আইসিসির মাসসেরার মনোনয়নে তাইজুল
Published: 5th, December 2025 GMT
গত মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডকে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই করে বাংলাদেশ। এই সিরিজে সর্বোচ্চ ১৩ উইকেট নেন বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম।
দুর্দান্ত এই পারফরম্যান্সের জন্য আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের তালিকায় মনোনয়ন পেয়েছেন তাইজুল। বাঁহাতি এ স্পিনারের সঙ্গে মনোনয়ন পাওয়া বাকি দুজনও স্পিনার—দক্ষিণ আফ্রিকার সাইমন হারমার ও পাকিস্তানের মোহাম্মদ নেওয়াজ।
আইসিসির ওয়েবসাইটে আজ প্রকাশিত তালিকায় তাইজুলকে নিয়ে লেখা হয়, ‘ঘরের মাঠে নির্ভরযোগ্য ম্যাচজয়ী হিসেবে সুনাম বজায় রেখেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার।’ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব আল হাসানকে পেছনে ফেলে এই সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারিও হন তাইজুল। ৫৭ টেস্টে তাঁর শিকার ২৫০ উইকেট।
দারুণ ছন্দে আছেন নেওয়াজ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ত ইজ ল
এছাড়াও পড়ুন:
দুই কাস্টমস কর্মকর্তার ওপর হামলা কেন
অবৈধভাবে পণ্য খালাসে বাধা দেওয়ার কারণেই চট্টগ্রামে কাস্টমস হাউসের দুই কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি প্রায় ৪০ কোটি টাকা মূল্যের দুটি চালান জব্দ করা হয় চট্টগ্রাম কাস্টমসে। এ কারণে কাস্টমস কর্মকর্তাদের ওপর ক্ষুব্ধ একটি সংঘবদ্ধ চক্র এ হামলার ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন এনবিআর কর্মকর্তারা। সম্ভাব্য এসব কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।