নগদের বিপক্ষে ওয়ালটনের দুর্দান্ত জয়
Published: 24th, October 2025 GMT
দুর্দান্ত জয়ে করপোরেট ফুটবল টুর্নামেন্টের প্রথম দিন শেষ করেছে টিম ওয়ালটন। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদকে ১-০ গোলে উড়িয়ে দিয়েছে ইলেকট্রনিক্স ও প্রযুক্তি জায়ান্ট ওয়ালটন। রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির ফুটসাল মাঠে দিনের অপর খেলায় ইউনাইটেড হেলথকেয়ারের বিপক্ষে উদ্বোধনী ম্যাচটি ড্র করে মোট ৪ পয়েন্ট নিশ্চিত করেছে ওয়ালটন।
শুক্রবার (২৪ অক্টোবর) একই মাঠে বিকাল ৪:৩০ মিনিট থেকে সিটি ব্যাংক, পাওয়ার গ্রিড বাংলাদেশ এবং মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকের বিপক্ষে মাঠে নামবে ওয়ালটন।
উল্লেখ্য, করপোরেট জগতের মহা কর্মব্যস্ত সময়ের মাঝে বিরতি নিয়ে খানিকটা সময় খেলাধুলার আনন্দে মাতিয়ে তুলতে ‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’এর আয়োজন করেছে ‘জে কে স্পোর্টস ইভেন্ট’। সেভেন-এ সাইড এবং ৩০ মিনিট ফরম্যাটে দেশের শীর্ষ সব করপোরেট হাউজে কর্মরত কর্মকর্তাদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের জন্য রয়েছে লক্ষ লক্ষ টাকার প্রাইজমানি-সহ বিভিন্ন পুরস্কার।
ওয়ালটন করপোরেট ফুটবল টিমের একটি হাস্যেজ্জ্বল মুহূর্ত।
প্রতিযোগিতার প্রথম দিনে উদ্বোধনী ম্যাচে মাঠে নামে ওয়ালটন এবং ইউনাইটেড হেলথকেয়ার। শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে জমজমাট হয়ে ওঠে ম্যাচটি। তবে ৩০ মিনিটের খেলায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দলই। পয়েন্ট ভাগাভাগি করেই তাই সন্তুষ্ট থাকতে হয়েছে উভয় দলকে।
এরপর দিনের অপর ম্যাচে নগদের বিপক্ষে দুর্দান্ত এক জয় ছিনিয়ে আনে ওয়ালটন। ম্যাচের দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন ওয়ালটনের স্ট্রাইকার শুভ। এই ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও যায় তার ঝুলিতে।
প্রথম দিনের খেলায় সামগ্রিক পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেন ওয়ালটন করপোরেট ফুটবল টিমের ক্যাপ্টেন রবিউল ইসলাম মিলটন। দ্বিতীয় দিনটি ওয়ালটন টিমের জন্য আরো বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ওয়ালটন করপোরেট ফুটবল টিমের অন্য সদস্যদের মধ্যে আছেন- ইরফান সাজ্জাদ, আব্দুল্লাহ আল মামুন, মো.
ঢাকা/মাহফুজ/সুজন
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
১২ বছর পর থাইল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ, প্রথমার্ধে পিছিয়ে ঋতুপর্ণারা
১২ বছর পর থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে আগের হিসাব পাল্টানোর স্বপ্ন ছিল বাংলাদেশের নারী ফুটবল দলের।
তবে ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল মাঠে প্রীতি ম্যাচের প্রথমার্ধে সেই স্বপ্নে আপাতত ধাক্কা খেয়েছে বাংলাদেশ। স্বাগতিক থাইল্যান্ডের কাছে ১–০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছেন ঋতুপর্ণা-আফঈদারা।
বাংলাদেশ নারী দল এর আগে থাইল্যান্ডের বিপক্ষে একবারই মুখোমুখি হয়েছিল, ২০১৩ সালের এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে। সেই ম্যাচে ৯–০ গোলের বড় হার দেখেছিল লাল-সবুজ জার্সিধারীরা। দীর্ঘ এক যুগ পর আবারও মুখোমুখি দুই দল।
ম্যাচটি সরাসরি সম্প্রচার না হওয়ায় দেশের ফুটবলপ্রেমীদের অপেক্ষা ফল জানার। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রথমার্ধেই স্বাগতিকরা এগিয়ে গেছে এক গোল করে।
এ ম্যাচ দিয়েই সাড়ে তিন মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে বাংলাদেশ নারী দল।
একই সঙ্গে আগামী বছরের এএফসি এশিয়ান কাপের প্রস্তুতিও শুরু হলো এই প্রীতি ম্যাচ দিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে থাইল্যান্ড ৫৩তম, বাংলাদেশ আছে ১০৪ নম্বরে। ম্যাচের আগে গোলকিপার রুপনা চাকমা বলেছিলেন, ‘অবশ্যই সেরাটা দিতে চাই, আমাদের লক্ষ্য জেতা।’