উল্টো পথে বাস, প্রাণ গেল ইজিবাইকচালকের
Published: 22nd, October 2025 GMT
রংপুরের তারাগঞ্জে উল্টো পথে আসা একটি বাসের চাপায় মোতালেব হোসেন (৩৫) নামের এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। মোতালেব নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাসিন্দা।
বুধবার (২২ অক্টোবর) সকাল ৬টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের ইকরচালী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন:
সড়ক দুর্ঘটনা বেড়েছে ৮০ শতাংশ
কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, হেলপার নিহত
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী ‘ভাই ভাই মুরাদ ক্লাসিক’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ইকরচালী বাসস্ট্যান্ডে এসে হঠাৎ উল্টো পথে ঢুকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপা দেয় বাসটি। ঘটনাস্থলেই ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাসটি বাম দিকে যাওয়ার কথা থাকলেও ডান দিকে সড়কের ধারে রাখা পিলারে আটকে আছে। উৎসুক লোকজন, স্কুল শিক্ষার্থীরা বাসটি ঘিরে রেখেছেন। এতে সড়কের একাংশ সংকুচিত হওয়ায় আবারও দুর্ঘটনার শঙ্কা আছে।
প্রত্যক্ষদর্শী রেস্তোরাঁর মালিক আতিয়ার বলেছেন, “আমার দোকানের সামনেই এ দুর্ঘটনা ঘটে। সকালে দোকান খোলার প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ দেখি বাসটা বাম থেকে ডান দিকের লেনে হাই স্পিডে ঢুকে যায়। এ সময় ডান দিক থেকে আসা ইজিবাইক গাড়ির নিচে চাপা পড়ে যায়।”
পাশের আরেক দোকান্দার জানান, “শুধু আজ নয়; প্রায়ই গাড়ি ফাঁকা দেখে উল্টোপাশ দিয়ে ওভারটেক করে এই স্ট্যান্ডে। এর আগেও এমন দুর্ঘটনায় প্রাণ গেছে অনেক মানুষের। কিন্তু, এগুলো বন্ধ করার উপায় নাই।”
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেছেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইকচালক মোতালেব হোসেনের লাশ উদ্ধার করেছি। দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা ও বাসটি জব্দ করা হয়েছে। বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। বাসচালক পালিয়ে গেছে।”
ঢাকা/আমিরুল/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত দ র ঘটন
এছাড়াও পড়ুন:
রোজগারের পথে মোতালেবের শেষ যাত্রা, ছয়জনের সংসার অন্ধকারে
ভোরে রোজগারের আশায় ইজিবাইক নিয়ে বের হয়েছিলেন মোতালেব হোসেন (৪০)। দুপুর হওয়ার আগেই খবর এল—তিনি আর ফিরবেন না। ছয় সদস্যের পরিবারের একমাত্র ভরসা সেই মানুষটিকে হারিয়ে এখন স্তব্ধ নীলফামারীর কিশোরগঞ্জের মুন্সিপাড়া গ্রাম। স্ত্রীর বুকফাটা কান্না আর ছোট তিন সন্তানের ভবিষ্যৎ এখন অন্ধকারে।
আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে রংপুর–দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার ইকরচালী বাসস্ট্যান্ডে উল্টো পথে আসা বাসের চাপায় পড়ে প্রাণ হারান মোতালেব হোসেন। মোতালেব হোসেনের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মুন্সিপাড়া গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আজ ভোরে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন মোতালেব হোসেন। ভোর পাঁচটার দিকে তারাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে রংপুর–দিনাজপুর মহাসড়ক দিয়ে পাগলাপীর বাজারের উদ্দেশে রওনা হন তিনি। ভোর সাড়ে পাঁচটার দিকে ইজিবাইকটি মহাসড়কের ইকরচালী বাজারের কাছে পৌঁছালে দিনাজপুরগামী একটি মিনিবাস উল্টো পথে ঢুকে পড়ে। এতে মুখোমুখি সংঘর্ষে বাসচাপায় ঘটনাস্থলে মোতালেব মারা যান। দুই যাত্রী আহত হলে তাঁদের তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তারাগঞ্জ হাইওয়ে থানা–পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে মোতালেব হোসেনের লাশ পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আতিয়ার রহমান নামের স্থানীয় এক দোকানি বলেন, ‘আমার দোকানের সামনেই ঘটনা। সকালে দোকান খোলার প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ দেখি বাসটা বাঁ থেকে ডান দিকের লেনে হাই স্পিডে ঢুকে যায়। এ সময় ডান দিক থেকে আসা ইজিবাইকটি বাসের নিচে চাপা পড়ে যায়। ঘটনাস্থলে একজন মারা যান।’
পাশের আরেক দোকানমালিক জিয়াউর প্রামাণিক বলেন, শুধু আজ নয়, প্রায়ই বিভিন্ন গাড়ি উল্টো পাশ দিয়ে ওভারটেক করে এই স্ট্যান্ডে। এর আগেও এমন দুর্ঘটনায় প্রাণ গেছে অনেক মানুষের। কিন্তু এগুলো বন্ধ করার উপায় নেই।
নিহত মোতালেবের স্বজন ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোতালেব হোসেনের কোনো আবাদি জমি নেই। বসতভিটার দুই শতক জমির ওপর ভাঙাচোরা দুটি টিনের ঘর ও ইজিবাইকটি ছিল তাঁর সম্বল। তাঁর তিন ছেলে–মেয়ে। এক মেয়ের বয়স ৪০ দিন। ছেলে শরীফ হোসেনের বয়স চার বছর ও মাসুম হোসেনের বয়স সাত বছর। মা–বাবাও থাকেন তাঁর সংসারে।
সকাল সাড়ে আটটার দিকে নিহত মোতালেব হোসেনের বাড়ি গিয়ে দেখা যায়, স্ত্রী, সন্তান ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। পুরো এলাকায় চলছে শোক। বারবার মূর্ছা যাচ্ছিলেন মোতালেবের স্ত্রী মমতাজ বেগম।
রংপুর–দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের ইকরচালী এলাকায় আজ বুধবার সকালে এ বাসটি উল্টো পথে ঢুকে পড়ায় ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকচালক মোতালেব হোসেন ঘটনাস্থলে নিহত হন