টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাঠে আসা প্রথম দর্শকের পুরস্কার পেলেন নাটোরের সেই আবুল হোসেন। খেলা শেষে আজ শনিবার সন্ধ্যায় হামিদপুর উচ্চবিদ্যালয় মাঠে তাঁর হাতে পুরস্কার হিসেবে একটি মুঠোফোন তুলে দেওয়া হয়। আবুল হোসেন প্রথম দর্শকের পুরস্কার পেতে দুই দিন আগে মাঠে এসে হাজির হয়েছিলেন।

ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল হামিদপুর ডিজিটাল ক্লাব। আজ ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।

আরও পড়ুনফুটবল খেলা দেখতে আবুল হোসেন কেন দুই দিন আগেই মাঠে এলেন ২৪ অক্টোবর ২০২৫

খোঁজ নিয়ে জানা যায়, ফাইনাল খেলা দেখতে দর্শক হিসেবে যিনি আগে মাঠে আসবেন, তাঁকে মুঠোফোন পুরস্কার দেওয়া হবে—আয়োজক কমিটির এমন ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সুদূর নাটোর থেকে সখিপুরে চলে আসেন আবুল হোসেন। তাঁকে নিয়ে গতকাল শুক্রবার প্রথম আলোয় খবর প্রকাশিত হয়।

ফুটবল টুর্নামেন্টের আয়োজক হামিদপুর ডিজিটাল ক্লাবের সভাপতি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম মন্ডল প্রথম আলোকে বলেন, ‘খেলার মাঠের প্রথম দর্শকের পুরস্কার জিততে আবুল হোসেন ২০০ কিলোমিটার পাড়ি দিয়ে খেলা শুরুর দুই দিন আগেই আমাদের কাছে এসে হাজির হন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার হয়। আবুল আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন। ব্যাপক প্রচার হওয়ায় এতে আমাদের মাঠে দর্শকের সংখ্যাও বেড়েছে। আমাদের ক্লাবের পক্ষ থেকে দুই দিন তাঁর খাবার ও থাকার ব্যবস্থা করেছিলাম। আমরা প্রথম দর্শক হিসেবে তাঁকেই পুরস্কার দেওয়ার জন্য নির্বাচিত করি। দুই দিন ধরে তিনি এলাকায়ই ছিলেন। হামিদপুর বাজারের প্রতিটি চায়ের দোকান তাঁর জন্য ছিল ফ্রি।’

আবুল হোসেনের বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলার সোনাইখাড়া গ্রামে। পুরস্কার পাওয়ার পর তিনি প্রথম আলোকে বলেন, ‘পুরস্কার পেয়ে আমি খুবই খুশি। হামিদপুর ডিজিটাল ক্লাবের সব সদস্য ও এলাকার লোকজন খুবই ভালো। তাঁরা আমাকে অনেক আদর–যত্ন করেছেন। আমি ফুটবলভক্ত একজন মানুষ। দূরে গিয়ে খেলা দেখতে পছন্দ করি। পুরস্কার নিশ্চিত করতে দুই দিন আগেই চলে এসেছিলাম।’

উল্লেখ্য, উপজেলার কাকড়াজান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হামিদপুর ডিজিটাল ক্লাব ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের (৪ নম্বর ওয়ার্ড বাদে) আটটি ওয়ার্ডের ফুটবল দল অংশ নেয়। ৪ অক্টোবর খেলা শুরু হয়। আজ ছিল ফাইনাল খেলা। ২ নম্বর বনাম ৫ নম্বর ওয়ার্ড ফুটবল দলের মধ্যে ফাইনাল খেলায় ২–১ গোলে জয় পায় ২ নম্বর ওয়ার্ড ফুটবল দল।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ টবল ট র ন ম ন ট র ফ ইন ল খ ল দ ই দ ন আগ প রস ক র প ইউন য ন আম দ র

এছাড়াও পড়ুন:

ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্প কী লক্ষ্য অর্জন করতে চান

দুই মাস ধরে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটাচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে, মাদকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এ আয়োজন। কিন্তু ওয়াশিংটনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র শক্তি প্রদর্শনের মাধ্যমে কারাকাসকে বার্তা দিতে চায়।

যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ছোট ছোট নৌযানে হামলা চালিয়ে কয়েকজনকে হত্যা করেছে। এই হামলাগুলোকে ঘিরে লাতিন আমেরিকা অঞ্চলজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন এর বৈধতা নিয়ে। কিন্তু যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড আসলে ইঙ্গিত দিচ্ছে—ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ভয় দেখাতে অভিযান চালানো হচ্ছে।

লন্ডনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান চ্যাথাম হাউসের লাতিন আমেরিকা-বিষয়ক সিনিয়র ফেলো ক্রিস্টোফার সাবাতিনি বলেন, এটি মূলত সরকার পরিবর্তনের প্রচেষ্টা। তারা হয়তো সরাসরি আগ্রাসনে যাবে না, বরং শক্তি প্রদর্শনের মাধ্যমে বার্তা দিতে চায়।

সাবাতিনির মতে, এই সামরিক আয়োজন আসলে শক্তি প্রদর্শন। এর উদ্দেশ্য ভেনেজুয়েলার সেনাবাহিনী ও মাদুরোর ঘনিষ্ঠ মহলে ভয় সৃষ্টি করা, যাতে তারা তাঁর বিরুদ্ধে অবস্থান নেয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সম্পর্কিত নিবন্ধ