কীর্তিনাশায় ট্রলারডুবি, ছিল বেশি যাত্রী
Published: 13th, October 2025 GMT
শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীতে যাত্রীবাহী একটি ট্রলারডুবে গেছে। যাত্রীদের সবাই সাঁতরে তীরে উঠে আসায় কেউ আহত হননি। প্রত্যক্ষদর্শীরা জানান, ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী থাকায় ট্রলারটি পাশ দিয়ে যাওয়া বাল্কহেডের ঢেউয়ের ধাক্কায় যুবে যায়।
সোমবার (১৩ অক্টোবর) সকালে ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর কাছে ঘটনাটি ঘটে।
আরো পড়ুন:
নৌকা বাইচ দেখতে আড়িয়াল বিলে হাজারো জনতার ঢল
দৌলতপুরে পদ্মায় নৌকাডুবি, শিশুসহ ১৫ যাত্রী উদ্ধার
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে কীর্তিনাশা নদীর ওপর ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ চলমান। নির্মাণকাজের সুবিধার্থে ২০২৩ সালের ডিসেম্বর মাসে পুরোনো সেতুটি ভেঙে ফেলা হয়। এরপর থেকে দুই পাড়ের বাসিন্দাদের নদী পারাপারের জন্য ট্রলারের ব্যবস্থা করা হয়। আজ সকালে নদীটির উত্তর তীর থেকে দক্ষিণপাড়ে যাত্রী পারাপার করছিল ইঞ্জিন চালিত ছোট একটি ট্রলার। ১৬ জন যাত্রী নিয়ে ট্রলারটি পাড়ের কাছাকাছি আসলে বাল্কহেডের ঢেউয়ের ধাক্কায় সেটি ডুবে যায়। পরে যাত্রীরা সাঁতরে নিজেদের প্রাণ রক্ষা করেন।
শিহান নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “ট্রলারের যাত্রীর ধারণক্ষমতা ১০ জন, উঠানো হয়েছিল ১৫ থেকে ২০ জনকে। ট্রলারটি পাড়ের একদম কাছাকাছি এসে ডুবে যায়। ট্রলারে থাকা যাত্রীদের সবাই সাঁতার জানায় কোনো অঘটন ঘটেনি। আমরা চাই এখানকার ব্রিজটি দ্রুত চালু করা হোক। তাহলে এলাকাবাসী আর ভোগান্তির শিকার হবেন না।”
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, “আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে যাই। ইজারাদারের সাথে কথা বলে জানতে পেরেছি, ট্রলারটিতে ধারণ ক্ষমতার চাইতে বেশি যাত্রী উঠানো হয়েছিল, ফলে সেটি বাল্কহেডের ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়। এ ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হননি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
ঢাকা/সাইফুল/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘আমাকে বাঁচান’, লাইভে সাহায্য চাইলেন অভিনেত্রী সানজিদা রিন্টু
ছোট পর্দার উঠতি অভিনেত্রী সানজিদা রিন্টু ফেসবুক লাইভে এসে স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। লাইভে কাঁদতে কাঁদতে সাহায্যের আবেদন জানিয়ে তিনি বলেন, “আমাকে বাঁচান! পুলিশ পাঠান! আমাকে এখান থেকে নিয়ে যান!”
রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় করা ওই ফেসবুক লাইভে দেখা যায়, ঘরের ভেতর তুমুল বিশৃঙ্খলা। ভাঙা কাচ, ছড়ানো জিনিসপত্র, এলোমেলো আসবাব—সবকিছুতেই যেন স্পষ্ট ছিল এক উত্তেজনাপূর্ণ ও ভয়াবহ পরিস্থিতির চিত্র।
আরো পড়ুন:
স্বামীর সঙ্গে কী নিয়ে ঝগড়া হয় মিমের?
প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন সাদিয়া আয়মান
লাইভে রিন্টু দাবি করেন, গত মাসেই স্বামীর কাছ থেকে ডিভোর্স হয়েছে। তবু তার প্রাক্তন স্বামী এখনো বাড়িতে অবস্থান করছেন, তাকে হুমকি দিচ্ছেন এবং শারীরিকভাবে নির্যাতন করছেন।
কাঁদতে কাঁদতে নিজের হাতে থাকা আঘাতের চিহ্ন দেখিয়ে তিনি বলেন, “ওরা চায়, পুরো পরিবার আমার আয়ে চলবে। আমি ইনকাম করে আনব, তারা খাবে। আর আমাকেই মেরে ফেলবে। দেখেন, আমাকে কীভাবে মেরেছে!”
স্বামীর অবৈধ সম্পর্কের অভিযোগে লাইভে করেন রিন্টু। তিনি জানান, তার প্রাক্তন স্বামী অনৈতিক ও অবৈধ সম্পর্কে জড়িত। তবে কথা বলার মাঝেই হঠাৎ করে তার স্বামী এসে ফোন কেড়ে নেন এবং লাইভ সম্প্রচার বন্ধ হয়ে যায়।
সানজিদা রিন্টু বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। যদিও এখনো বড় কোনো কাজের মাধ্যমে বিশেষ আলোচনায় আসেননি, তবে তার এই লাইভ ভিডিও ও অভিযোগ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে।
ঢাকা/রাহাত/শান্ত