বন্দর উপজেলার নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় বিএনপি নেতাদের উদ্যোগে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান দুলাল’র সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল। 

বিকাল সাড়ে তিনটায় নাসিক ২৩ নং ওয়ার্ড এর কবিলের মোড় থেকে পদযাত্রা শুরু করে ৩১ দফার লিফলেট বিতরণ করতে করতে তিনি পৌঁছেন বৈঠকস্থলে। 

উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল সাত্তার, মহানগর ১৯ নং ওয়ার্ড থেকে যুবদল নেতা আক্তার হোসেনের নেতৃত্বে আবু সাঈদ, রয়েল আহমেদ, দয়াল, রমজান যুব নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে যোগদান করেন। এছাড়াও অন্যান্য ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ ও সমর্থক বিশাল মিছিল নিয়ে উঠান বৈঠকে যোগদান করেন।

বৈঠকে এলাকার বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত হয়ে তাদের বিভিন্ন সমস্যা ও দাবী উপস্থাপন করেন আবু জাফর বাবুলের সামনে। জবাবে তিনি বলেন, দল যদি আমাকে মনোনীত করে, আর আপনারা যদি আমাকে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করেন তবে আমি আপনাদের সকল সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা করব।

তিনি আর বলেন, “আমি আপনাদের মাঝে তারেক রহমানের একটি বার্তা পৌঁছে দিতে এসেছি। সেই বার্তাটি হল দেশ গঠনের জন্য ৩১ দফা। এই ৩১ দফায় এমন কিছু বাকি নেই যেন দেশ পরিচালনা করতে অন্য কিছু লাগবে।

আমাদের নেতা তারেক রহমান খুব বিচক্ষণ ও গভীর চিন্তার মানুষ, পরবর্তী রাষ্ট্র নায়ক। দেশ পরিচালনা করতে যা যা লাগবে তার বক্তৃতায় সুস্পষ্ট। আপনারা মনোযোগ দিয়ে তাহার বক্তব্য গুলো শুনলেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।“ 

উঠান বৈঠক শেষে সবাইকে সাথে নিয়ে তিনি ২৫ নং ওয়ার্ডের ঢাকেশ্বরী পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করতে করতে এগিয়ে যান। সবশেষে তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এবং পদযাত্রা শেষ করেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব এনপ

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে ঢাকা লুব অয়েল কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন  

রূপগঞ্জে ঢাকা লুব অয়েল লিমিটেড নামে একটি কারাখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ও বৈদ্যুতিক মিটার খুলে ফেলেছে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলার বানিয়াদি, মাসুমাবাদ এলাকায় দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ওই কারখানা বন্ধ করা হয়। 

পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জনাব ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, পল্লী বিদ্যুৎ রূপগঞ্জ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণে এ অভিযান পরিচালনা করা হয়। 

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক এ. এইচ. এম রাসেদ জানান, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।      
 

সম্পর্কিত নিবন্ধ

  • নির্বাচন চাই পরিবর্তনের লক্ষ্যে  সুজনের গোল টেবিলে বক্তারা
  • ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপরে হামলার প্রতিবাদে মহানগর বিএনপির মিছিল
  • হত্যার মিশন নিয়ে ভারতে বসে কর্মকাণ্ড চালাচ্ছেন শেখ হাসিনা : সজল
  • নাসিক ৬নং ওয়ার্ড বিএনপিকে বিতর্কিত করছে আওয়ামী দোসর সামাদ ও রনি
  • সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ডাঃ মাসুদ করিমের মায়ের নামাজে জানাজা অনুষ্ঠিত
  • বিএনপি প্রার্থীকে বিজয়ী করার দায়িত্ব আমাদের সকলের : খোরশেদ  
  • নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে : মাও. এটিএম মাসুম
  • সোনারগাঁয়ে এনসিপির উঠান বৈঠক ও শীতবস্ত্র বিতরণ
  • সোনারগাঁয়ে ‘ফুলেল খেলাঘর আসর’-এর যাত্রা শুরু
  • রূপগঞ্জে ঢাকা লুব অয়েল কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন