ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিনে। যারা প্রবাসে আছেন, তাদের নির্বাচনে অংশ গ্রহণের জন্য থাকছে পোস্টাল ভোটের ব্যবস্থা। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিলেটে বিভাগে এখন পর্যন্ত ৩১ হাজার ১৩ জন ভোটার নিবন্ধন করেছেন। 

প্রবাসী এই ভোটারদের মধ্যে পুরুষ ২৭ হাজার ৪৬৪ জন এবং নারী রয়েছেন ৩ হাজার ৫৪৭ জন। সিলেট বিভাগে ভোটার নিবন্ধনের অনুমোদনের অপেক্ষায় রয়েছ্নে ৪৯ জন প্রবাসী।

আরো পড়ুন:

তফসিলকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে বিএনপির মিছিল

কুষ্টিয়ায় মুফতি আমির হামজার নির্বাচনী গণমিছিল ও সমাবেশ

আরো পড়ুন: পোস্টাল ভোটের নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত

শুক্রবার (১২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, সিলেট জেলায় প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন ১৬ হাজার ৯৮৩ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৭০১ জন, নারী ভোটার ২ হাজার ২৮২ জন এবং অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৩০ জন।

মৌলভীবাজার জেলায় ৮ হাজার ২৭৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৭ ভোটার ৪৫২ জন ও ৮২১ নারী ভোটার। এ জেলায় প্রসাবী ভোটার হিসেবে অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ১২ জন। 

হবিগঞ্জ জেলায় প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন ৩ হাজার ৫২০ জন, যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ হাজার ২৭৫ জন ও নারী ভোটার রয়েছেন ২৪৫ জন এবং অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৫ জন প্রবাসী ভোটার।

এদিকে, সুনামগঞ্জ জেলায় ৩ হাজার ৮৬৯ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। পুরুষ ভোটার রয়েছেন ৩ হাজার ৫৩৮ জন এবং নারী ভোটার রয়েছেন ৩৩১ জন এবং অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৩ জন প্রবাসী ভোটার।

নির্বাচন কমিশন জানায়, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধে জানানো হয়েছে। 

ইসির বার্তায় বলা হয়েছে, পোস্টাল ব্যালট পেতে হলে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় আপনার অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা প্রদান করুন। প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিত জনের ঠিকানা প্রদান করুন। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান ব্যতিরেকে পোস্টাল ব্যালট পেপার ভোটারগণের কাছে প্রেরণ করা সম্ভব হবে না।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন, সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য, সঠিক ঠিকানা প্রদান করা অপরিহার্য।

ঢাকা/রাহাত/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন প রব স র জন য

এছাড়াও পড়ুন:

কেরাণীগঞ্জে ঢাকা জেলা তাবলিগের জোড় ইজতেমা শুরু

কেরানীগঞ্জে ঢাকা জেলা তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে উপজেলার শাক্তা ইউনিয়নের মেকাইল এলাকায় শুরু হয় ইজতেমার কার্যক্রম।

ইজতেমা মাঠে মুসল্লিদের জন্য ওযু, পানি, নিরাপত্তা ও খাবার বিতরণসহ বিভিন্ন সেবামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকেরা আগত মুসল্লিদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।

ইজতেমায় অংশগ্রহণকারীরা জানান, এই জোড় ইজতেমায় তাবলিগের দাওয়াতি কাজ বিস্তারে করণীয়, মাসলাক ও মানহাজের দিক নির্দেশনা, দলের সাথীদের পরামর্শ এবং দ্বীনি দায়িত্ব পালনে সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ বয়ান হবে। দেশ–বিদেশের শীর্ষ মুরব্বিরা গুরুত্বপূর্ণ নসিহত ও নির্দেশনা প্রদান করবেন।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “ইজতেমা উপলক্ষে আমরা নিরাপত্তার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। মাঠের ভেতর এবং বাইরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। মুসল্লিদের চলাচল, যানবাহন নিয়ন্ত্রণ ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে আমাদের টিম দায়িত্ব পালন করছে।” 

তিনি বলেন, “পোশাক পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশের একদিক টিম কাজ করছে। শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি।”

ঢাকা/শিপন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ