেয়ে কাছের মানুষ আমাদের বিরোধিতা করে।

৩. অকৃত্রিম বন্ধুর পাশে থাকা

কোনো বন্ধু জীবনের প্রতিটি পরিস্থিতিতে আপনার পাশে থাকবেন। নবীজি (সা.)-এর জীবনে এমনই একজন ছিলেন আবু বকর (রা)। তিনি ইসলাম গ্রহণের প্রথম দিন থেকেই নবীজি (সা.)-এর পাশে ছিলেন এবং তাঁর সম্পদ ও জীবন দিয়ে ইসলামের জন্য নিবেদিত ছিলেন। নবীজি (সা.) বলেছেন, ‘যখন আমি মানুষকে ইসলামের দিকে ডেকেছিলাম, সবাই কিছুটা দ্বিধা করেছিল, কিন্তু আবু বকর ছাড়া। তিনি কোনো দ্বিধা না করে ইসলাম গ্রহণ করেছিলেন’ (ইবন হিশাম, আস-সীরাহ আন-নাবাবিয়্যাহ, ১/১৫৮, কায়রো: মাকতাবাত মুহাম্মদ আলী সাবিহ)।

নবীজিও চিরদিন বন্ধু হিসেবে তার পাশে থেকেছেন। এমন বন্ধুর পাশে থাকা আমাদের জীবনকে কৃতজ্ঞতায় ভরিয়ে দেবে।

৪. পরিবারের সমর্থককে ভরসা করা

যখন পরিবারের সবাই আপনার উদ্দেশ্যের বিরোধিতা করেন, তখনও কেউ একজন থাকবেন, যিনি সবার বিরুদ্ধে গিয়ে আপনার পাশে দাঁড়াবেন। নবীজি (সা.)-এর জীবনে এমনই একজন ছিলেন তাঁর চাচাতো ভাই আলী (রা.)। তিনি অল্প বয়সে ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের আদর্শ প্রচারে অগ্রগামী ছিলেন। হিজরতের সময় নবীজি (সা.)-এর তাঁর বিছানায় আলী (রা)–কে রেখে যান, যিনি শত্রুদের ধোঁকা দিয়ে নবীজির (সা.) জীবন রক্ষায় সাহায্য করেন (সহিহ বুখারি, হাদিস: ৩,৬৮৫)।

নবীজি (সা.) পরবর্তী সময়ে অনেক অনেক বড় সাহাবির প্রস্তাব এড়িয়ে নিজের প্রিয় কন্যা ফাতেমাকে (রা.) তার কাছে বিয়ে দিয়েছেন।

আরও পড়ুনমহানবী (সা.) যেভাবে সমালোচনা মোকাবেলা করতেন২৫ জুন ২০২৫

৫. নেককার স্ত্রীর অকুণ্ঠ সমর্থন

নবীজি (সা.)-এর জীবনে হযরত খাদিজা (রা.)-এর অবদান একটি অসাধারণ উদাহরণ। তিনি ইসলামের প্রথম দিন থেকে নবীজি (সা.)-এর পাশে ছিলেন। নবীজি (সা.) বলেছেন, ‘তিনি আমার উপর বিশ্বাস স্থাপন করেছিলেন যখন অন্যরা অবিশ্বাস করেছিল; তিনি আমাকে সত্যবাদী বলেছিলেন যখন অন্যরা মিথ্যাবাদী বলেছিল; তিনি আমাকে আশ্রয় দিয়েছিলেন যখন অন্যরা পরিত্যাগ করেছিল; তিনি আমাকে সান্ত্বনা দিয়েছিলেন যখন অন্যরা তিরস্কার করেছিল; এবং আল্লাহ আমাকে তাঁর দ্বারা সন্তান দান করেছেন, অন্য নারীদের দ্বারা নয়’ (ইবন হিশাম, আস-সীরাহ আন-নাবাবিয়্যাহ, ১/২৩৫, কায়রো: মাকতাবাত মুহাম্মদ আলী সাবিহ)।

খাদিজা (রা.)-এর এই অকুণ্ঠ সমর্থন আমাদের শেখায় যে, একজন নারীর সমর্থন একটি উদ্দেশ্যের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

 ৬. প্রাথমিক বিরোধীদের রূপান্তর

কিছু মানুষ প্রথমে আপনার উদ্দেশ্যের বিরোধিতা করতে পারে, কিন্তু পরে তারা আপনার সবচেয়ে বড় সমর্থক হয়ে উঠতে পারে। নবীজি (সা.)-এর জীবনে এমনই একজন ছিলেন উমর ইবনুল খাত্তাব (রা)। তিনি প্রাথমিকভাবে ইসলামের বিরোধী ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি আল-ফারুক (সত্য-মিথ্যার পার্থক্যকারী) হিসেবে পরিচিত হন এবং ইসলামের জন্য অগণিত অবদান রাখেন (ইবন হিশাম, আস-সীরাহ আন-নাবাবিয়্যাহ, ১/৩৪৯, কায়রো: মাকতাবাত মুহাম্মদ আলী সাবিহ)।

এই ঘটনা আমাদের শেখায় যে, বিরোধীদেরও রূপান্তরের সম্ভাবনা রয়েছে। তাদের প্রতি ধৈর্য ও দয়ার সঙ্গে আচরণ করলে তারা আমাদের উদ্দেশ্যের শক্তি হয়ে উঠতে পারে।

৭. ক্ষমা ও গ্রহণযোগ্যতা

জীবনে কিছু মানুষ আপনার উদ্দেশ্যের বিরুদ্ধে মারাত্মক ক্ষতি করতে পারে, কিন্তু তারা যদি তাদের ভুল স্বীকার করে এবং আপনার উদ্দেশ্য গ্রহণ করে, তবে তাদের ক্ষমা করা উচিত। নবীজি (সা.)-এর জীবনে এমনই একটি উদাহরণ হলেন ওয়াহশী, যিনি হামজা (রা)-কে হত্যা করেছিলেন। কিন্তু পরে তিনি ইসলাম গ্রহণ করেন, এবং নবীজি (সা.) তাঁকে ক্ষমা করেন (সহিহ মুসলিম, হাদিস: ২,৫৮১)।

এই ঘটনা আমাদের শেখায় যে, ক্ষমা ও গ্রহণযোগ্যতা একটি মহান উদ্দেশ্যের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সারকথা

মহানবী (সা.)-এর জীবন আমাদের জন্য একটি সম্পূর্ণ জীবনদর্শন। তাঁর জীবন থেকে আমরা শিখি কীভাবে সমর্থকদের মূল্য দেওয়া, বিরোধীদের মোকাবিলা করা, পরিবারের সমর্থন গ্রহণ করা, নারীর অবদানের গুরুত্ব বোঝা, বিরোধীদের রূপান্তর এবং ক্ষমার মাধ্যমে মানবতার উন্নতি করা যায়। এই শিক্ষাগুলো আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রয়োগ করলে আমরা আরও উন্নত মুসলিম এবং মানুষ হয়ে উঠতে পারি। নবীজি (সা.)-এর জীবন আমাদের মনে করিয়ে দেয় যে, সত্য ও ন্যায়ের পথে অটল থাকা এবং সকলের প্রতি দয়া ও ক্ষমা প্রদর্শনই একটি মহান উদ্দেশ্যের সাফল্য নিশ্চিত করে।

আরও পড়ুনসুস্থ জীবন যাপনে মহানবী (সা.)-এর ৯ অভ্যাস২৪ জুলাই ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসল ম গ রহণ আম দ র শ খ য একজন ছ ল ন ইবন হ শ ম কর ছ ল ন অটল থ ক ইসল ম র র জ বন জ বন র ন অন য র সমর

এছাড়াও পড়ুন:

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান বেলাল হোসেন

যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক মো. বেলাল হোসেন সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি দেশের একজন সফল উদ্যোক্তা। খবর বিজ্ঞপ্তি

যমুনা ব্যাংকের ওয়েবসাইটের তথ্যানুসারে, মো. বেলাল হোসেন ১৯৫৬ সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। ব্যবসা-বাণিজ্যের জগতে তাঁর পরিবারের দেশ-বিদেশে সুনাম আছে। পরিবারের মালিকানাধীন বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান ছাড়াও আছে নানা ধরনের ক্ষুদ্র ও বৃহৎ খাদ্যশস্য শিল্প। তিনি একজন বিশিষ্ট আমদানিকারক ও রপ্তানিকারক। বর্তমানে তিনি বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেড, বিএইচ হাইটেক ফুড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, নাদিয়া ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ও বিএইচ স্পেশালাইজড কোল্ডস্টোরেজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বেলাল হোসেন নওগাঁ, দিনাজপুর ও হিলি অঞ্চলের বিভিন্ন ক্রীড়া ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ২০০৪ সালে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদের এডিজিপি ফেলো মেম্বারশিপ সম্মাননা লাভ করেন। ২০০৫ সালে এফএনএস বিজনেস অ্যাওয়ার্ডে সেরা কৃষিভিত্তিক শিল্প উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পান।

বেলাল হোসেন নওগাঁ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নওগাঁ এবং বাংলাদেশ অটো মেজর ও হাসকিং মিল মালিক সমিতি, ঢাকার কার্যনির্বাহী সদস্য।

সম্পর্কিত নিবন্ধ

  • নামতে গেলেই চালক বাস টান দিচ্ছিলেন, পরে লাফিয়ে নামেন
  • তানজানিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ফের বিজয়ী সামিয়া
  • আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স
  • নির্বাচন সামনে রেখে সরকারের ৩১ বিভাগকে প্রস্তুতির নির্দেশ ইসির
  • কর্মদিবসের শেষ দিনে প্রধান শিক্ষকের মৃত্যু
  • প্রশিক্ষকদের দায়িত্বে উদাসীনতাসহ যেসব অসংগতি উঠে এল প্রাথমিক তদন্তে
  • চবি ছাত্রদলের ৪২০ জনের কমিটিতে নারী মাত্র ১১
  • চলন্ত গাড়ির নিচে পড়েও অক্ষত অবস্থায় ফিরল ৩ বছরের শিশুটি
  • মানবাধিকার কমিশনকে শক্তিশালী ও কার্যকর করতে নতুন অধ্যাদেশ অনুমোদন
  • যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান বেলাল হোসেন