শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্কয়ার টেক্সটাইল গত অর্থবছরে ১৪৩ কোটি টাকা মুনাফা করেছে। আগের বছর কোম্পানিটি মুনাফা করেছিল ১১৬ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে স্কয়ার গ্রুপভুক্ত বস্ত্র খাতের এই কোম্পানির মুনাফা বেড়েছে ২৭ কোটি টাকা বা সোয়া ২৩ শতাংশের বেশি। গত মঙ্গলবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব চূড়ান্ত করা হয়।

তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আজ বুধবার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে মুনাফার এই তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে কোম্পানিটি। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। গত অর্থবছরের লাভ-লোকসানের হিসাব চূড়ান্ত করার পাশাপাশি কোম্পানিটি শেয়ারধারীদের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশও ঘোষণা করেছে। ঘোষিত এই লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর। ওই দিন যাঁদের হাতে কোম্পানিটির শেয়ার থাকবে, তাঁরা এই লভ্যাংশ পাবেন।

এদিকে মুনাফা বাড়লেও ঘোষিত লভ্যাংশ আগের বছরের মতো অপরিবর্তিত রেখেছে কোম্পানিটি। ২০২৩-২৪ অর্থবছরের জন্যও কোম্পানিটি ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এ বছরও একই হারে লভ্যাংশ দেবে কোম্পানিটি। তাতে লভ্যাংশবাবদ বিতরণ করা হবে ৬৩ কোটি টাকা, যা কোম্পানিটির মুনাফার প্রায় ৪৪ শতাংশ। এই লভ্যাংশের মধ্যে কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকেরা পাবেন ৩৯ কোটি টাকা। কারণ, কোম্পানিটির শেয়ারের প্রায় ৬২ শতাংশই রয়েছে তাঁদের হাতে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ১৫ কোটি টাকা লভ্যাংশ পাবেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। গত সেপ্টেম্বর শেষে তাঁদের হাতে ছিল সাড়ে ২৩ শতাংশের বেশি শেয়ার। ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীরা লভ্যাংশবাবদ পাবেন প্রায় সাড়ে ৭ কোটি টাকা। আর বিদেশি বিনিয়োগকারীরা লভ্যাংশবাবদ পাবেন পৌনে ২ কোটি টাকা।

মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় ৪০ কোটি টাকা নতুন বিনিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির আধুনিকায়ন ও স্কয়ার টেক্সকম নামে সহযোগী কোম্পানি অধিগ্রহণে এই অর্থ বিনিয়োগ করা হবে। কোম্পানিটি জানিয়েছে, নতুন এই বিনিয়োগের সুফল ভবিষ্যতে কোম্পানিটি পাবে।

এদিকে মুনাফা বৃদ্ধি ও লভ্যাংশ ঘোষণার খবরে আজ কোম্পানিটির শেয়ারের দামের খুব বেশি হেরফের হয়নি। এদিন ঢাকার বাজারে কোম্পানিটির শেয়ারের দাম ১০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ টাকা ৮০ পয়সা। দিন শেষে কোম্পানিটির প্রায় দেড় লাখ শেয়ারের হাতবদল হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স কয় র

এছাড়াও পড়ুন:

বিএসআরএমের দুই কোম্পানির ১,১৩২ কোটি টাকার রেকর্ড মুনাফা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্পাত খাতের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বিএসআরএম গ্রুপের দুই কোম্পানির মুনাফা হাজার কোটি টাকা ছাড়িয়েছে। কোম্পানি দুটি হলো বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিল। গত ২০২৪-২৫ অর্থবছরে এই দুটি কোম্পানি সম্মিলিতভাবে ১ হাজার ১৩২ কোটি টাকা মুনাফা করেছে। এর মধ্যে বিএসআরএম লিমিটেডের মুনাফা ৬১৪ কোটি টাকা এবং বিএসআরএম স্টিলের মুনাফা ৫১৮ কোটি টাকা।

গত শনিবার কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের সভায় গত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে মুনাফার এই হিসাব চূড়ান্ত করা হয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল রোববার মুনাফার এই তথ্য শেয়ারধারীদের জানানো হয়। একই সভায় গত অর্থবছর শেষে শেয়ারধারীদের জন্য লভ্যাংশও ঘোষণা করা হয়েছে। দুটি কোম্পানি প্রতি শেয়ারের বিপরীতে শেয়ারধারীদের রেকর্ড ৫০ শতাংশ বা ৫ টাকা করে নগদ লভ্যাংশ দেবে।

আগের অর্থবছরের চেয়ে গত অর্থবছরে কোম্পানি দুটির সম্মিলিত মুনাফা বেড়েছে ৩২০ কোটি টাকা বা ৪০ শতাংশ।

বিএসআরএম কোম্পানি সূত্রে জানা যায়, এই প্রথমবার কোম্পানি দুটির সম্মিলিত মুনাফা ১ হাজার ১০০ কোটি টাকা ছাড়িয়েছে। গত অর্থবছরে সম্মিলিতভাবে রেকর্ড ১ হাজার ১৩২ কোটি টাকার মুনাফা করেছে কোম্পানি দুটি। গত ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানি দুটির সম্মিলিত মুনাফা ছিল ৮১২ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিলের সম্মিলিত মুনাফা ৩২০ কোটি টাকা বা প্রায় ৪০ শতাংশ বেড়েছে। কোম্পানি দুটির মধ্যে মুনাফা বেশি বেড়েছে বিএসআরএম লিমিটেডের। এক বছরের ব্যবধানে এই কোম্পানিটির মুনাফা ১৮২ কোটি টাকা বা ৪২ শতাংশ বেড়েছে। আর বিএসআরএম স্টিলের মুনাফা বেড়েছে ১৩৮ কোটি টাকা বা ৩৬ শতাংশ।

এদিকে কোম্পানি দুটি গত অর্থবছরের জন্য যে লভ্যাংশ ঘোষণা করেছে, তাতে লভ্যাংশবাবদ বিএসআরএম লিমিটেড শেয়ারধারীদের দেবে ১৪৯ কোটি টাকা। আর বিএসআরএম স্টিল লভ্যাংশবাবদ গত অর্থবছরের জন্য শেয়ারধারীদের দেবে ১৮৮ কোটি টাকা। সেই হিসাবে দুই কোম্পানি মিলে শেয়ারধারীদের মধ্যে লভ্যাংশবাবদ বিতরণ করবে ৩৩৭ কোটি টাকা।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, হাজার কোটি টাকার বেশি রেকর্ড মুনাফার পর কোম্পানি দুটির মধ্যে একটি কোম্পানি শেয়ারধারীদের জন্য রেকর্ড লভ্যাংশ ঘোষণা করেছে। বিএসআরএম স্টিল সর্বোচ্চ ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ২০২১ সালে। ডিএসইর ওয়েবসাইটে ২০০৯ সাল থেকে কোম্পানিটির লভ্যাংশের তথ্য রয়েছে। সেই তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে কখনোই বিএসআরএম স্টিল শেয়ারধারীদের ৫০ শতাংশ লভ্যাংশ দেয়নি। তবে বিএসআরএম লিমিটেড ২০২১ সালে শেয়ারধারীদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০২১ সালের পর এ বছর আবারও শেয়ারধারীদের ৫০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

জানতে চাইলে বিএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘গত বছরজুড়ে আমরা উৎপাদন খরচ কমাতে নানা উদ্যোগ নিয়েছি। পাশাপাশি বিক্রিও বেড়েছে। এই দুই উদ্যোগের ফলে বছর শেষে কোম্পানি দুটি রেকর্ড মুনাফা করেছে। এর আগে কখনো এই দুই কোম্পানির সম্মিলিত মুনাফা হাজার কোটি টাকা ছাড়ায়নি।’

এদিকে গত অর্থবছরে রেকর্ড মুনাফার পর বিএসআরএম গ্রুপ ২০০ কোটি টাকা নতুন বিনিয়োগেরও ঘোষণা দিয়েছে। গত শনিবার কোম্পানিটির পর্ষদ সভায় বিনিয়োগের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানিটি গতকাল ডিএসইর মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছে, বিএসআরএম ওয়্যারস লিমিটেড নামে নতুন কোম্পানির মাধ্যমে এই বিনিয়োগ করা হবে। এই বিনিয়োগের বিপরীতে নতুন কোম্পানির শেয়ারের মালিকানা পাবে বিএসআরএম লিমিটেড। দীর্ঘমেয়াদি মূল্য সংযোজনের লক্ষ্যে কৌশলগত এই বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এই বিনিয়োগে গঠিত কোম্পানিটি উচ্চমানের তারজাতীয় পণ্য উৎপাদন করবে।

সম্পর্কিত নিবন্ধ

  • ২,৩৯৭ কোটি টাকার রেকর্ড মুনাফা স্কয়ার ফার্মার
  • জুলাই–সেপ্টেম্বরে শুল্ক–কর আদায়ে ঘাটতি ৯ হাজার কোটি টাকা
  • রেমিট্যান্স: ২০ দিনে ২১ হাজার কোটি টাকা অতিক্রম
  • সরকারি কর্মকর্তাদের কাজ মূল্যায়নে নতুন পদ্ধতি, এপিএর পরিবর্তে জিপিএমএস
  • সোনাহাট স্থলবন্দর, কাঠামোগত দুরবস্থায় ব্যাহত আমদানি-রপ্তানি সম্ভাবনা
  • বিএসআরএমের দুই কোম্পানির ১,১৩২ কোটি টাকার রেকর্ড মুনাফা