কড়াইল বস্তির আগুনে তারেক রহমানের উদ্বেগ
Published: 26th, November 2025 GMT
ঢাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, “আমি এই বিপজ্জনক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা এই কঠিন সময়ে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হবেন বলে আমি দৃঢ়ভাবে আশা রাখি।”
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এই আশা প্রকাশ করেন।
বিবৃতিতে তারেক রহমান বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় কড়াইল বস্তিসহ সংলগ্ন এলাকা ভয়াবহ আগুনে দাউদাউ করে জ্বলেছে। দমকল বাহিনীর পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়। আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আমরা এখনো সঠিকভাবে অবগত হতে পারছি না। তবে অনেকের বাড়িঘর পুড়ে গেছে বলে জানা গেছে।”
বিএনপি মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসীর আগুন নেভাতে প্রাণপণ প্রচেষ্টার প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করছে জানিয়ে তিনি বলেন, “তাদের এই প্রচেষ্টা দেশবাসীকে এক নতুন প্রেরণায় উদ্বুদ্ধ করেছে। আমি আশা করি, এই ভয়ংকর আগুনের ব্যাপ্তির দ্রুতই পরিসমাপ্তি ঘটবে। কোনো জীবনহানি যাতে না ঘটে, আমি সেজন্য মহান আল্লাহর নিকট মোনাজাত করছি।”
মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে বস্তিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০টি ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণের টাকা লুট হয়েছে: সাইদ আহমেদ
‘ফ্যাসিস্ট সরকারের আমলে প্রতিশ্রুতি দিয়ে জনগণের টাকা লুট করা হয়েছে’ বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইদ আহমেদ আসলাম।
বুধবার (২৬ নভেম্বর) সকালে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ডোমসার বাজারে গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হবে। জেলার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং নদীভাঙন পরিস্থিতির বেহাল অবস্থা দীর্ঘদিনের অবহেলার ফল। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে মিয়া নুরুদ্দিন অপু ও শফিকুর রহমান কিরনকে সঙ্গে নিয়ে এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।”
কর্মসূচির অংশ হিসেবে তিনি সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন।
গণসংযোগে তিনি বিভিন্ন বাজার, গ্রাম ও পাড়া-মহল্লায় ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে দোয়া ও সমর্থন কামনা করেন।
ঢাকা/আকাশ/এস