রোজগারের পথে মোতালেবের শেষ যাত্রা, ছয়জনের সংসার অন্ধকারে
Published: 22nd, October 2025 GMT
ভোরে রোজগারের আশায় ইজিবাইক নিয়ে বের হয়েছিলেন মোতালেব হোসেন (৪০)। দুপুর হওয়ার আগেই খবর এল—তিনি আর ফিরবেন না। ছয় সদস্যের পরিবারের একমাত্র ভরসা সেই মানুষটিকে হারিয়ে এখন স্তব্ধ নীলফামারীর কিশোরগঞ্জের মুন্সিপাড়া গ্রাম। স্ত্রীর বুকফাটা কান্না আর ছোট তিন সন্তানের ভবিষ্যৎ এখন অন্ধকারে।
আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে রংপুর–দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার ইকরচালী বাসস্ট্যান্ডে উল্টো পথে আসা বাসের চাপায় পড়ে প্রাণ হারান মোতালেব হোসেন। মোতালেব হোসেনের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মুন্সিপাড়া গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আজ ভোরে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন মোতালেব হোসেন। ভোর পাঁচটার দিকে তারাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে রংপুর–দিনাজপুর মহাসড়ক দিয়ে পাগলাপীর বাজারের উদ্দেশে রওনা হন তিনি। ভোর সাড়ে পাঁচটার দিকে ইজিবাইকটি মহাসড়কের ইকরচালী বাজারের কাছে পৌঁছালে দিনাজপুরগামী একটি মিনিবাস উল্টো পথে ঢুকে পড়ে। এতে মুখোমুখি সংঘর্ষে বাসচাপায় ঘটনাস্থলে মোতালেব মারা যান। দুই যাত্রী আহত হলে তাঁদের তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তারাগঞ্জ হাইওয়ে থানা–পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে মোতালেব হোসেনের লাশ পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আতিয়ার রহমান নামের স্থানীয় এক দোকানি বলেন, ‘আমার দোকানের সামনেই ঘটনা। সকালে দোকান খোলার প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ দেখি বাসটা বাঁ থেকে ডান দিকের লেনে হাই স্পিডে ঢুকে যায়। এ সময় ডান দিক থেকে আসা ইজিবাইকটি বাসের নিচে চাপা পড়ে যায়। ঘটনাস্থলে একজন মারা যান।’
পাশের আরেক দোকানমালিক জিয়াউর প্রামাণিক বলেন, শুধু আজ নয়, প্রায়ই বিভিন্ন গাড়ি উল্টো পাশ দিয়ে ওভারটেক করে এই স্ট্যান্ডে। এর আগেও এমন দুর্ঘটনায় প্রাণ গেছে অনেক মানুষের। কিন্তু এগুলো বন্ধ করার উপায় নেই।
নিহত মোতালেবের স্বজন ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোতালেব হোসেনের কোনো আবাদি জমি নেই। বসতভিটার দুই শতক জমির ওপর ভাঙাচোরা দুটি টিনের ঘর ও ইজিবাইকটি ছিল তাঁর সম্বল। তাঁর তিন ছেলে–মেয়ে। এক মেয়ের বয়স ৪০ দিন। ছেলে শরীফ হোসেনের বয়স চার বছর ও মাসুম হোসেনের বয়স সাত বছর। মা–বাবাও থাকেন তাঁর সংসারে।
সকাল সাড়ে আটটার দিকে নিহত মোতালেব হোসেনের বাড়ি গিয়ে দেখা যায়, স্ত্রী, সন্তান ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। পুরো এলাকায় চলছে শোক। বারবার মূর্ছা যাচ্ছিলেন মোতালেবের স্ত্রী মমতাজ বেগম।
রংপুর–দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের ইকরচালী এলাকায় আজ বুধবার সকালে এ বাসটি উল্টো পথে ঢুকে পড়ায় ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকচালক মোতালেব হোসেন ঘটনাস্থলে নিহত হন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সুনামগঞ্জে যাদুকাটা থেকে অবৈধভাবে বালু তোলায় ছয়জনের কারাদণ্ড
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু তোলার অভিযোগে ছয় ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার রাত ১২টা থেকে আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের সাজা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধ বালু উত্তোলন বন্ধে গতকাল রাতে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় পরিচালিত এই অভিযানে বালুভর্তি নৌকাসহ ছয়জনকে আটক করা হয়।
আরও পড়ুনযাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫১ জনের বিরুদ্ধে মামলা১৫ অক্টোবর ২০২৫ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ বালুসহ একটি ট্রলার জব্দ এবং চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজনকেই এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই রাতে দিরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসানের নেতৃত্বে পরিচালিত অপর অভিযানে যাদুকাটা নদীর তীরের মাটি কাটার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে সুনামগঞ্জের সবচেয়ে বড় দুটি বালুমহাল আছে। মামলা-সংক্রান্ত জটিলতায় পাঁচ মাস বন্ধ থাকার পর চলতি মাসে আবারও বালু উত্তোলন শুরু হয়। কিন্তু শুরুতেই লাউড়েরগড় সীমান্তসংলগ্ন এলাকায় ইজারার বাইরে গিয়ে একটি পক্ষ অবৈধভাবে বালু উত্তোলন করে। ৬ থেকে ১১ অক্টোবর পর্যন্ত ওই এলাকায় বালু লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও ইজারাদার তিনটি মামলা করেছে।
আরও পড়ুনসুনামগঞ্জে বালু লুট : আসামির তালিকায় আছে আন্দোলনকারীদেরও নাম১৭ অক্টোবর ২০২৫স্থানীয় লোকজনের অভিযোগ, নদীর পাড় কেটে বালু তোলার কারণে আশপাশের গ্রাম ও স্থাপনাগুলো ভাঙনের ঝুঁকিতে পড়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ বছর যাদুকাটা নদীর দুটি বালুমহাল প্রায় ১০৭ কোটি টাকায় ইজারা দেওয়া হয়েছে। তবে মামলা-সংক্রান্ত জটিলতায় ইজারাদারদের মহাল বুঝিয়ে দিতে দেরি হয়। চলতি মাসে প্রশাসন মহাল হস্তান্তরের পর সেখানে আবার বালু তোলা শুরু হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সুনামগঞ্জের কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। এ জন্য নিয়মিত অভিযান চলবে।