জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) রহস্যজনক মৃত্যুর ঘটনায় দলটির অপর পক্ষের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে সিলেট থেকে এম আব্দুল হাফিজ (৪০) নামে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে দিরাই আদালতে সোপর্দ করা হলে বিচারক সাফায়েত সালাম তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

আরো পড়ুন:

সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

খুলনায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

এর আগে, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত বুধবার ( ১০ সেপ্টেম্বর) রিমান্ড শুনানীর তারিখ নির্ধারণ করেছেন।

জমিয়ত দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে মাওলানা মুশতাক ফোন করে তার স্ত্রী রুবি বেগমকে জানিয়েছিলেন, ১ ঘণ্টার মধ্যে বাড়ি ফিরবেন। কিন্তু ১ ঘণ্টা পর বাড়িতে না ফিরলে তার স্ত্রী রুবি বেগম কল দিলে মোবাইলটি বন্ধ পান। কিছু সময় অপেক্ষা করে মোবাইল নম্বর বন্ধ ও বাড়িতে না ফেরায় স্বজনের কাছে স্বামীর খোঁজ নেন রুবি বেগম।

কিন্তু মুশতাক গাজীনগরীর কোনো খোঁজ না পেয়ে পরেরদিন বুধবার শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রুবি বেগম। নিখোঁজের তিনদিন পর শুক্রবার সকালে দিরাই উপজেলার শরিফপুর ইট ভাটা এলাকার নদীতে মাওলানা মুশতাকের ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

এদিকে, মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে খুনের অভিযোগ তুলে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জেলাব্যাপী নানা বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সর্বশেষ খুনীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সুনামগঞ্জের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ করে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের দিরাই সড়ক মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধরা।

এ ঘটনায় মুশতাকের স্ত্রী রুবি বেগম বাদী হয়ে রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ সিলেট শহর থেকে আব্দুল হাফিজকে গ্রেপ্তার করে।

আব্দুল হাফিজ গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে জড়ো হন জমিয়ত উলামায়ে ইসলামের নেতাকর্মীসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা। বিকালে গ্রেপ্তার আব্দুল হাফিজকে সুনামগঞ্জ আদালতে নিয়ে আসার সময় উত্তেজনা দেখা দেয়।

এ সময় তারা মুশতাক গাজীনগরীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন ও আসামিকে উদ্দেশ্য করে ডিম ছুড়েন।

গ্রেপ্তারকৃত আব্দুল হাফিজ দরগাপুর গ্রামের আলিফ পাঠানের ছেলে। তিনি জেলার শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জমিয়তের একাংশের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলমের রাজনৈতিক উপদেষ্টা।

বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করে সুনামগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মো.

আকবর হোসেন বলেন, “জমিয়ত নেতা মুশতাক আহমদের মৃত্যুর ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে সাতদিনের রিমাণ্ডের আবেদন করেছেন। আদালত আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) রিমান্ড শুনানীর দিন ধার্য করেছেন।”

ঢাকা/মনোয়ার/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স প ট ম বর গ জ নগর র স ন মগঞ জ ম শত ক ঘটন য়

এছাড়াও পড়ুন:

টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১

কক্সবাজার-টেকনাফ সড়কে বাসের ধাক্কায় জকির আহমদ জেকি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জকির আহমদ জেকি হোয়াইক্যং হোয়াব্রাং এলাকার মৃত নাগু সওদাগরের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

তিনি জানান, ‘পালকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস হ্নীলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লবণ মাঠে উল্টে যায়। সেসময় স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হ্নীলা ও টেকনাফের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জকির আহমদ জেকি মারা যান। 

দুর্ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

সালাহউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। হ্নীলা স্টেশন থেকে হোয়াব্রাংয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ঢুকে পড়ে, মুহূর্তেই বাসটি উল্টে যায়।”

স্থানীয়দের অভিযোগ, হ্নীলা-টেকনাফ সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে দুর্ঘটনা বেড়ে গেছে। এ জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

ঢাকা/তারেকুর/এস

সম্পর্কিত নিবন্ধ

  • রাজধানীর দক্ষিণখানে নিজ বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
  • নির্বাচনের আগে একটি দল জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়: সালাহউদ্দিন আহমদ
  • টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১