যে কারণে ৫ যুবককে ন্যাড়া করলেন ইউপি সদস্য
Published: 27th, October 2025 GMT
পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেশাদ খলিফার বিরুদ্ধে পাঁচ যুবকের মাথা ন্যাড়া করানোর অভিযোগ উঠেছে।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ইউনিয়নের মধ্য চতলাখালী গ্রামে প্রায় শতাধিক মানুষের সামনে ওই যুবকদের মাথা ন্যাড়া করানো হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরো পড়ুন:
৫ যুবককে ন্যাড়া করলেন ইউপি সদস্য
ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটিতে সংঘর্ষ: আহত দুই শতাধিক, পরিস্থিতি থমথমে
স্থানীয় সূত্র জানায়, মধ্য চতলাখালী গ্রামের মনির গোলদার ও মোজাম্মেল মৃধার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত শুক্রবার দুইজনের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। এসময় বাবার সঙ্গে মিলে মনিরকে লাঞ্ছিত করেন মোজাম্মেলের ছেলে রিয়ান। এরই জেরে গত শনিবার রাতে মনির গোলদারের ছেলে রাব্বি ও রিয়ান তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে রাব্বি রিয়ানকে মারধর করেন।
রিয়ানকে মারধরের ঘটনাটি তার বাবা মোজাম্মেল স্থানীয় ইউপি সদস্য রেশাদ খলিফাকে জানান। পরদিন সকালে ইউপি সদস্য রেশাদ খলিফার উপস্থিতিতে মধ্য চতলাখালীর খুতির বাজার এলাকায় সালিশ বসে। সেখানে দুই পক্ষসহ স্থানীয় লোকজনকে ডেকে এনে তিনি ঘটনার সঙ্গে জড়িত পাঁচ যুবকের মাথা ন্যাড়া করার নির্দেশ দেন। একপর্যায় নর সুন্দর ডেকে এনে তাদের থেকে মাথা ন্যাড়া করে দেন তিনি।
এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, লাঠি হাতে রেশাদ খলিফা দাঁড়িয়ে রয়েছেন, নরসুন্দর যুবকদের মাথা ন্যাড়া করছেন।
ভুক্তভোগী নয়ন সরদার বলেন, “আমি তো কোন অপরাধ করিনি। রাব্বি ও রিয়ানের মারামারি ছাড়িয়ে দিয়েছি। তারপরও মেম্বর ফোন করে আমাকে ডেকে নিয়ে মাথা ন্যাড়া করে দিছে।”
নয়ন সরদারের মা ঝর্ণা বেগম বলেন, “আমি মানুষের কাছে শুনে ঘটনাস্থলে যাই। আমি অভিভাবক, আমিতো আছি। আমার ছেলে কোনো অপরাধ করলে আমাকে ডাকতো। সে তো কোরো অপরাধ করেনি। মারামারি দেখে থামিয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি, মেম্বার বিনা অপরাধে আমার ছেলের মাথা কামিয়েছেন।”
অপর ভুক্তভোগী রাব্বি বলেন, “রিয়ান ভাইর সঙ্গে আমার মারামারি হয়েছে। রেশাদ মেম্বার এসে চৌরাস্তায় (খুতির বাজার) সালিশ করে দিছেন। ওর (রিয়ান) এবং আমারসহ পাঁচজনের চুল কেটে দিছে। ওরা (তিনজন) মারেনি, ওদেরও চুল কেটে দিছে।”
রাব্বির মা মাহফুজা বলেন, “জমিজমা নিয়ে ঝামেলায় রাব্বির বাবাকে মারধর করেছে রিয়ান ও তার বাবা। এটা কোন ছেলে মেনে নিতে পারে? তাই রিয়ানকে এই কথা জিজ্ঞস করতে গেলে মারামারি হয়েছে। সেটা নিয়ে রেশাদ মেম্বার সবার চুল কেটে দিছে।”
রিয়ানের বাবা মোজাম্মেল মৃধা বলেন, “রাব্বির বাবা মনিরের সঙ্গে আমার যে সমস্যা হয়েছিল, তা মিটমাট হয়ে গেছে। তারপর মনিরের ছেলে এসে আমার ছেলেকে মারধর করছে। আমার ছেলেকে চার-পাঁচজনে মিলে মারছে। আমি মেম্বারের কাছে বিচার চাইছি। মেম্বার এসে বিচার করে দিছে। মাফ চাওয়াইছে। আমার ছেলেসহ সবার চুল কেটে দিছে।”
এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি সদস্য রেশাদ খলিফার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর মো.
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাওলাদার বলেন, “বিষয়টি শুনেছি। খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে এবং ঘটনার সত্যতা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব দাশ পুরকায়স্থ বলেন, “আমি বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/ইমরান/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ আম র ছ ল অপর ধ ম রধর
এছাড়াও পড়ুন:
হাদির ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টায় গ্রেপ্তারে আল্টিমেটাম এনসিপির
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন ও মশাল মিছিল থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীর মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভকারীরা শরীয়তপুর-ঢাকা সড়ক ৩০ মিনিট অবরোধ করে রাখে।
আরো পড়ুন:
‘আঘাত যা-ই আসুক, কোনো শক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না: প্রধান উপদেষ্টা
হাদির ঘটনায় বগুড়ায় গণঅধিকার পরিষদের মশাল মিছিল
অবরোধকারীদের অভিযোগ, নির্বাচনি তফসিল ঘোষণার পরদিনই এই হামলা ইন্টেরিম গভর্নমেন্টের ব্যর্থতার পরিচয় দিয়েছে। ওসমান হাদির ওপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে তারা আরো কঠোর কর্মসূচি দেবেন। তাদের দাবি, হামলার ঘটনাটি পরিকল্পিত। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন বলে তুলে ধরেন তারা।
এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার, জেলা যুব শক্তির আহ্বায়ক কাওসার মৃধা, জাতীয় ছাত্র শক্তির সদস্য ইয়াসিন মুন্সি, তাসকিন আহমেদ রায়হান (অন্তর), রাহিম কালাম,সুরভি রহমান প্রমুখ।