ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রীনন্দা শঙ্করের মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। তার মুখে বইছে হাসির ঢেউ। গায়ে কালো রঙের ওয়ান পিস। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবিতে শ্রীনন্দার ক্লিভেজ স্পষ্ট। অভিনেত্রী তার এই ছবির ক্যাপশনে লেখেন, “বয়স শুধুই একটি সংখ্যা। পরিপক্কতা একটি পছন্দ। যতক্ষণ না তোমার আত্মায় বলিরেখা পড়ে। খুব শিগগির ৪৫ বছর পূর্ণ করতে যাচ্ছি।” 

শ্রীনন্দাকে এমন লুকে দেখে ভূয়সী প্রশংসা করছেন তার ভক্ত-অনুরাগীরা। কেউ কেউ বাঁকা চোখেও দেখেছেন। রত্না হিয়া নামে একজন লেখেন—“পিসি মানে মম পিসি রেগে যাবে কিন্তু।” আর এই মন্তব্য শ্রীনন্দারও নজরে পড়েছে। খানিকটা চটেছেনও বটে! কারণ ‘পিসি’ শব্দটি দিয়ে অভিনেত্রী মমতা শঙ্করের কথা বুঝিয়েছেন রত্না হিয়া। মমতা সম্পর্কে শ্রীনন্দার ফুফু। এর আগে নারীর শাড়ির আঁচল, ঋতুস্রাব ভিন্ন মত প্রকাশ করে রোষানলে পড়েছিলেন। পরে মমতাকে আক্রমণ করে মন্তব্য করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও। রত্না হিয়া কৌশলে ফুফু মমতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। ইঙ্গিতপূর্ণভাবে তার দাবি—“এই পোশাকে আপনাকে দেখলে আপনার ফুফু রেগে যাবেন।” 

আরো পড়ুন:

কীভাবে এই খবর ছড়াল, প্রশ্ন ইধিকার

বিয়ে করলেন জাদুকর-কন্যা মৌবনী

পরে রত্না হিয়ার মন্তব্যের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন শ্রীনন্দা। এ পোস্টে খানিকটা ক্ষোভ ঝারেন। ফেসবুকের জন্য নিয়মিত কনটেন্ট তৈরি করেন শ্রীনন্দা। তা স্মরণ করে এ অভিনেত্রী লেখেন,  “আমি যে দিন পুরোপুরি উপেক্ষা করব, সেদিন থেকে আর কোনো কনটেন্ট তৈরি করব না। সুতরাং আমাকে উপেক্ষা করতে বলবেন না। আপনি যদি চান আপনার জন্য কনটেন্ট বানাই, তাহলে আমাকে সম্মান করতে দেন (এটা সবার জন্য নয়)।” 

ক্লিভেজ প্রসঙ্গে শ্রীনন্দা লেখেন, “এক ইঞ্চি ক্লিভেজ দেখলেই যখন আপনি অদ্ভুত আচরণ করেন, তাহলে আমার কনটেন্ট দেখুন। কিন্তু ভালো দর্শক হওয়ার চেষ্টা করুন। না দেখার সিদ্ধান্তও আপনার নিজের। আমার পরিবারিক নাম আমার দিকে ছুঁড়ে দেওয়া ভীষণ বোকামি।” 

স্পষ্ট ভাষায় সতর্ক করে শ্রীনন্দা লেখেন, “আমি যা খুশি পরব, আমার নিজের পেজে “F*** আর S***” বা যেকোনো শব্দ বলব। আপনি কী দেখবেন আর কোন দৃষ্টিতে দেখবেন, সেটা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করে!” 

শ্রীনন্দার স্পষ্ট এই অবস্থানকে সমর্থন জানিয়ে অনেকে এই পোস্টে মন্তব্য করেছেন। অনেকে তার প্রশংসাও করছেন।  

সৃজিত মুখার্জির ‘এক যে ছিল রাজা’, সুমন ঘোষের ‘বসুপরিবার’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন শ্রীনন্দা। বলা যায়, টলিউডের প্রথম সারির সব নির্মাতার সঙ্গেই কাজ করেছেন এই নৃত্যশিল্পী। তবে গত কয়েক বছর ধরে কলকাতা ছেড়ে মুম্বাইয়ে বসবাস করছেন। সেখানে সংসার, কাজ নিয়ে সময় কাটছে তার। আপাতত অভিনয়ে নেই, তবে ভালো কাজের প্রস্তাব পেলে লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র শ র নন দ র কনট ন ট আপন র

এছাড়াও পড়ুন:

যেকোনো মূল্যে দনবাস দখল করব: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী ভালোয় ভালোয় সরে না গেলে শক্তি প্রয়োগ করে হলেও দনবাস অঞ্চল দখল করবে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ শেষ করার পন্থা নিয়েও কোনো সমঝোতা করার বিষয় বাতিল করে দিয়েছেন তিনি।

দুদিনের ভারত সফর শুরুর আগে গতকাল বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এ হুঁশিয়ারি দেন।

পুতিন বলেন, ‘ইউক্রেনের সেনারা হয় এ অঞ্চল ছেড়ে চলে যাবে, নয় আমরা সামরিকভাবে বা অন্য কোনো উপায়ে এ অঞ্চলকে মুক্ত করব।’

ইউক্রেনের পূর্বাংশের দনবাস অঞ্চলের প্রায় ৮৫ শতাংশ এখন মস্কোর দখলে রয়েছে।

ইউক্রেন বলেছে, মস্কো ইউক্রেনের যেসব অঞ্চলে যুদ্ধে ব্যর্থ হয়েছে, তারা সেগুলো তাকে দিতে চায় না। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কোনো অঞ্চলগত ছাড় দেওয়ার সম্ভাবনা বাতিল করে দিয়েছেন।

জেলেনস্কি বলেছেন, যুদ্ধ রাশিয়া শুরু করেছিল। এ জন্য মস্কোকে কোনো পুরস্কার দেওয়া উচিত নয়।

বর্তমানে ইউক্রেনের প্রায় ১৯ শতাংশ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে। এর মধ্যে ক্রিমিয়াও রয়েছে। ২০১৪ সালে এটি দখল করে নেয় রাশিয়া।

এ ছাড়া গোটা লুহানস্ক, দোনেৎস্কের ৮০ শতাংশ, খেরসন ও জাপোরিঝঝিয়ার প্রায় ৭৫ শতাংশ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে। খারকিভ, সুমি, মাইকোলাইভ ও দনিপ্রোপ্রোভস্ক অঞ্চলের ছোট কিছু অংশও তাদের নিয়ন্ত্রণে।

আরও পড়ুনইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে ভূখণ্ড নিয়ে ‘কোনো আপস’ হয়নি: রুশ কর্মকর্তা০৩ ডিসেম্বর ২০২৫

অন্যদিকে দোনেৎস্কের প্রায় ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।

ইউক্রেন যুদ্ধ অবসানে একটি শান্তিচুক্তির উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর শান্তি পরিকল্পনা নিয়ে গত মঙ্গলবার মস্কোয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।

এ ছাড়া মস্কোয় থাকা ট্রাম্পের দূত স্টিভ উইটকফের ফ্লোরিডায় ইউক্রেনীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করার কথা ছিল।

মস্কোয় অনুষ্ঠিত বৈঠকের পর ট্রাম্প বলেছেন, তাঁর প্রতিনিধিরা বিশ্বাস করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ‘যুদ্ধ শেষ করতে চান’।

আরও পড়ুনপুতিনের সঙ্গে ট্রাম্প প্রতিনিধিদের ৫ ঘণ্টার বৈঠকেও হলো না সমঝোতা০৩ ডিসেম্বর ২০২৫

ট্রাম্পের এ বক্তব্যের পর নিজের অবস্থান স্পষ্ট করলেন পুতিন। এদিকে ওই বৈঠকের বিষয়ে আজ শুক্রবার ক্রেমলিন বলেছে, রাশিয়ায় বৈঠকের পর মস্কো এখন ওয়াশিংটনের সাড়ার অপেক্ষায় আছে।

যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার মূল প্রস্তাবে দনবাসের যেসব এলাকার নিয়ন্ত্রণ এখনো ইউক্রেনের হাতে আছে তা কার্যত পুতিনের হাতে তুলে দেওয়ার কথা বলা ছিল। কিন্তু উইটকফের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল মস্কোয় ওই প্রস্তাবের একটি সংশোধিত সংস্করণ উপস্থাপন করেছে।

বর্তমানে ভারত সফরে আছেন পুতিন। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন আরও বলেন, উইটকফ ও ট্রাম্পের মেয়ের জামাই জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনার আগে তিনি নতুন সংস্করণটি দেখেননি।

যুক্তরাষ্ট্রের পরিকল্পনার কয়েকটি অংশের সঙ্গে মস্কো একমত হতে পারেনি বলেও জানান পুতিন। তবে কোন কোন অংশ নিয়ে মস্কোর আপত্তি সে সম্পর্কে তিনি কিছু বলেননি।

আরও পড়ুনরাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে চাইলে দ্রুত পরাজিত হবে ইউরোপ, হুঁশিয়ারি পুতিনের০২ ডিসেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ