এনসিপির প্রার্থী তালিকায় তাসনিম জারা, তাজনূভা জাবীনসহ ১৪ নারী
Published: 10th, December 2025 GMT
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম ধাপে ১২৫ আসনের প্রাথমিক প্রার্থীতালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ তালিকায় স্থান পেয়েছেন তাসনিম জারা, তাজনূভা জাবীনসহ ১৪ নারী।
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সদস্য সচিব আখতার হোসেন প্রাথমিকভাবে ১২৫ জনের নাম ঘোষণা করেন।
তবে, প্রাথমিক প্রার্থী তালিকায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের নাম দেখা যায়নি।
এনসিপির নারী প্রার্থীদের মধ্যে ঢাকা–৯ আসনে ডা.
ঢাকা/রায়হান/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, নারী ইউপি সদস্য গ্রেপ্তার
সংবাদ প্রকাশের জেরে জয়পুরহাটে এনটিভি অনলাইনের প্রতিনিধি মনোয়ার হোসেনের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের নারী ইউপি সদস্য নুর বানুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, বিকেলে আয়মারসুলপুর ভূমি অফিস চত্বরে সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
আরো পড়ুন:
গৃহকর্মী নিয়োগের আগে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপির
সিলেটে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি এনটিভি অনলাইনে ‘মহিলা মেম্বারের প্রেমে মজেছেন পুরুষ মেম্বার’ শিরোনামের একটি সংবাদ প্রকাশ হয়। এরপরই দুই জনপ্রতিনিধি সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন।
প্রত্যক্ষদর্শী সাংবাদিক মোরসালিন বলেন, ‘‘ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে দুই জনপ্রতিনিধি মনোয়ারকে দেখে ক্ষুব্ধ হয়ে তেড়ে আসেন। এরপর গালিগালাজ করতে করতে হামলা চালান।’’
সাংবাদিক মনোয়ার হোসেন বলেন, ‘‘সংবাদ প্রকাশের জেরে আমার ওপর হামলা চালানো হয়েছে। এটি গণমাধ্যমের প্রতি সরাসরি হুমকি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’’
পাঁচবিবি থানার ওসি ইমায়েদুল জাহেদী বলেন, ‘‘সাংবাদিকের ওপর হামলার অভিযোগে মামলার পরই নারী ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকে মামলার অপর আসামি পুরুষ ইউপি সদস্য আনোয়ার হোসেন পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’
ঢাকা/মোসলেম/রাজীব