তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে বিস্ফোরণ
Published: 8th, October 2025 GMT
রাজধানীর তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে বিস্ফোরণের শব্দের পর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
একজন প্রত্যক্ষদর্শী চার্চের নিরাপত্তাকর্মীদের বরাত দিয়ে জানান, দুজনকে ককটেল ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন তাঁরা।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন রাত পৌনে ১১টার দিকে প্রথম আলোকে বলেন, এমন একটি সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী ওই ব্যক্তি প্রথম আলোকে বলেন, তাঁর বাসা হোলি রোজারি চার্চের কাছেই। হঠাৎ বিস্ফোরণের শব্দ পান তিনি। পরে দেখেন সেখানে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। বিষয়টি তিনি সংশ্লিষ্টদের জানিয়েছেন। চার্চের নিরাপত্তাকর্মীদের সঙ্গেও কথা বলেছেন। নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, দুজন লোককে ককটেল ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন তাঁরা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ত কর ম
এছাড়াও পড়ুন:
বিশ্বকাপে জায়গা পেল সালাহর মিসর, রইল বাকি ২৯
আট বছর পর বিশ্বকাপে ফিরছে মিসর। আজ কাসাব্লাংকায় জিবুতিকে ৩-০ গোলে হারিয়ে আফ্রিকা অঞ্চলের ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে মোহাম্মদ সালাহর মিসর। লিভারপুল তারকা আজ দলের জয়ে করেছেন জোড়া গোল।
জিবুতিকে হারিয়ে নিকট প্রতিদ্বন্দ্বী বুরকিনা ফাসোর চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গিয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ নিশ্চিত করল মিসরীয়রা। রেকর্ড সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়নরা বিশ্বকাপ খেলতে যাচ্ছে মাত্র চতুর্থবার। ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপ খেলা দলটি এরপর খেলেছে ১৯৯০ ও ২০১৮ সালে।
বাছাইপর্বে ৯ ম্যাচে ২৩ পয়েন্ট পাওয়া মিসর গোল করেছে ১৯টি। এর ৯টিই করেছেন ৩৩ বছর সালাহ। এবারের বাছাইপর্বে আফ্রিকা অঞ্চলে সালাহই সর্বোচ্চ গোলদাতা।
১৯তম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত করল মিসর। ৪৮ দলের বিশ্বকাপে জায়গা করে নেবে আরও ২৭টি দল।