প্রায় ৫৮ বছরের পুরোনো জাগুয়ার ব্র্যান্ডের স্ক্র্যাপ গাড়ি শখের বসে কিনেছিলেন পান্থপথের এক ক্রেতা। তারপর আড়াই বছর ধরে বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি করে তিনি গাড়িটি নতুন করে সংযোজন করেন। তাতে ৬০ বছরের গাড়িটি এখন রূপ নিয়েছে নতুন গাড়িতে। সেই গাড়িটিই আজ শনিবার প্রদর্শিত হয়েছে রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ–চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে। জাগুয়ার নাইট গ্রে রঙের গাড়িটি বাজারে আসে ১৯৬৭ সালে। গতকাল প্রদর্শনীতে এই গাড়িকে ঘিরে ছিল দর্শনার্থীদের ভিড়।

৫৮ বছরের পুরোনো জাগুয়ারের মতো আরও ১১০টি গাড়ি প্রদর্শিত হয় দিনব্যাপী এই প্রদর্শনীতে। পাশাপাশি প্রদর্শন করা হয় নতুন আরও ১৫০টির বেশি গাড়ি, যার বেশির ভাগই ছিল দামি ব্র্যান্ডের গাড়ি। গাড়ির মালিকেরা এসব গাড়ি প্রদর্শনীতে নিয়ে আসেন। পাশাপাশি ছিল ১২টি বিশ্বখ্যাত ব্র্যান্ডের গাড়ি। জেনারেশন হুইলস নামে এই আয়োজনে সব মিলিয়ে তিন শতাধিক নতুন–পুরোনো গাড়ি প্রদর্শন করা হয়। প্রদর্শনীটির আয়োজন করে যুক্তরাজ্যের ইঞ্জিন ওয়েল প্রতিষ্ঠান শেল হেলিক্স।

আয়োজকেরা জানান, এই গাড়ি প্রদর্শনী আয়োজনে অংশ নেয় সাতটি ভিনটেজ বা পুরোনো গাড়ির ক্লাব এবং গ্রুপ। এসব ক্লাব এবং গ্রুপ প্রদর্শনীর জন্য ১১০টি পুরোনো গাড়ি এনেছে। এসব গাড়ি ৬০ থেকে ৩০ বছরের পুরোনো। এ ছাড়া পোরশে, হোন্ডা, মার্সিডিজ বেঞ্জ, মিতসুবিশিসহ ১৫০টির বেশি আধুনিক গাড়িও প্রদর্শন করা হয়। এ ছাড়া মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, মিতসুবিশি, হোন্ডা, বিওয়াইডিসহ মোট ১২টি ব্র্যান্ড প্রদর্শনীতে অংশ নেয়। এ ছাড়া মোটরসাইকেল ব্র্যান্ড সুজুকি ও হোন্ডাও তাদের নতুন এবং পুরোনো মডেলের মোটরসাইকেল নিয়ে আসে প্রদর্শনীতে।

প্রদর্শনীতে অংশ নেওয়া পুরোনো গাড়ি ক্লাবের মধ্যে ছিল ফক্সভাগেনের বাংলাদেশ ক্লাব। তারা ফক্সভাগেনের বিটল মডেলের আটটি গাড়ি নিয়ে আসে। এসব গাড়ির বেশির ভাগই তৈরি হয়েছিল ১৯৬৫ সালে তৈরি। তাই এই স্টলকে কেন্দ্র করে দর্শনার্থীদের ছিল বাড়তি কৌতূহল।

১ / ১০জাগুয়ার গাড়িতে রয়েছে সেই পুরোনো অ্যালুমিনিয়ামের স্পোক হুইল। গাড়ির বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধির জন্য এই চাকা ব্যবহার করা হয়েছে।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বছর র প র ন প রদর শ

এছাড়াও পড়ুন:

৫৮ বছরের পুরোনো জাগুয়ারসহ তিন শতাধিক গাড়ির মেলা ঢাকায়

প্রায় ৫৮ বছরের পুরোনো জাগুয়ার ব্র্যান্ডের স্ক্র্যাপ গাড়ি শখের বসে কিনেছিলেন পান্থপথের এক ক্রেতা। তারপর আড়াই বছর ধরে বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি করে তিনি গাড়িটি নতুন করে সংযোজন করেন। তাতে ৬০ বছরের গাড়িটি এখন রূপ নিয়েছে নতুন গাড়িতে। সেই গাড়িটিই আজ শনিবার প্রদর্শিত হয়েছে রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ–চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে। জাগুয়ার নাইট গ্রে রঙের গাড়িটি বাজারে আসে ১৯৬৭ সালে। গতকাল প্রদর্শনীতে এই গাড়িকে ঘিরে ছিল দর্শনার্থীদের ভিড়।

৫৮ বছরের পুরোনো জাগুয়ারের মতো আরও ১১০টি গাড়ি প্রদর্শিত হয় দিনব্যাপী এই প্রদর্শনীতে। পাশাপাশি প্রদর্শন করা হয় নতুন আরও ১৫০টির বেশি গাড়ি, যার বেশির ভাগই ছিল দামি ব্র্যান্ডের গাড়ি। গাড়ির মালিকেরা এসব গাড়ি প্রদর্শনীতে নিয়ে আসেন। পাশাপাশি ছিল ১২টি বিশ্বখ্যাত ব্র্যান্ডের গাড়ি। জেনারেশন হুইলস নামে এই আয়োজনে সব মিলিয়ে তিন শতাধিক নতুন–পুরোনো গাড়ি প্রদর্শন করা হয়। প্রদর্শনীটির আয়োজন করে যুক্তরাজ্যের ইঞ্জিন ওয়েল প্রতিষ্ঠান শেল হেলিক্স।

আয়োজকেরা জানান, এই গাড়ি প্রদর্শনী আয়োজনে অংশ নেয় সাতটি ভিনটেজ বা পুরোনো গাড়ির ক্লাব এবং গ্রুপ। এসব ক্লাব এবং গ্রুপ প্রদর্শনীর জন্য ১১০টি পুরোনো গাড়ি এনেছে। এসব গাড়ি ৬০ থেকে ৩০ বছরের পুরোনো। এ ছাড়া পোরশে, হোন্ডা, মার্সিডিজ বেঞ্জ, মিতসুবিশিসহ ১৫০টির বেশি আধুনিক গাড়িও প্রদর্শন করা হয়। এ ছাড়া মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, মিতসুবিশি, হোন্ডা, বিওয়াইডিসহ মোট ১২টি ব্র্যান্ড প্রদর্শনীতে অংশ নেয়। এ ছাড়া মোটরসাইকেল ব্র্যান্ড সুজুকি ও হোন্ডাও তাদের নতুন এবং পুরোনো মডেলের মোটরসাইকেল নিয়ে আসে প্রদর্শনীতে।

প্রদর্শনীতে অংশ নেওয়া পুরোনো গাড়ি ক্লাবের মধ্যে ছিল ফক্সভাগেনের বাংলাদেশ ক্লাব। তারা ফক্সভাগেনের বিটল মডেলের আটটি গাড়ি নিয়ে আসে। এসব গাড়ির বেশির ভাগই তৈরি হয়েছিল ১৯৬৫ সালে তৈরি। তাই এই স্টলকে কেন্দ্র করে দর্শনার্থীদের ছিল বাড়তি কৌতূহল।

১ / ১০জাগুয়ার গাড়িতে রয়েছে সেই পুরোনো অ্যালুমিনিয়ামের স্পোক হুইল। গাড়ির বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধির জন্য এই চাকা ব্যবহার করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ