খুলনায় একটি বিয়ের ঘটনায় প্রতারণার অভিযোগে মো. হাবিবুল্লাহ (সাচ্চু) নামে নিকাহ রেজিস্ট্রারকে (কাজী) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাকে নগরীর সোসাইটি সিনেমা হলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২২ অক্টোবর) গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সাচ্চু কাজী নগরীর বাগমারা এলাকার মৃত শহীদুল্লাহ কাজীর ছেলে।

আরো পড়ুন:

মেয়েকে নিয়ে হাসপাতালে মা, ধর্ষণচেষ্টার মামলা করতে গিয়ে বাবা-ভাই কারাগারে

‘তুমি না মরলে আমি মাহীরের হব না’, বলেন বর্ষা

খুলনা থানার এসআই আব্দুল হাই জানান, দুই বছর আগে পূর্ব বানিয়াখামার এলাকার বাসিন্দা হিরামনির সঙ্গে সোনাডাঙ্গা থানার নজিরঘাট এলাকার বাসিন্দা শাহীনুর ইসলাম সুমনের ছেলে সাফওয়ান হোসেন সাইদের বিয়ে হয়। এই বিয়ের কাজী ছিলেন হাবিবুল্লাহ সাচ্চু। বিয়ের পর মেয়ের পরিবার কাজীর কাছে গিয়ে কাগজপত্র চাইলে তিনি তা দিতে পারেননি এবং মুড়িবইয়ে সই হলেও রেজিস্ট্রি বইয়ে তাদের সই ছিল না। 

এ ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর হিরামনি বাদী হয়ে খুলনার আদালতে মামলা করেন। মামলায় সাচ্চু কাজীসহ ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করা হয়। সাচ্চু কাজী এ মামলার ৬ নম্বর আসামি। আদালত মামলাটি গ্রহণ করে খুলনা সদর থানায় এজাহারভুক্ত করার নির্দেশ দেন।

তিনি আরো জানান, সাচ্চু কাজীর বিরুদ্ধে এ ধরনের আরো অভিযোগ রয়েছে। তিনি বহু বিবাহের হোতা হিসেবে পরিচিত। আজ বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আস ম

এছাড়াও পড়ুন:

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিকবিষয়ক) হিসেবে পদায়ন করা হ‌য়ে‌ছে।

বুধবার (২২ অক্টোবর) বিএন‌পির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষ‌রিত সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

আরো পড়ুন:

বিএনপির ওপর আমাদের চরম আস্থা ও বিশ্বাস রয়েছে: আহসান হাবীব

যারা অন্যায় করে তারাই পালিয়ে যায়: অধ্যাপক মামুন মাহমুদ

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়েছে, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিকবিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে অবগত করা হলো।

হুমায়ুন ক‌বির এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন। সম্প্রতি তি‌নি দে‌শে ফি‌রে এসে দলীয় কর্মকা‌ণ্ডে স‌ক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে হুমায়ুন কবিরকে সিলেটের কোনো আসনে বিএন‌পির প্রার্থী হি‌সে‌বে দেখা যে‌তে পা‌রে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ইঙ্গিত দিয়েছেন।

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠককালে পরিচয় পর্বে মির্জা ফখরুল ব‌লেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির নির্বাচন করবেন। এখন থেকে হুমায়ুন কবির দেশেই থাকবেন।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত নিবন্ধ