কেয়ার বাংলাদেশে ম্যানেজার নিয়োগ, বেতন ১ লাখ ৭০ হাজার টাকা
Published: 22nd, November 2025 GMT
কেয়ার বাংলাদেশ ‘জাগরণ’ প্রকল্পে প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে। সোস চিলড্রেনস ভিলেজেস ওয়ার্ল্ডওয়াইডের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পে নভেম্বর ২০২৬ পর্যন্ত কাজ করবেন নির্বাচিত প্রার্থী। পদে তরুণদের কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন ও পরিবেশবান্ধব দক্ষতা বৃদ্ধিতে নেতৃত্ব দিতে হবে। এ ছাড়া সংস্থার মানদণ্ড, সমতা, প্রতিবন্ধী অন্তর্ভুক্তি এবং কার্যক্রমের মূল্যায়ন নিশ্চিত করতে হবে। প্রার্থীকে নেতৃত্বগুণসম্পন্ন, বিশ্লেষণধর্মী এবং তরুণদের কর্মক্ষমতা বৃদ্ধিতে অভিজ্ঞ হতে হবে।
আরও পড়ুনযুক্তরাজ্যে নতুন যুগের পড়াশোনা: কোন বিষয়গুলো ট্রেন্ডে?২০ নভেম্বর ২০২৫একনজরেপ্রতিষ্ঠান: কেয়ার বাংলাদেশ
পদসংখ্যা: ১
বেতন: মাসিক ১,৭০,০০০ টাকা
কর্মস্থল: কেয়ার বাংলাদেশ, ঢাকা অফিস
চুক্তির মেয়াদ: ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত
আরও পড়ুনপ্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৮৩২০ নভেম্বর ২০২৫যোগ্যতা: সামাজিক বিজ্ঞান/উন্নয়ন অধ্যয়ন/অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর; প্রকল্প ব্যবস্থাপনায় অন্তত ৫ বছরের অভিজ্ঞতা
দায়িত্ব: পরিকল্পনা, বাজেট, কার্যক্রম সমন্বয়, তরুণদের দক্ষতা ও কর্মসংস্থান প্রোগ্রাম তদারকি
আবেদনের পদ্ধতি: বিডিজবস ডটকম
শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৫
আরও পড়ুনস্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ, পদ ৮৯৭১৮ নভেম্বর ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফুটবলে এই বছরটা কেমন কাটলো ব্রাজিল ও আর্জেন্টিনার
বিশ্বকাপের ক্ষণ গুনতে গুনতে ২০২৫ সালকে বিদায় জানাল ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দল। সামনের ২০২৬ দুই দেশের জন্যই মহাগুরুত্বপূর্ণ। বিশ্বকাপের বছর বলে কথা! চার বছর ধরে ফুটবলের পরাশক্তি দেশগুলো অপেক্ষায় থাকে এই সময়টির। বিশ্বকাপ শিরোপা জিতে চার বছরের জন্য নিজেদের সিংহাসন ও মর্যাদাকে সমুন্নত করার এটিই একমাত্র উপলক্ষ।
আর বিশ্বকাপ মানেই উত্তাপের বড় একটি অংশজুড়ে ব্রাজিল ও আর্জেন্টিনার নাম। বিশ্বব্যাপী দক্ষিণ আমেরিকার এই দুই দেশের কোটি সমর্থক নিজ দলের হাতে ট্রফি দেখার অপেক্ষায় থাকেন। সর্বশেষ ২০২২ সালে এই অপেক্ষাটা ঘুচেছিল আর্জেন্টিনা সমর্থকদের, লিওনেল মেসিরা ট্রফি হাতে তুলেছেন ৩৬ বছর পর। ব্রাজিলের এখনকার অপেক্ষাটা ২০০২ সালের পর থেকে। এমন পরিস্থিতিতে ২০২৬ বিশ্বকাপের আগের বছরে দুই দেশ কেমন খেলল, দেখে নেওয়া যেতে পারে।
আন্তর্জাতিক ফুটবলে এই দশকটাকে কেউ চাইলে আর্জেন্টিনা ও লিওনেল মেসির দশক হিসেবেও মনে রাখতে পারে। ২০২২ বিশ্বকাপ জিতে ফুটবলে নিজেদের হারানো রাজত্ব পুনরুদ্ধার করেছে ‘আলবিসেলেস্তা’রা। এর আগে ২০২১ সালে কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার উত্থানের গল্পটা শুরু হয়েছিল।
আরও পড়ুনট্রফি জেতায় সবচেয়ে সফল ১০ জাতীয় ফুটবল দল, আর্জেন্টিনা-ব্রাজিল কোথায়১৯ জুলাই ২০২৫সেবার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের জানান দেয় মেসির আর্জেন্টিনা। এরপর ইউরোপ চ্যাম্পিয়নদের হারিয়ে ফিনালিসিমাও জিতে নেয় তারা। আর বিশ্বকাপের পর গত বছর আর্জেন্টিনা জিতেছে টানা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা। মেসিকে ঘিরে আর্জেন্টিনায় এখন নতুন একটি ফুটবল–প্রজন্মের আবির্ভাব ঘটেছে। ২০২৬ বিশ্বকাপে ব্যাটনটা থাকবে তাঁদের হাতেই।
২০২৫ সালে আর্জেন্টিনার পারফরম্যান্স ছিল মূলত আগের চার বছরের ধারাবাহিকতা। লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার অবিশ্বাস্য ছন্দ অব্যাহত ছিল এই বছরও। বিশ্বকাপ বাছাইয়ের আঞ্চলিক লড়াইয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে ছিল স্কালোনির দল। এ বছর সব মিলিয়ে আর্জেন্টিনা ম্যাচ খেলেছে ৯টি। এর মধ্যে জিতেছে ৭টিতে, ১টি করে ড্র ও হার। এই ৯ ম্যাচে আর্জেন্টিনা গোল করেছে ১৯টি, বিপরীতে হজম করেছে মাত্র ৩টি, যা আর্জেন্টিনার আক্রমণ ও রক্ষণের শক্তিমত্তারই জানান দিচ্ছে।
মেসিই এখনো আর্জেন্টিনার সেরা ফুটবলার