স্কয়ার টেক্সটাইলের মুনাফা বেড়ে ১৪৩ কোটি টাকা
Published: 22nd, October 2025 GMT
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্কয়ার টেক্সটাইল গত অর্থবছরে ১৪৩ কোটি টাকা মুনাফা করেছে। আগের বছর কোম্পানিটি মুনাফা করেছিল ১১৬ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে স্কয়ার গ্রুপভুক্ত বস্ত্র খাতের এই কোম্পানির মুনাফা বেড়েছে ২৭ কোটি টাকা বা সোয়া ২৩ শতাংশের বেশি। গত মঙ্গলবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব চূড়ান্ত করা হয়।
তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আজ বুধবার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে মুনাফার এই তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে কোম্পানিটি। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। গত অর্থবছরের লাভ-লোকসানের হিসাব চূড়ান্ত করার পাশাপাশি কোম্পানিটি শেয়ারধারীদের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশও ঘোষণা করেছে। ঘোষিত এই লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর। ওই দিন যাঁদের হাতে কোম্পানিটির শেয়ার থাকবে, তাঁরা এই লভ্যাংশ পাবেন।
এদিকে মুনাফা বাড়লেও ঘোষিত লভ্যাংশ আগের বছরের মতো অপরিবর্তিত রেখেছে কোম্পানিটি। ২০২৩-২৪ অর্থবছরের জন্যও কোম্পানিটি ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এ বছরও একই হারে লভ্যাংশ দেবে কোম্পানিটি। তাতে লভ্যাংশবাবদ বিতরণ করা হবে ৬৩ কোটি টাকা, যা কোম্পানিটির মুনাফার প্রায় ৪৪ শতাংশ। এই লভ্যাংশের মধ্যে কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকেরা পাবেন ৩৯ কোটি টাকা। কারণ, কোম্পানিটির শেয়ারের প্রায় ৬২ শতাংশই রয়েছে তাঁদের হাতে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ১৫ কোটি টাকা লভ্যাংশ পাবেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। গত সেপ্টেম্বর শেষে তাঁদের হাতে ছিল সাড়ে ২৩ শতাংশের বেশি শেয়ার। ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীরা লভ্যাংশবাবদ পাবেন প্রায় সাড়ে ৭ কোটি টাকা। আর বিদেশি বিনিয়োগকারীরা লভ্যাংশবাবদ পাবেন পৌনে ২ কোটি টাকা।
মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় ৪০ কোটি টাকা নতুন বিনিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির আধুনিকায়ন ও স্কয়ার টেক্সকম নামে সহযোগী কোম্পানি অধিগ্রহণে এই অর্থ বিনিয়োগ করা হবে। কোম্পানিটি জানিয়েছে, নতুন এই বিনিয়োগের সুফল ভবিষ্যতে কোম্পানিটি পাবে।
এদিকে মুনাফা বৃদ্ধি ও লভ্যাংশ ঘোষণার খবরে আজ কোম্পানিটির শেয়ারের দামের খুব বেশি হেরফের হয়নি। এদিন ঢাকার বাজারে কোম্পানিটির শেয়ারের দাম ১০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ টাকা ৮০ পয়সা। দিন শেষে কোম্পানিটির প্রায় দেড় লাখ শেয়ারের হাতবদল হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স কয় র
এছাড়াও পড়ুন:
ডিসেম্বরে ১০ দিনে প্রবাসী আয় ১২৯ কোটি ডলার
চলতি ডিসেম্বর মাসের ১০ দিনে দেশে বৈধ পথে ১২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যা ১৫ হাজার ৭৩৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা) অতিক্রম করেছে। প্রতিদিন গড়ে দেশে আসছে ১২ কোটি ৯০ লাখ ডলার বা এক হাজার ৫৭৩ কোটি ৮০ লাখ টাকার প্রবাসী আয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, অর্থপাচারে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে।এ কারণে হুন্ডিসহ বিভিন্ন অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমে গেছে। ফলে বৈধ পথে রেমিট্যান্স আহরণ বেড়েছে।
চলতি অর্থবছরের নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার, অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, আগস্ট মাসে ২৪২ কোটি ২০ লাখ ডলার, জুলাই মাসে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। অর্থবছরের জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, আগস্টে এসেছে ২২২ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর মাসে ২১৯ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার, ডিসেম্বর মাসে ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার, জানুয়ারি মাসে ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার এবং ফেব্রুয়ারিতে এসেছে ২৫২ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার, মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ, এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ ডলার, মে মাসে ২৯৭ কোটি মার্কিন ডলার এবং জুন মাসে ২৮২ কোটি ১২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
ঢাকা/নাজমুল/এসবি