নির্বাচন পর্যন্ত অপরিহার্য না হলে বিদেশ যেতে পারবেন না ব্যাংকাররা
Published: 26th, November 2025 GMT
আগামী জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত দেশের ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা বিদেশ ভ্রমণে যেতে পারবেন না। আজ এক পরিপত্রে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বিদেশ ভ্রমণে যেতে পারবেন না।
পরিপত্রে অবশ্য বলা হয়েছে, অপরিহার্য কারণে বিদেশ ভ্রমণ করা যাবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন মাস শেষে দেশে তফসিলি ব্যাংক ছিল ৬১টি। এই ৬১টি ব্যাংকের এমডি, সিইও থেকে শুরু করে সব কর্মকর্তা-কর্মচারীর জন্য নির্দেশনা প্রযোজ্য হবে। এর আগেও সময়-সময় ব্যাংকারদের বিদেশ যাত্রার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কখনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, আবার তা শিথিলও করা হয়েছে। এবার নির্বাচনের কারণে এই নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর মকর ত
এছাড়াও পড়ুন:
২৫ বছর পর ভারতে টেস্ট সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার
যা ঘটার কথা ছিল তাই ঘটল। গুয়াহাটি টেস্টে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৫৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪০৮ রানে হারল ভারত। ২ উইকেটে ২৭ রান নিয়ে গতকাল চতুর্থ দিন শেষ করা ভারত আজ পঞ্চম ও শেষ দিনে ১৪০ রানে অলআউট হয়। রানের হিসাবে টেস্টে এটাই ভারতের সবচেয়ে বড় ব্যবধানের হার। এর মধ্য দিয়ে দুই টেস্টের সিরিজে ভারতকে তাদের ঘরের মাঠে ২–০ ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা। ভারতের মাটিতে ২৫ বছর পর টেস্ট সিরিজও জিতল দক্ষিণ আফ্রিকা।
বিস্তারিত আসছে...।