কক্সবাজার শহরের প্রবেশদ্বার টার্মিনাল এলাকায় দুই বাসের চাপায় আইয়ুব (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। তারা দুই বাসের চালক ও হেলপারদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। 

শনিবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত আইয়ুব কক্সবাজার শহরের নাপ্পাঞ্জা পাড়ার মৃত কবির আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। 

আরো পড়ুন:

অবৈধ যানবাহন মহাসড়কে চলতে পারবে না: বিআরটিএ চেয়ারম্যান

ঝালকাঠিতে বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটার্মিনাল কবরস্থানের মসজিদে এশার নামাজ শেষে রাস্তা পার হচ্ছিলেন আইয়ুব। নাপ্পাঞ্জা পাড়ার রাস্তার মাথায় এ ছালাম ও বলাকা পরিবহনের দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আইয়ুবকে মৃত ঘোষণা করেন।

রাত সাড়ে ১১টার দিকে আইয়ুবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নাপ্পাঞ্জা পাড়া, লার পাড়া ও ডিককুল এলাকার শতাধিক মানুষ শহরের প্রবেশদ্বার টার্মিনালে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ফলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের আশ্বাসে স্থানীয়রা বিক্ষোভ স্থগিত করেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, আন্তঃজেলা বাসগুলো টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে সড়কে অবৈধভাবে পার্কিং করে যাত্রী তোলে এবং যাত্রীদের টানাহেঁচড়া করে প্রতিযোগিতা চালায়। ওই প্রতিযোগিতার কারণেই আইয়ুবের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তারা।

ঢাকা/অমরেশ/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত আইয় ব

এছাড়াও পড়ুন:

প্রথম খেলোয়াড় হিসেবে ৯৫০ গোল ছুঁলেন রোনালদো

কদিন আগেই ক্রিস্টিয়ানো রোনালদো বলেছিলেন, ১০০০ গোল না করে তিনি থামবেন না। সেই লক্ষ্যে এখন আরও এক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা। শনিবার রাতে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে স্পর্শ করেছেন ৯৫০ গোলের মাইলফলক। অর্থাৎ হাজার গোল করতে ৪০ পেরোনো রোনালদোর প্রয়োজন আর মাত্র ৫০ গোল।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উদ্‌যাপনের ছবি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদো। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দলকে সাহায্য করতে পেরে এবং ৯৫০ গোল করতে পেরে আনন্দিত। সব সময় আরও বেশি কিছুর জন্য ক্ষুধার্ত।’

রোনালদোর মাইলফলক ছোঁয়ার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল-হাজমের বিপক্ষে ২-০ গোলে জিতেছে আল নাসর। প্রতিপক্ষের মাঠে জয়ের পথে ম্যাচের ৮৮ মিনিটে লক্ষ্যভেদ করেন রোনালদো। এর আগে ম্যাচের ২৫ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন রোনালদোর পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স।

আরও পড়ুন১ হাজার গোল না করে থামবেন না, জানিয়ে দিলেন রোনালদো ০৮ অক্টোবর ২০২৫

এটি চলতি প্রো লিগে ফেলিক্সের ৬ ম্যাচে নবম গোল। ফেলিক্স-রোনালদোর গোলে পাওয়া এ জয়ে চলতি মৌসুমের দুর্দান্ত শুরুটাও ধরে রাখল শীর্ষে থাকা আল নাসর। ৬ ম্যাচের প্রতিটিতে জেতা দলটির পয়েন্ট এখন ১৮।

ম্যাচ শেষে দর্শক অভিবাদনের জবাব দিচ্ছেন রোনালদো

সম্পর্কিত নিবন্ধ