হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে শেষ হলো চারদিন ব্যাপী শ্রী শ্রী শ্যামা পূজার আনুষ্ঠানিকতা।

বৃহস্পতিবার ( ২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে শহরের বিআইডব্লিউটিএর ৩নং ঘাটে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়। পূজা উদযাপন পরিষদের নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জন সম্পন্ন শুরু করা হয়।

পরে একে একে শহরের বিভিন্ন পূজা মন্ডপগুলো অন্তত সু-শৃঙ্খলা ভাবে তাদের প্রতিমা বিসর্জন সম্পন্ন করেন। শ্রীশ্রী শ্যামা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয় যথেষ্ট পরিমান নিরাপত্তা ব্যবস্থা। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই এবার অনুষ্ঠিত হয়েছে কালী পূজার বিসর্জন।

বিসর্জন মঞ্চে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন বলেন, নারায়ণগঞ্জে আনন্দঘন পরিবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসবের পর কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই চারদিন ব্যাপী শ্যামা মায়ের পূজার বিসর্জন সমাপ্তি হয়েছে।

এটাই হলো নারায়ণগঞ্জের সম্প্রীতির বন্ধন। তার জন্য আমরা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ বিএনপিসহ সকল রাজনৈতিক দল ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রতিমা বিসর্জন ঘাটে এ সময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহ- সভাপতি তিলোত্তমা দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণু পদক সাহা, সাধারণ সম্পাদক সম্পাদক সুশীল দাস, সহ- সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, সহ- সভাপতি হিমাদ্রি সাহা, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন সভাপতি শিশির ঘোষ অমরসহ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার

কিশোরগঞ্জে নেশার টাকার জন্য বাবাকে হত্যার দায়ে ছেলে আব্দুল আওয়াল বাদলকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চট্টগ্রাম রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে র‌্যাব-১৪। 

আরো পড়ুন:

খুলনায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জে বড় ভাইয়ের প্রেমঘটিত বিরোধে ছোট ভাইকে হত্যা

কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল জানান, গত ১৭ অক্টোবর আব্দুল মালেকের কাছে মাদকের জন্য টাকা চান তার ছেলে বাদল। টাকা না পেয়ে তিনি তার বাবাকে ছুরিকাঘাত করে জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় আব্দুল মালেককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের ছোট ছেলে খোকন মিয়া বাদী হয়ে গত ১৯ অক্টোবর করিমগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় তার বড় ভাই বাদলকে প্রধান এবং অজ্ঞাতনামা আরো ৩-৪ জনকে আসামি করা হয়। বুধবার বিকেলে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল র‌্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের সহায়তায় বাদলকে গ্রেপ্তার করে।

ঢাকা/রুমন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • জামায়াত নেতা মাও. জব্বারের আলীরটেক ইউনিয়নে গণসংযোগ 
  • বিএনপি নেতা কবির হোসেনের মায়ের মৃত্যুতে মামুন মাহমুদের শোক 
  • সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা কবির হোসেনের মায়ের জানাযা নামাজ অনুষ্ঠিত
  • সরকারী প্রাইমারি স্কুলের ২২ গুণী প্রধান শিক্ষককে সম্মাননা প্রদান
  • শনিবার ওসমানী পৌর স্টেডিয়ামে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট খেলা 
  • আমলাপাড়া সার্বজনীন কমিটির চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র উদ্যোগে দোয়া  
  • না’গঞ্জের দু’টি হাসপাতালে শিল্পপতি বাবুলের ডেঙ্গু কীট বিতরণ
  • কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার