ফেনীতে এনসিপির নতুন কমিটি নিয়ে বিতর্ক
Published: 6th, December 2025 GMT
ফেনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত জেলা কমিটি ঘিরে প্রকাশ্য বিরোধ দেখা দিয়েছে। কমিটি ঘোষণার মাত্র এক দিনের মাথায় শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেনী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন কমিটিতে স্থান পাওয়া একাংশের নেতারা।
লিখিত বক্তব্য পাঠ করেন সদ্য ঘোষিত কমিটির যুগ্ম সদস্য সচিব আবদুল কাইয়ুম সোহাগ। উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল জোবায়ের, ফজলে এলাহী সায়েমসহ অন্যরা।
আরো পড়ুন:
ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় শাড়ি-গরু জব্দ
ফেনীতে বন্যায় ঘরহারা ৯৫ শতাংশ পরিবার এখনো পুনর্বাসন বঞ্চিত
সংবাদ সম্মেলনে আবদুল কাইয়ুম সোহাগ অভিযোগ করেন, ‘‘জুলাই গণঅভ্যুত্থানের ভাবনা ও সাংগঠনিক বিধি উপেক্ষা করে জেলা কমিটি গঠন করা হয়েছে।’’ তাঁর দাবি, “৬৯ সদস্যের এ কমিটি গঠনে তৃণমূলের মতামত নেওয়া হয়নি; আন্দোলনের অগ্রভাগে থাকা অনেককে রেখে নতুন মুখ দিয়ে কমিটি করা হয়েছে। এমনকি চাঁদা ও ঘুষ সংক্রান্ত অভিযোগ থাকা দুই ব্যক্তিকেও কমিটিতে রাখা হয়েছে, যা জুলাই চেতনার পরিপন্থি।”
তিনি আরো বলেন, ‘‘বিষয়টি কেন্দ্রীয় দায়িত্বশীলদের জানালেও কোনো সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি।’’ তারা দাবি জানান, বিতর্কিতদের বাদ দিয়ে তৃণমূলের মতামতের ভিত্তিতে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ নিয়ে নতুন কমিটি গঠন করা হোক।
অন্য যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল জোবায়ের বলেন, ‘‘জুলাই-আগস্টের আন্দোলন ও ৫ আগস্ট পরবর্তী এনসিপির কার্যক্রমে অগ্রভাগে থাকা সাবেক সমন্বয়ক আব্দুল আজিজ ও ‘স্লোগান মাস্টার’ তাহমিদুল ইসলামকে বাদ দেওয়ায় আমরা ক্ষুব্ধ।’’ তার ভাষায়, “এনসিপির কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হলে প্রকৃত আন্দোলনকারীদের জায়গা দিতে হবে। কেন্দ্রীয় নেতারা দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে আমরা আশা করি।"
গত শুক্রবার (৫ ডিসেম্বর) এনসিপি ফেনী জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক করা হয় জাহিদুল ইসলাম সৈকতকে এবং সদস্য সচিব করা হয় শাহ ওয়ালী উল্লাহ মানিককে।
কমিটি ঘোষণার পর থেকে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের কয়েকজন ও এনসিপির স্থানীয় কর্মীরা আপত্তি জানিয়ে আসছেন।
ঢাকা/সাহাব/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এনস প এনস প র আবদ ল
এছাড়াও পড়ুন:
ডেঙ্গু আক্রান্ত সানিকে দেখতে হাসপাতালে সাখাওয়াত-বদুসহ নেতৃবৃন্দ
শনিবার (৬ ডিসেম্বর) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দেশের আলো পত্রিকার প্রকাশক-সম্পাদক আনিসুল ইসলাম সানিকে দেখতে শনিবার সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, হোসিয়ারী সমিতির সভাপতি ও বিএনপি নেতা বদিউজ্জামাল বদু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, বিএনপি নেতা কামাল হোসেন, বিএনপি নেতা আক্তার হোসেন খোকন সাহা, আনোয়ার মাহমুদ বকুল সহ বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতৃবৃন্দ সানির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। এ সময় হাসপাতাল কক্ষে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। তাদের উপস্থিতি ও দোয়ায় সানি ও তার পরিবার বেশ উজ্জীবিত বোধ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, সানির শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে।