ফরিদপুরে কলেজে অস্ত্র হাতে যুবকের মহড়ার ঘটনায় মামলা
Published: 12th, December 2025 GMT
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার একটি কলেজে পরীক্ষা চলাকালে দেশি অস্ত্র নিয়ে যুবকের মহড়া দেওয়ার ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নাজমুল হোসেন নামের কলেজটির এক কর্মচারী মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানাত বলেন, এ মামলায় দুজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন আলফাডাঙ্গা পৌর সদরের কুসুমদি মহল্লার বাসিন্দা আল সাদ (৩২) ও পৌর সদরের শ্রীরামপুর এলাকার সাদি (৩০)। তাঁদের মধ্যে আল সাদ আলফাডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের ভাগনে।
গত মঙ্গলবার দুপুর ১২টা ৫১ মিনিটে উপজেলার গোপালপুর ইউনিয়নে অবস্থিত কামারগ্রাম আদর্শ ডিগ্রি কলেজে পরীক্ষা চলাকালে দেশি অস্ত্র হাতে ক্যাম্পাসে যান আল সাদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সাদি। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
কলেজ সূত্রে জানা যায়, ওই দিন কলেজে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষায় আল সাদের স্ত্রী অংশ নেন। স্ত্রী কেমন পরীক্ষা দিচ্ছেন, তা দেখতে তিনি কলেজ ক্যাম্পাসে আসেন। তাঁকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হলে ফিরে গিয়ে রামদা নিয়ে ক্যাম্পাসে ঢোকেন।
আরও পড়ুনফরিদপুরে কলেজে অস্ত্র হাতে যুবকের মহড়া, দুই দিন পর থানায় অভিযোগ১৮ ঘণ্টা আগেসিসিটিভি ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার দুপুর ১২টা ৫১ মিনিটের দিকে আদর্শ ডিগ্রি কলেজের প্রধান ফটকে একটি মোটরসাইকেলে দুই যুবক অবস্থান নেন। মোটরসাইকেলের পেছন থেকে নেমে আল সাদ হাতের রামদা উঁচিয়ে মহড়া দিতে দিতে কলেজের মূল ভবনে ঢোকেন। কিছুক্ষণ পর তাঁকে কলেজের ভেতর থেকে বের হতে দেখা যায়।
ওসি মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আলফ ড ঙ গ পর ক ষ আল স দ
এছাড়াও পড়ুন:
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে বিএনপির দুই দিনের কর্মসূচি
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আজ শুক্রবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচির কথা জানান।
রিজভী বলেন, ‘জাতীয় জীবন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দিন সামনে রেখে আমরা কর্মসূচি হাতে নিয়েছি। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা এবং মহান বিজয়ের চেতনা স্মরণে দলীয়ভাবে এসব কর্মসূচি পালন করা হবে।’
দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ৯টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দলীয় নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। একই দিন বেলা আড়াইটার দিকে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি।
এ ছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সকাল ৭টার মধ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। পরে সকাল ৯টায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন তাঁরা।