২৫ বছর পর ভারতে টেস্ট সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার
Published: 26th, November 2025 GMT
যা ঘটার কথা ছিল তাই ঘটল। গুয়াহাটি টেস্টে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৫৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪০৮ রানে হারল ভারত। ২ উইকেটে ২৭ রান নিয়ে গতকাল চতুর্থ দিন শেষ করা ভারত আজ পঞ্চম ও শেষ দিনে ১৪০ রানে অলআউট হয়। রানের হিসাবে টেস্টে এটাই ভারতের সবচেয়ে বড় ব্যবধানের হার। এর মধ্য দিয়ে দুই টেস্টের সিরিজে ভারতকে তাদের ঘরের মাঠে ২–০ ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা। ভারতের মাটিতে ২৫ বছর পর টেস্ট সিরিজও জিতল দক্ষিণ আফ্রিকা।
বিস্তারিত আসছে.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণের টাকা লুট হয়েছে: সাইদ আহমেদ
‘ফ্যাসিস্ট সরকারের আমলে প্রতিশ্রুতি দিয়ে জনগণের টাকা লুট করা হয়েছে’ বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইদ আহমেদ আসলাম।
বুধবার (২৬ নভেম্বর) সকালে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ডোমসার বাজারে গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হবে। জেলার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং নদীভাঙন পরিস্থিতির বেহাল অবস্থা দীর্ঘদিনের অবহেলার ফল। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে মিয়া নুরুদ্দিন অপু ও শফিকুর রহমান কিরনকে সঙ্গে নিয়ে এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।”
কর্মসূচির অংশ হিসেবে তিনি সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন।
গণসংযোগে তিনি বিভিন্ন বাজার, গ্রাম ও পাড়া-মহল্লায় ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে দোয়া ও সমর্থন কামনা করেন।
ঢাকা/আকাশ/এস