বন্দরে মদনপুর টু মদনগঞ্জ সড়কের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা এনায়েতনগরের প্রবেশ মুখের সামনে রাস্তাটি ময়লার ভাগাড়ে পরিণত করার কারনে এখনকার পরিবেশ মারাত্মক ভাবে দূষিত হয়ে উঠেছে।

রাস্তার পাশে মযলা স্তপ থাকার কারনে পথচারীদের নির্বিঘ্নে পথ চলা এখন দুষ্কর হয়ে উঠেছে। 

কিছু স্বার্থান্বেষী মানুষ এনায়েতনগরে প্রবেশ মুখের সামনে রাস্তাটিতে ময়লা ফেলার কারনে বিভিন্ন বয়সের মানুষেরা নানা রোগে আক্রান্ত হয়ে পরছে।

সরেজমিনে জানা গেছে, সোনাকান্দা এনায়েতনগরের এ রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন এলাকার  হাজারও জনগন শহরের দিকে যাতায়াত করে থাকে। এ গুরুত্বপূর্ন রাস্তার পাশে রয়েছে আবাসিক এলাকাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।

এলাকার কিছু অসাদু ব্যাক্তি উল্লেখিত রাস্তান সামনে ময়লা আবর্জনা ফেলে স্তূপ করে রেখেছে। 

এ ব্যাপারে স্থানীয়রা জানান, ময়লার স্তূপের কারণে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ নষ্ট হচ্ছে। পরিবেশ দূষনের কারনে স্থানীয় এলাকাবাসী নানা রোগে আক্রান্ত হচ্ছে। এ ছাড়াও  রাস্তার পাশে ময়লা ফেলে রাখার কারণে সাধারণ পথচারীদের গন্তব্যে পৌঁছাতে নানা  সমস্যার সৃষ্টি হয়।

এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট প্রশাসন যেন দ্রুত ময়লার স্তূপ সরিয়ে পথচারীদের চলাচলের উপযোগী পরিস্কার পরিচ্ছন্ন  রাস্তা  করে নাগরিক সেবা নিশ্চিত করেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ পর ব শ র ক রন এন য় ত ময়ল র

এছাড়াও পড়ুন:

১২ বছর পর মোনালিসার জীবনে নতুন মোড়...

একসময় বিনোদন অঙ্গনে বেশ ব্যস্ত সময় পার করেন মডেল ও অভিনেত্রী মোনালিসা। নাটক, বিজ্ঞাপনচিত্র ও মডেলিং—সবখানেই তাঁর উজ্জ্বল উপস্থিতি ছিল। নাচেও পারদর্শী ছিলেন এই তারকা। তবে হঠাৎ তিনি সরে যান শোবিজ থেকে, বেছে নেন প্রবাসজীবন। গত বছর দেশে এলেও ঘোরাঘুরি ও প্রয়োজনীয় কাজ শেষ করে আবার ফিরে যান যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে জানা গেছে, মোনালিসা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’ মুক্তির অপেক্ষায় রয়েছে। সংগীতশিল্পী হৃদয় খান পরিচালিত ও অভিনীত সেই চলচ্চিত্রের টিজার ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। পাশাপাশি এবার এল তাঁর ব্যক্তিগত ও পেশাজীবনের আরও একটি সুখবর।

মোনালিসা

সম্পর্কিত নিবন্ধ