সবশেষ ১৯৯৯-২০০০ মৌসুমে ভারতকে তাদের মাটিতে টেস্টে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল দক্ষিণ আফ্রিকা। তার ঠিক ২৫ বছর পর আজ বুধবার (২৬ নভেম্বর) আবার ভারতকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করল প্রোটিয়ারা। টেম্বা বাভুমার নেতৃত্বে গুয়াহাটি টেস্টের পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে ভারতকে ৪০৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২৫ বছর পর সিরিজ জয়ের পাশাপাশি হোয়াইটওয়াশ করার রেকর্ডও গড়ল টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ভারতকে অবশ্য ৫৪৯ রানের অসম্ভব টার্গেট ছুড়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই রান তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ২৭ রান তুলে চতুর্থ দিন শেষ করেছিল ভারত। এতো বড় টার্গেট তাড়া করে জেতা ছিল অসম্ভব। তবে পুরো দিন ব্যাটিং করে হার এড়ানো ছিল সম্ভব। কিন্তু সেটাও করতে পারল না স্বাগতিকরা। পুরো দুই সেশনও ব্যাটিং করতে পারল না পন্তের নেতৃত্বাধীন ভারত দল। 

আরো পড়ুন:

সাকিবকে ছাড়িয়ে উইকেট শৃঙ্গে তাইজুল

শততম টেস্ট: সেঞ্চুরি ও ফিফটিতে পন্টিংয়ের পাশে মুশফিকুর

৫ উইকেট হারিয়ে ৯০ রান তুলে পঞ্চম দিনের মধ্যাহ্ন বিরতিতে যায় তারা। এরপর ফিরে আর ৫০ রান করতেই অলআউট হয়ে যায় তারা। ৬৪.

৫ ওভারে তারা করতে পারে কেবল ১৪০ রান। তাতে ৪০৮ রানের বিশাল ব্যবধানের হারকে সঙ্গী করতে হয় গৌতম গম্ভীরের শিষ্যদের।

বিস্তারিত আসছে…

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট র কর ড ভ রতক

এছাড়াও পড়ুন:

হোয়াইটওয়াশ এড়ানোর কঠিন পরীক্ষায় ভারত

ইডেনের পর গৌহাটিতে কঠিন পরীক্ষার মুখোমুখি ভারত। নিজেদের মাটিতে টেস্ট ক্রিকেটে এমন পরীক্ষা শেষ কবে যে তারা দিয়েছিল! 

ইডেনে হেরে গৌহাটিতে এসেছিল টিম ইন্ডিয়া। সিরিজ বাঁচানোর পরীক্ষা ছিল তাদের। কিন্তু স্কোরবোর্ডের যা চিত্র তাতে মনে হচ্ছে, এবার হোয়াইটওয়াশ হতেই হবে প্রোটিয়াদের কাছে! আজ বুধবার শেষ দিনে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেট তুলে নিলেই হোয়াইটওয়াশ হবে ভারত। 

আর স্বাগতিকদের পুরো দিন ব্যাটিং করে ম্যাচ বাঁচাতে লড়তে হবে। তাদের টার্গেট ৫৪৯ রান। চতুর্থ ইনিংসে ২৭ রান তুলতে ২ উইকেট হারিয়েছে রিশভ পান্তের দল। আউট হয়ে গেছেন যশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুল। বাকিদের দিতে হবে কঠিন পরীক্ষা।  

টেস্টে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ৪১৮। এশিয়াতে এই রেকর্ড ৩৯৫ রান। উইকেটের যা অবস্থা তাতে ভারত রান তাড়া করতে গেলে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবে। এক্ষেত্রে একটাই উপায় ম্যাচটাকে ড্র করা। তাতে হোয়াইটওয়াশ এড়ানো যাবে। কিন্তু সিরিজ বাঁচানো যাবে না।  

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৬০ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে তারা ২৮৮ রানের লিড পেয়েছিল। মধ্যাহ্ন বিরতির পর তারা ৪০ মিনিট ব্যাটিং করেছিল। মূলত স্টাবসের সেঞ্চুরির অপেক্ষায় ছিল তারা। তাকে ৪০ মিনিট সময় বেঁধে দিয়েছিল। চেষ্টায় প্রায় সফল হয়ে গিয়েছিলেন ডানহাতি ব্যাটসম্যান।

৯৪ রানে থাকতে জাজেদাজে সুইপ করে ছক্কা উড়াতে গিয়েছিলেন। টাইমিং মেলাতে না পেরে বোল্ড হন স্টাবস। এরপরই ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। স্টাবস ছাড়া রান পেয়েছেন টনি জর্জি (৪৯), রিকেলটন (৩৫) ও মার্করাম (২৯)। ভারতের ৪টি উইকেটই নিয়েছেন রবীন্দ্র জাদেজা।

পাহাড় টপকানোর চ্যালেঞ্জে শুরুতেই ধাক্কা খেয়েছে ভারত। জানসেনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন জয়সোয়াল। কিছুক্ষণ পর দুর্দান্ত এক ডেলিভারিতে লোকেশ রাহুলের স্টাম্প ভেঙে দেন সাইমন হার্মার। শাই সুদার্শান ও কুলদ্বীপ যাদব অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ

  • হোয়াইটওয়াশ এড়ানোর কঠিন পরীক্ষায় ভারত