সরকার সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতা হরিয়েছে: শামীম
Published: 11th, October 2025 GMT
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটওয়ারী বলেছেন, “এই সরকার কিছু দলের সরকার। সরকার সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতা হরিয়েছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন নিয়ে আমদের শঙ্কা আছে।”
শনিবার (১১ অক্টোবর) জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশের টিয়ারশেল নিক্ষেপসহ সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আরো পড়ুন:
জাপার কর্মী সমাবেশ পণ্ড, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড
ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, অংশগ্রহণমূলক নির্বাচন চায় জাতীয় পার্টি
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব বলেন, “এই পরিবেশে ভোট না হওয়ার পরিকল্পনা সরকারের। জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। একটি বিশেষ মহলের নির্দেশে জাতীয় পার্টির সঙ্গে এ কাজ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।”
তিনি বলেন, “আমারা পুলিশকে জানিয়েছিলাম। কিন্তু এটা সত্যি যে, আমাদের অনুমতি ছিল না। তবে আমাদের কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু পুলিশ দায়িত্বহীন আচরণ করেছে।”
ঢাকা/রায়হান/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
লালন সাঁইয়ের তত্ত্ব আলোচনা, গানে গানে মুখর সন্ধ্যা
লালন সাঁইয়ের গান নিয়ে আলোচনা আর গানে এক ব্যতিক্রমী অনুষ্ঠান হয়ে গেল। আজ শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘নদীয়ার ভাবুকতার ইতিহাসে ফকির লালন শাহ, সংগীত ও তাত্ত্বিক পর্যালোচনা অনুষ্ঠান’–এর আয়োজন করেছিল বাংলা একাডেমি ও নবপ্রাণ আন্দোলন।
অনুষ্ঠানের নির্ধারিত সময় ছিল বিকেল চারটা। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তাঁর পৌঁছাতে দেরি হয়। পাঁচটায় অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, জাতীয় পর্যায়ে লালনকে ধারণ ও উপস্থাপন করা চ্যালেঞ্জিং কাজ। এটা তিনি উপলব্ধি করেছেন জাতীয় পর্যায়ে লালন সাঁইয়ের তিরোধান দিবসের অনুষ্ঠান করতে গিয়ে। এ ক্ষেত্রে বড় বাধাটা আসে বুদ্ধিবৃত্তিক মহল থেকে, ধর্মীয় গোষ্ঠী থেকে নয়। তবু শেষাবধি সেই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, লালন সাঁইয়ের প্রাসঙ্গিকতা ক্রমেই বাড়ছে। তাঁকে নিয়ে অনেক কাজ করার আছে। লালন সাঁইসহ আরও অনেক বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি থেকে কাজ করা প্রয়োজন। সেই উদ্যোগ শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রধান আলোচক কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, ‘লালন সাঁই নিজেকে কখনো বাউল বলে পরিচয় দেননি। বাউল সম্পর্কে আমাদের এখানে নেতিবাচক ধারণা প্রচার করা হয়েছে। এর কুফল আমরা ভোগ করছি। লালন সাঁইয়ের গান ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাঁর গানের ভাবের প্রতি আমরা সুবিচার করতে পারিনি।’
সভাপতির বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, লালন সাঁইকে দেখার জ্ঞানতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি এখন অনেকটা পাল্টেছে। আগে লালনের রচনা লোকসাহিত্য হিসেবে পড়ানো হতো। এখন অনেক বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে তাঁর রচনা কবিতা বা গীতিকবিতা হিসেবে পাড়ানো হচ্ছে। তাঁর দর্শন পশ্চিমা দার্শনিকদের মতোই জ্ঞানতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা সম্ভব।
স্বাগত বক্তব্য দেন একাডেমির সচিব সেলিম রেজা। ধন্যবাদ জানান কবি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রোমেল।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার