হজ ব্যবস্থাপনায় দুই নম্বরি সিন্ডিকেট জিরোতে এনেছি: ধর্ম উপদেষ্টা
Published: 10th, December 2025 GMT
ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘হজ ব্যবস্থাপনায় দুই নম্বরি সিন্ডিকেট করে হাজিদের জিম্মি করার প্রবণতা ছিল। এটা আমরা জিরো পয়েন্টে নিয়ে এসেছি। এখানে আর কোনো সিন্ডিকেট কাজ করতে পারবে না।’
আজ বুধবার বেলা ১১টার দিকে নাটোর শহরের বড়গাছা এলাকায় মডেল মসজিদের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ কথা বলেন।
হজ ব্যবস্থাপনাকে সহজ করার কথা উল্লেখ করে আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘মন্ত্রণালয়ের কর্মকর্তারা সবাই স্বচ্ছতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। গত বছর ধর্ম মন্ত্রণালয় ৮ কোটি ২৮ লাখ টাকা হাজিদের ফেরত দিয়েছে। এ বছরও টাকা ফেরত দেওয়া হবে।’
এবার নিজেরাই বাড়ি ভাড়া করবে জানিয়ে আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘নিজেরা হজ পালন এজেন্সির সঙ্গে কথা বলেছি। হজটাকে আমরা সেবা ইবাদত হিসেবে নিয়েছি। এখানে যারা দুর্নীতি করবে, আমাদের হাতে যদি ধরা পড়ে, তাদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করব।’
জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘নির্বাচনের আমেজ শুরু হয়েছে। আমরা আশাবাদী ফেব্রুয়ারি মাসে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।’
এ সময় নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, সিভিল সার্জন গোলাম মুক্তাদির আরেফিন ও গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। পরে আ ফ ম খালিদ হোসেন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আরও একটি মডেল মসজিদ উদ্বোধন করেন এবং কান্দিভিটুয়া মাদ্রাসার কোরআনের হাফেজদের দস্তারবন্দী অনুষ্ঠানে যোগ দেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আ ফ ম খ ল দ হ স ন বল ন উপদ ষ ট ব যবস থ
এছাড়াও পড়ুন:
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, নারী ইউপি সদস্য গ্রেপ্তার
সংবাদ প্রকাশের জেরে জয়পুরহাটে এনটিভি অনলাইনের প্রতিনিধি মনোয়ার হোসেনের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের নারী ইউপি সদস্য নুর বানুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, বিকেলে আয়মারসুলপুর ভূমি অফিস চত্বরে সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
আরো পড়ুন:
গৃহকর্মী নিয়োগের আগে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপির
সিলেটে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি এনটিভি অনলাইনে ‘মহিলা মেম্বারের প্রেমে মজেছেন পুরুষ মেম্বার’ শিরোনামের একটি সংবাদ প্রকাশ হয়। এরপরই দুই জনপ্রতিনিধি সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন।
প্রত্যক্ষদর্শী সাংবাদিক মোরসালিন বলেন, ‘‘ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে দুই জনপ্রতিনিধি মনোয়ারকে দেখে ক্ষুব্ধ হয়ে তেড়ে আসেন। এরপর গালিগালাজ করতে করতে হামলা চালান।’’
সাংবাদিক মনোয়ার হোসেন বলেন, ‘‘সংবাদ প্রকাশের জেরে আমার ওপর হামলা চালানো হয়েছে। এটি গণমাধ্যমের প্রতি সরাসরি হুমকি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’’
পাঁচবিবি থানার ওসি ইমায়েদুল জাহেদী বলেন, ‘‘সাংবাদিকের ওপর হামলার অভিযোগে মামলার পরই নারী ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকে মামলার অপর আসামি পুরুষ ইউপি সদস্য আনোয়ার হোসেন পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’
ঢাকা/মোসলেম/রাজীব